Tonic Movie Review – Dev, Paran Bandopadhyay, IMDB – টনিক

Bongconnection Original Published
2 Min Read


Tonic Movie Review – Dev, Paran Bandopadhyay, IMDB – টনিক

Tonic Movie Review - Dev, Paran Bandopadhyay, IMDB - টনিক
Loading...

Tonic Movie Review

Loading...
পরিবারকে নিয়ে দেখে এলাম টনিক। সিনেমা শেষে একটি মুখে হাসি নেওয়ার টনিক টোটকা
নিয়ে বাড়ি ফিরতে পারেন এটা অবশ্যই বলা যায়। 

আদ্যোপান্ত গোটা এই সিনেমার মূল প্রাণকেন্দ্র হল পরাণ বন্দ্যোপাধ্যায়। সত্যিই
উনিই এই সিনেমার পরাণ। এই কিছুদিন আগেই বব বিশ্বাসে ওনার অভিনয়ের কামাল
দেখেছি। আজ এখানেও আবারও উনি এই বয়সে বাকি সবাইকে ছাপিয়ে নিজের দিকে বার বার
দৃষ্টি আকর্ষণ করেছেন দর্শক দের। সত্যিই যে বয়স কোনো বাধা নয়, মনের অসুখ না
থাকলে যে কোনো বাধা কে জয় করা যায় সেটা উনি প্রমাণ করে দেখালেন এবং অনেক কিছু
শেখালেন। 

দেব দা এখানে যথাযথ তবে এর থেকে একই ধরনের সাঁঝবাতিতে অনেকটা পরিণত কাজ
করেছিলেন। বাকিরাও প্রয়োজন অনুযায়ী ঠিকঠাক কিন্তু খুব ভালো কেউই নয়। 

Tonic Film Review

গল্পের শেষের দিক টা অন্যরকম হতেও পারতো আর মনে হলো তাড়াতাড়ি করতে গিয়ে অনেক
কিছু না বলা থেকে গেলো। কিছু জায়গা অতিরঞ্জিত মনে করাতে বাধ্য করে। আর bgm তার
সাথে কয়েকজনের লাউড অভিনয় মন কাড়তে পারে না। 
Tonic Movie Review - Dev, Paran Bandopadhyay, IMDB - টনিক

Tonic Movie Cast

Dev
Biswajit Chakraborty
Biswanath Basu
Konnenica Banerjee
তাও সবশেষে পরিবারের মা, কাকী, মামী দের মুখে মন ভালো করা পরিতৃপ্তির হাসি দেখে
মন টাও ভালো হয়ে যায় ও মনে হয় টনিক এর cast and crew মেম্বার দের চেষ্টা টা
অবশ্যই এই দিক দিয়ে সফল। তাই পরিবার নিয়ে বাংলা ছবি দেখার কথা ভাবলে অবশ্যই
দেখে আসুন টনিক এবং তার পরাণ ময়তা। পরাণ বন্দ্যোপাধ্যায় এই বয়সেও যে কি
সুন্দর ম্যাজিক টা পর্দায় দেখিয়েছেন সেটা দেখতে হলে অবশ্যই হলে যান এবং উপভোগ
করুন।।

Share This Article