Antim The Final Truth Movie Review, Rating – Salman Khan Is Back

Bongconnection Original Published
4 Min Read


 Antim The Final Truth Movie Review, Rating – Salman Khan Is
Back 

Antim The Final Truth Movie Review, Rating - Salman Khan Is Back
Loading...

Antim Movie Review

Loading...
Satyameva Jayate 2 এর ট্রমা কাটাতে দেখে ফেললাম। তবে শুরু করার আগে কয়েকটা
কথা। আয়ুশ শর্মা সলমন খানের ভগ্নিপতি নাহলে সিনেমায় নামতে পারতেন না। ওনার
প্রথম ছবিটা আজও দেখার সাহস হয়নি! সলমন খান নিজে আমার খুব অপছন্দের অভিনেতা।
একদম হাতে গোনা কয়েকটা মুভি ভালো লাগে। কিন্তু Antim সেই মুভি গুলোর মধ্যে
একটা। জানি কিছু লোক সিনেমাটা না দেখে শুধু সলমন আর আয়ুশ আছে বলে খিল্লি করবে,
কিন্তু আমি ঠিক যেমন লেগেছে সেটা তুলে ধরবো।


যা যা ভালো লেগেছে:
সলমন খান: আগেই বলেছি ওনাকে আমার পছন্দ নয়। কিন্তু কিছু কমার্শিয়াল রোল উনি
খুব ভালো করেছেন। পুলিশ অফিসার রাজভীর সিং কে স্ক্রীনে ফুটিয়ে তুলতে উনি
এফোর্ট দিয়েছেন, প্লট অনুসারে একটা ভালো স্ক্রীন প্রেসেন্স রেখেছেন। অন্তিম এ
ওনার নিজের কাজ বেশ ভালো, যেটা শেষ কয়েক বছর মিসিং ছিল।

Antim Movie Cast


Mahima Makwana
Pragya Jaiswal
IMDb Rating – 7.5/10
সাপোর্টিং কাস্ট: ছবির মুখ্য অভিনেত্রীর ভূমিকায় নবাগতা মহিমা মাকওয়ানা (এর
আগে স্বরা ভাস্কর এর “ফ্লেশ” ওয়েব সিরিজ এ দেখেছিলাম) বেশ ভালো। পুরুষ প্রধান
সিনেমায় সাধারণত নায়িকাদের পুতুল টাইপ লাভ ইন্টারেস্ট বানিয়ে রাখা হয়।
কিন্তু এই সিনেমায় ওনার একটা খুব পাওয়ারফুল সিন আছে, আর মেয়েটা বেশ ভালো
করেছে।


Antim The Final Truth Movie Review, Rating - Salman Khan Is Back

Antim The Final Truth Movie Review

সচিন খেরকার, যীশু সেনগুপ্ত, মহেশ মঞ্জরেকার, সায়াজি শিন্ডে নিজেদের ছোট ছোট
চরিত্রে ঠিকঠাক কাজ করেছেন।
ব্যাকগ্রাউন্ড মিউজিক: KGF খ্যাত রভি বস্রুর এখানেও চরম কাজ করেছেন। ধামাকেদার!
সাউথ এর মিউজিক ডিরেক্টর দের আলাদাই লেভেল, মানতে হবে!
পরিচালনা ও চিত্রনাট্য: দেখুন এটা মারাঠি সিনেমা মুলশি প্যাটার্ন এর রিমেক। তবে
অনেক বেশী বাণিজ্যিক আঙ্গিকে তৈরী। অবশ্যই সিনেমা হিসেবে ওটা বেটার। কিন্তু মাস
এন্টারটেইনমেন্ট হিসেবে অন্তিম ও বেশ ভালো। মহেশ মাঞ্জরেকার একটা বেশ গুড
লুকিং, স্টাইলিশ ক্রাইম থ্রিলার বানিয়েছেন। অ্যাকশন দৃশ্য ওভার দা টপ হলেও
দেখতে বেশ ভালো লাগে। স্ক্রিনপ্লে টা ভালো, এক্সাইটিং মুহূর্তের অভাব হবে না।
সিনেমার শেষ অব্দি সিনেমার প্রতি ইন্টারেস্ট বেঁচে থাকে।
সংলাপ: মাস মুভি তে পাঞ্চ লাইন না থাকলে কিসের মাস মুভি?! অন্তিম এ বেশ কয়েকটা
তালি মার, সিটি বাজা সংলাপ আছে, হিরো ভিলেন দুজনের মুখেই।
মিশ্র প্রতিক্রিয়া:
আয়ুশ শর্মা: আলিয়া ভাট প্রথম মুভি স্টুডেন্ট অফ দা ইয়ার এ একদম দাগ কাটতে
পারেননি। কিন্তু দ্বিতীয় সিনেমায় ইমতিয়াজ আলীর সঙ্গে হাইওয়ে তে সবাইকে তাক
লাগিয়ে দ্যান। আয়ুশ অতটা পারেনি, তবে উনি এই সিনেমায় যাকে বলে ডিসেন্ট। খুব
উল্লেখ্যযোগ্য কিছু নয়, আবার ওনার জন্য সিনেমার মান নেমে যায় এমন ও নয়।
সাধারণ ছেলে থেকে এলাকার গুন্ডা হয়ে ওঠা রাহুলিয়া র চরিত্রে বেশ কিছু লেয়ার
আছে, বিভিন্ন ইমোশন আছে, অ্যাকশন দৃশ্য আছে। আয়ুশ শর্মা গেটস দা জব ডান!
গান: একটা গানও মনে রাখার মতো নয়। কিন্তু গানের প্লেসমেন্ট যথার্থ। দুমদাম
উদয় হয়না। কাহিনীর সঙ্গে সামঞ্জস্য রেখে আসে এবং একটা রোমান্টিক গান একটা
ভূমিকা পালন করে যা পরে প্লট এ গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়ায়।
যা যা ভালো লাগেনি:
জেল সিন: বিবরণ দিচ্ছিনা। যীশু সেনগুপ্ত কে নিয়ে পুলিশ স্টেশনে একটা কমেডি সিন
আছে, যাতে চরিত্রটাকে নিয়ে খিল্লি করা হয়েছে। সমস্যা হলো তার আগে বা পরে
চরিত্রটা যেভাবে লেখা হয়েছে তার সঙ্গে ওই সিনে ওনার আচার আচরণ মিল খায়না।
সিনটা খুব বাজে লাগে দেখতে।
প্রি ক্লাইম্যাক্স: ক্লাইম্যাক্স এর আগে একটা অ্যাকশন দৃশ্যে রজভীর সিং একজন
পলিটিশিয়ান কে প্রকাশ্যে মেরে দ্যান। তার কোনো এফেক্ট দেখা গেলনা!
অন্তিম হলো সেই সিনেমা, যেটা Satyameva Jayate 2 হওয়ার চেষ্টা করেছিল কিন্তু
সম্পূর্ণ ব্যর্থ হয়েছে। অন্তিম কিন্তু মাস মুভি হিসেবে সফল। একবার অন্তত
দেখতেই পারেন, আসা করি এনজয় করবেন।
Also read,

Share This Article