Chhorii Movie Review – Chhorii Review – Nushrratt Bharuccha’s Horror Film

Bongconnection Original Published
2 Min Read


 Chhorii Movie Review – Chhorii Review – Nushrratt Bharuccha’s Horror
Film

Chhorii Movie Review - Chhorii Review - Nushrratt Bharuccha's Horror Film
Loading...

Chhorii Review

Loading...
(ছবিটা মারাঠি ছবি লাপাছাপির (Lapachhapi) অফিসিয়াল হিন্দি রিমেক, ওটা
দেখিনি তাই তুলনা করতেও পারিনি)

দীর্ঘ হাড়হীম করা সাসপেন্স, জটিল কিছু রহস্য সবশেষে সব দোষ কার,নাকি ভূতের এরকম
গল্পগুলোতে কিছু যুক্তিগত অপ্রাপ্তি থেকে যায়। Talaash , U Turn কে
উদাহরণ হিসাবে নিতে পারেন। তবে,আলোচ্য ছবিটা এর উর্দ্ধে। বুননের মৌলিকতা সফল।

Chhorii Movie Review - Chhorii Review - Nushrratt Bharuccha's Horror Film

Chhorii Movie Review – Amazon Prime Video

Chhorii সদ্যমুক্তিপ্রাপ্ত হিন্দি হরর ছবি। কিন্তু হররের সাথে
Thrilling element মিলিয়ে দিতে পরিচালক খুব সফল। প্রেগনেন্ট
Sakshi (Nusrat) তাঁর স্বামী Hemant (Saurabh) ধার না মিটিয়ে গা
ঢাকা দেয় গ্রামের একটি অদ্ভুত বাড়িতে। এবং ওই প্রেগনেন্ট মহিলা লক্ষ্য করতে
থাকেন তারই চারপাশে চলতে থাকা একটি লুকোচুরি খেলাকে । একজন মহিলা কয়েকজন
বাচ্চার মধ্যে লুকোচুরি খেলা প্রকাশ করে দেয় কিছু ভয়ঙ্কর সত্যির। পরিষ্কার হয়ে
ওঠে পুরুষতান্ত্রিক সমাজ আর সমনাধিকারের ‘লুকোচুরি’।

Chhorri Movie Cast

  • Nushrratt Bharuccha
  • Saurabh Goyal
  • Mita Vashist
  • Rajesh Jais
Rating – 4/5

ছবিটা বেশ রোমর্ষক। তবে একটা ত্রুটি খুবই সহজে চোখে পরে তা হচ্ছে
Screenplay এর  Linear Pattern। যে সত্যের উদ্ঘাটন 1 ঘন্টা
40 মিন্টের পরে হয়েছে তা প্রথম 30 মিনিট থেকে দেওয়া যেত। এবং ক্রমে সত্যির
সামনে আসা বেশ উপভোগ্য হতো। কিন্তু চিত্রনাট্যর এই Pattern এ সবচেয়ে বেশি
ক্ষমতাপ্রকাশ করেছেন নুসরত ভারুচা। ফোকাস যেহেতু সিনেমার নব্বই শতাংশ জায়গায়
তাঁর উপর তাই তাঁর অভিনয়ক্ষমতা সম্পর্কে ওয়াকিবহল হবেন দর্শক। তবে মিতা বশিষ্ঠ
দারুন। নেগেটিভ চরিত্রটাকে একটা আলাদা dimension দিয়েছেন অভিনেত্রী। এক্সপ্রেশন
বা ডায়লগ দুক্ষেত্রেই দুই অভিনেত্রী অসাধারণ।

Direction আর BGM সূক্ষ কিন্তু গল্পের first half horror element
কে খুব বেশিদূর টানেনি। কিন্ত সবকিছুর সূত্রপাত Second half থেকে। সেখান থেকে
গল্পের গতিও বেড়ে যায়। এবং সবশেষে যে Sensitive পরিবেশের জন্ম দেবে গল্প তাতেও
শিরদাঁড়া দিয়ে শীতলস্রোত নেমে যাবে।গল্পের শেষ টার্নটাকে গল্পের ইউএসপি মনে
হবে।
Also read,

Share This Article