Mandaar Review – Anirban Bhattacharya’s Mandaar Web Series Review – Hoichoi

Bongconnection Original Published
4 Min Read


Mandaar Review – Anirban Bhattacharya’s Mandaar Web Series Review –
Hoichoi

Mandaar Review - Anirban Bhattacharya's Mandaar Web Series Review - Hoichoi
Loading...

Mandaar Review

Loading...
বেশ কিছুদিন পর বাড়ি ফিরে মাকে বলবেন মা নাড়ু খাবো কিংবা আজ একটু খিচুড়ি বানাও
তো, সামনে বসে লক্ষ্য করে দেখবেন মা যে কী পরিমাণ যত্ন নিয়ে বানাচ্ছে আহা❤️ বা
ধরুন মায়ের হাতে খাচ্ছেন এমনি সময় নিজেই চাইলেন “মা আরেকটু ভাত দাওতো” দেখবেন
অপূর্ব এক মায়া তৈরি হয় মায়ের মুখটাতে। ভালোবাসার সাথে স্নেহ মিশিয়ে একখানা
সম্পৃক্ত দ্রবণ তৈরি করলে যে মায়া তৈরি হয়। বিশ্বাস করুন মন্দার দেখতে গিয়ে ঠিক
এই জিনিসগুলোই মনে হচ্ছিল। প্রতিটা ফ্রেমে সেই মায়া সেই যত্ন সেই ভালবাসা
মেশানো যেন।। প্রতিটা চরিত্র এত নিখুঁত এত অনবদ্য লেগেছে কী বলবো!


অনির্বান বাবু মনে হয় নিজের সন্তানকেই ঢেলে সাজিয়েছেন ঠিক মেয়ে স্টেজে পারফর্ম
করার জন্য মা যেভাবে সাজায় সেই ভাবে।
বাংলা ইন্ডাস্ট্রি নিয়ে অনেক খিল্লি অনেক মিম দেখেছি এবার নতুন আশা তৈরি করবো
এটা সত্যি।

Mandaar Hoichoi Review

Mandaar Review - Anirban Bhattacharya's Mandaar Web Series Review - Hoichoi
হোয়াইট বাকার্ডিতে আমার খুব একটা নেশা হয়না বরং অনেকটা সময় ধরে হালকা একটা আমেজ
থাকে, একটা অদ্ভুত আচ্ছন্ন ভাব থাকে, মন্দার দেখার জন্য এই উইকেন্ডে ওসব
বাকার্ডি ফাকার্ডি জাস্ট বাতিল, মন্দার একাই সব দিক সামলে নিয়েছে। মনে হচ্ছে এই
নেশাটা থাকবে, আরও অগুনতি দিন।।

Mandaar Web Series Cast

Debashish Mondal
Sankar Debnath
Director –
Anirban Bhattacharya

Rating – 4/5
নামগুলোর আড্যাপ্টেশন আমার দারুন লেগেছে যেমন ডানকান থেকে ডাবলু, ম্যাকডোনাল্ড
থেকে মকাই, ব্যাংকো থেকে বংকা, ম্যালকম তেজে মঞ্চা, ফ্লিযান্স তেজে ফানটুস,
আচ্ছা ম্যাকডফ যদি মুকাদ্দর কিংবা মদনদা? তাহলে শেষের টুইস্ট টাও এক উপরি
পাওনা।
মানে ম্যাকবেথ পড়ুন আর নাই পড়ুন মন্দার আপনাকে 100% অন্য ফিলিংস দেবে।❤️❤️❤️

মন্দার ওয়েব সিরিজ রিভিউ 

বাঙালি হিসেবে গর্ব করার দিন, গর্বিত হওয়ার দিন আর এসব মন আপ্লুত করার জিনিস
উপহার দিয়ে অনির্বানবাবু আলাদা জায়গা তৈরি করে ফেলবেন আরো কয়েক লক্ষ বাঙালির
হৃদয়ে। এমন একজন মানুষ আকাশে বিচরণকালেও মাটিতে চলার সঙ্গীদের ভোলেননি, তাদের
কেও মই বানিয়ে দিলেন, বেশ কয়েকদিন ধরে দেবাশীষ মন্ডল(মন্দার), দেবেশ রয়চৌধুরী(w
ভাই), শঙ্কর দেবনাথ( বংকা),সজল মন্ডল( মজনু), সুমনা মুখোপাধ্যায়( w ভাইয়ের বউ)
এই নামগুলো fbর গ্রূপে গ্রূপে ঘুরবে, মানুষের মনে থাকবে, 
কেউ কেউ হয়ত পার্মানেন্ট জায়গাও করে নেবে ভবিষ্যতে। মজনুর ছেলের(নাম জানি না)
লাফিয়ে লাফিয়ে দৌড়োনো আহা হা হা, বহুদিন মনে রাখবো।
শেষে বলি “খুদা খুদা, সব খুদার দোষ, ভুখা মানুষ রাক্ষস” এই খুদা শুধু পেটের নয়
এই খুদা ক্ষমতার, এই খুদা শরীরের, এই খুদা লোভ-লালসার তাই সব মিলিয়ে খুদার আরেক
নাম হয়ে থাকবে মন্দার।
এডমিনরা লিখে রাখো, নেক্সট ফ্রেম নিয়ে যদি কোনো ইভেন্ট হয় 90% মন্দারের ফ্রেম
নিয়ে লেখা পড়বে। প্রতিটা ফ্রেম আলাদা গল্প।।
দর্শকদের কাছে অনুরোধ কোনোরকম তুলনা নয়, মন্দার কিন্তু একটা আলাদা মাত্রার এটা
মনে রেখে দেখতে বসুন। অন্য কোনো কিছুর সাথে তুলনা করতে বসলেই কিন্তু ঠকতে হবে।
এ শুধু উপভোগ করতে হবে। কোথায় কোন দৌড়ে সেরা হল বা মুখ থুবড়ে পড়লো ওসব মাথা
থেকে বের করে দেখতে বসুন, ব্যস অনেকটা সময় ধরে দেখবেন আপ্লুত হয়ে যাচ্ছেন।
আরো পড়ুন,

Share This Article