Aranyak Web Series Review – Aranyak Review – Netflix, Raveena Tandon, Parambrata

Bongconnection Original Published
2 Min Read


Aranyak Web Series Review – Aranyak Review – Netflix, Raveena Tandon,
Parambrata


Aranyak Web Series Review - Aranyak Review - Netflix, Raveena Tandon, Parambrata
Loading...

Aranyak Web Series Review

Loading...


অরণ্যে মোড়া শহর হিমাচলের শিরোনা (Sironah), অরণ্যের সৌন্দর্যের মতোই
ভয়ঙ্কর তার রহস্য। এক অজানা ভয়। নরখাদক চিতা। লোককথা না সত্য?
আরণ্যকের ভালো দিক :
1. অভিনয় – নামভূমিকায় রবীনা টান্ডন আর পরমব্রত চট্টোপাধ্যায়, দারুণ লাগে
তাদের রসায়ন । সাথে আশুতোষ রাণা, জাকির খান, ইন্দ্রনীল সেনগুপ্ত, মেঘনা মালিকের
অভিনয় খুব ভালো লাগে। নবাগত বেশ কিছুজনও ভালো অভিনয় করেন।


Aranyak Web Series Review - Aranyak Review - Netflix, Raveena Tandon, Parambrata
2.প্লট – বেশ ইন্টারেস্টিং। একটা আঞ্চলিক পাহাড়ি শহর ও তার লোককথার ওপর ভিত্তি
করে তৈরি করা ক্রাইম থ্রিলার অন্তত মুম্বই – দিল্লির বা উত্তরপ্রদেশের ওপর
ক্রমাগত হয়ে চলা ক্রাইম থ্রিলারের পাশে এক নতুনত্ব আনে। ভালো লাগে সেই পৃথিবী
তৈরী আর সকলকে বিশ্বাসযোগ্য ভাবে সেখানে উপস্থাপন করা।
3.ভালো লেগেছে সিনেমাটোগ্রাফি আর আবহসঙ্গীত। জঙ্গলে আলো আধারি পরিবেশ সুন্দর তুলে
ধরা হয়েছে। ভালোলেগেছে আবহ সঙ্গীতের ব্যবহার।
4. প্রত্যেকটি চরিত্রের উন্নয়ন আর ব্যাকস্টোরি বেশ ভালো ভাবে তৈরী করা হয়েছে।

Aranyak Web Series Cast

Anna Ador
Zakir Hussain
Indranil Sengupta

IMDb Rating – 8.1/10
খারাপ দিক –
1. খারাপ লেগেছে প্রথম পাঁচটা এপিসোড যে ভাবে রূদ্ধশ্বাস রহস্যের সৃষ্টি করে আর
যেরকম ভাবে গল্পের উন্নয়ন হয়, যত শেষের দিকে যেতে থাকে রহস্যের জট তত ঢিলে হতে
থাকে।
Aranyak Web Series Review - Aranyak Review - Netflix, Raveena Tandon, Parambrata

আরণ্যক ওয়েব সিরিজ রিভিউ 

2. সহজেই কিছু কিছু জিনিস অনুমান করে ফেলবেন অনেক আগে থেকেই।
3. অবশেষে আমার ক্লাইম্যাক্সে ভীষণ আশাহত হই যেখানে অন্তিম রহস্যের জট খোলে। মনে
হয়েছে এটা করার কোনো মানেই ছিল না। ক্লাইম্যাক্সে অনেকটা যত্ন লাগত।
4. শেষের দিকে চিত্রনাট্যে বেশ শিথিলতা লক্ষ করা যায়। কিছু কিছু চরিত্র আর তাদের
প্রতিক্রিয়া খুবই অযথা আর যুক্তিহীন। কিছু সাবপ্লট এগোয় নি।
এতো ভালো কনসেপ্ট নিয়ে আরো ভালো সিরিজ আশা করেছিলাম যেখানে শুরুটা এতো এনগেজিং।
তবে একবার দেখে নিতে পারেন ‘আরণ্যক’।

Share This Article