Bob Biswas Movie Review & Rating – Abhishek Bachchan, Zee5

Bongconnection Original Published
3 Min Read


 Bob Biswas Movie Review & Rating – Abhishek Bachchan, Zee5

Bob Biswas Movie Review & Rating - Abhishek Bachchan, Zee5
Loading...

Bob Biswas Movie Review

Loading...


মানুষের ন্যাচারাল টেন্ডেন্সি হল অন্য মানুষকে তার প্রথম কাজে নিরিখে জাজ করা।
এই যেমন আমরা সুজয় ঘোষ কে চিনেছি বা উনি লাইম লাইটে  এসেছেন ‘কাহানি’
মুভির মাধ্যমে। তাই পরবর্তী যেকোন মুভির ক্ষেত্রে ওনাকে কাহানি মুভির নিরিখেই
জাজ করা হয়। 
”কাহানি’ যে স্ট্যান্ডার্ড সেট করেছিল, পরবর্তীতে উনি যা যা মুভি করেছেন
এক্সপেক্টেশন ছিল কাহানি থেকে বেটার কিছু পাওয়ার। কিন্তু  সেটা হয় নি,
তাই  প্রতিবার ই দর্শকদের হতাশা বৃদ্ধি পেয়েছে। 
বব বিশ্বাস এর ক্ষেত্রেও সেম জিনিস ঘটেছে। যদিও মুভিটা সুজয় ঘোষ নিজে ডিরেক্ট
করেননি, ওনার মেয়ে ডিরেক্ট করেছেন । তবুও বব বিশ্বাস চরিত্রটা তো কাহানি মুভি
থেকেই নেওয়া তাই  কমপ্যারিজন এসেই যায়।  

Bob Biswas Review

কাহানি মুভিতে বড় বিশ্বাস ছিলেন শাশ্বত। শাশ্বত আর বব বিশ্বাস কোথায় যেন এক
হয়ে গিয়েছিল। পুরো ভারতবর্ষে বড় বিশ্বাস এর সেই ম্যানারিজম এখনও সমানভাবে
জনপ্রিয়।  সেই “নমস্কার আমি বিশ্বাস” “এক মিনিট” বলা সেই ধীর-স্থির
ভঙ্গিমা সবটাই যেন মাথায় গেঁথে আছে।
 সম্প্রতি
ZEE5
এ BobBiswas   দেখলাম। মনে হল কেন???!!!  কেন ????!!!!
এরকম আইকনিক একটা চরিত্র যেটা মানুষের মাথায় গেঁথে ছিল সেটাকে নিয়ে এরকম
ছেলেখেলা কেন ???!!!
  এই ছবির মূল শত্রু হলো “গল্প” বা স্ক্রিপ্ট।  গল্পের হাত, পা, মাথা
কোনটাই ঠিকঠাক জায়গায় নেই । শুধু সিনেমা বানাবার জন্যই সিনেমা বানানো মনে হল।
গল্পের কোন চরিত্র বা কোনো সম্পর্কের প্রতিই ঠিকঠাক জাস্টিস করা হয়নি। আট বছর
পর সবকিছু ভুলে যাওয়া বর বাড়ি এসেছে, সেই স্ত্রীয়ের অভিব্যক্তি দেখলে ভারী
অদ্ভুত লাগে। ছেলেটাকে দেখে মনে হচ্ছিল না যে আট বছরের বেশি বয়স। সামহাউ দেখে
মনে হচ্ছিল বব বিশ্বাস কোমায় যাওয়ার পরে জন্ম 🙈🙈( পাপী মন)  
Bob Biswas Movie Review & Rating - Abhishek Bachchan, Zee5

Bob Biswas Movie Cast

Chitrangada Singh
Tina Desai
Vidya Balan
অত বড় একটা মেয়ে আর তার মায়ের ভূমিকায় কিনা চিত্রাঙ্গদা সিং।  দুজনের
সম্পর্ক দেখে মনে হচ্ছিল পাড়ার কোন স্বল্প পরিচিত দু’জন মহিলা।‌ রজতাভ দত্ত কে
তার এজেন্ডা কি?  কেন বব কে দিয়ে মার্ডার করানো হতো, এসব প্রশ্নের কোন
উত্তর নেই মুভিতে।  সুজয় ঘোষ একটা মানে বই নিশ্চয়ই লিখবেন 😜😜

বব বিশ্বাস মুভি রিভিউ 

 এই মুভির একমাত্র প্রাপ্তি হচ্ছে পরান বন্দ্যোপাধ্যায়। অসাধারণ অভিনয়
ক্ষমতার ভদ্রলোকের। ওই ক্যারেক্টার টাই একমাত্র ছবি প্রাণ।
অভিষেক বচ্চন ভীষণভাবে চেষ্টা করেছেন বব বিশ্বাস হয়ে ওঠার জন্য। কিন্তু মুশকিল
হল অভিষেকের এফর্ট যেখানে শেষ হয়েছে, সেখান থেকে শাশ্বতর ন্যাচারাল অ্যাকটিং
শুরু হয়েছিল। 
তাই বব বিশ্বাস হিসেবে নিঃসন্দেহে 
Saswata Chatterjee
   বাজি মেরে গেছেন। সর্বভারতীয় জনপ্রিয়তা পেতে গিয়ে শাশ্বত
জায়গায় অভিষেককে কাস্ট করে আর এরকম দুর্বল চিত্রনাট্যৈর একটা সিনেমা বানিয়ে
সুজয় ঘোষ নিজের হাতেই নিজের সৃষ্ট চরিত্রের হত্যা করেছেন বলা ভালো।
Also read,

Share This Article