Jai Bhim Movie Review – Suriya, Amazon Prime Video

Bongconnection Original Published
3 Min Read


 Jai Bhim Movie Review – Suriya, Amazon Prime Video

Jai Bhim Movie Review - Surya, Amazon Prime Video
Loading...

Jai Bhim Movie Review 

Loading...
পরিচালকের কতই না সাহস থাকলে সিনেমার ফ্রেমে ঘুরেফিরে “কার্ল মার্ক্স
এর ছবিকে ব্যবহার করেন, প্রতিবাদের প্রতীক হিসেবে দেখান লাল পতাকাকে, মানুষের
বিপদে পাশে থাকতে দেখানো হয় লাল পার্টিকে।। তবে খুশির খবর যে পরিচালক
TJ Gnanavel ও প্রযোজক Jothika-Suriya কে এখনো অব্দি “দেশবিরোধী”
তকমা দেওয়া হয়নি।। 
১৯৯৫ সালে তামিলনাড়ুর এক পুলিশ লকআপ থেকে নিরুদ্দেশ হয়ে যাওয়া “ইরুলুর”
সম্প্রদায়ের তিন যুবকের সত্য ঘটনা অবলম্বনে তৈরি একটি কোর্টরুম ড্রামা “জয়
ভীম”।। তবে শুধু এটুকুর মধ্যেই যদি সিনেমার বিষয়কে সীমিত রাখি তাহলে হিমশৈলের
শুধু চূড়াকেই ছোঁয়া হবে।। আদি অনন্তকাল জুড়ে নিচু জাতের মানুষকে শোষণ করে চলেছে
উঁচু জাতের মানুষ খুব অবাক লাগলেও আজকের সময়ে দাঁড়িয়ে দেশের বিভিন্ন প্রান্তে
এইসব ঘটনা বা উদাহরণগুলো যেনো একটু বেশিই মাথা চাড়া দিয়ে উঠেছে।। “জয় ভীম” সেই প্রথার বিরুদ্ধে রুখে দাঁড়ানো এক প্রতিবাদ, এক জ্বলন্ত ইতিহাস।। 

Jai Bhim Review 

Jai Bhim Movie Review - Surya, Amazon Prime Video
Cast – 
Suriya
Prakash Raj
Lijomol Jose
Rajisha Vijayan
Rao Ramesh
K. Manikandan

এই ধরণের স্পর্শকাতর বিষয়কে হাল্কা রহস্যের মশলা মাখিয়ে, খুব অতিরঞ্জিত বা
আবেগপ্রবণ সংলাপের ধার না ধারিয়ে, অসাধারণ কিছু ট্রিটমেন্টের মাধ্যমে উপস্থাপনা
করেছেন পরিচালক।। ক্যামেরার কাজ মোটামুটি।। কোর্টরুম ড্রামার সবথেকে
গুরুত্বপূর্ণ ও মাঝে মাঝে সবথেকে বিরক্তিকর দৃশ্য হলো উকিলের শেষের সংলাপ, যাকে
কি না ক্লোসিং স্টেটমেন্ট বলা হয়, দামিনী থেকে শুরু করে পিঙ্ক,
Section 375, জলি এলএলবি 1 & 2, সব জায়গাতেই ক্লোসিং স্টেটমেন্ট
মানেই এক বিরাট সংলাপ।। এমনকি “চেহেরে”র মতো সিনেমাতেও একটা 10মিনিটের ক্লোসিং
স্টেটমেন্ট ছিলো, যা বড়ই বিরক্তিকর, কিন্তু এখানের যে ক্লোসিং স্টেটমেন্ট তা
খুব পরিষ্কার, স্মার্ট ও সংক্ষিপ্ত।।।

জয় ভীম মুভি রিভিউ 

Jai Bhim Movie Review - Surya, Amazon Prime Video

Jai Bhim Movie Rating – 9.5/10
 অভিনয়ের দিক থেকে Suriya,প্রকাশ রাজ, lijomol jose অনবদ্য, কিন্তু
পুলিশ অফিসার গুরুমুর্তির চরিত্রে অভিনেতা Tamizh এর অভিনয় এ ছবির এক
শ্রেণীর মানুষের ভয়াবহতাকে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয়।।
সব মিলিয়ে আমার মতে “জয় ভীম” অবশ্যই একটি উপভোগ্য সিনেমা, একটু দৈর্ঘ্য কম হলে
আরো ভালো হতো যদিও।
Article 15
এর মতো সিনেমা যদি আপনার ভালো লেগে থাকে তাহলে এ সিনেমা আপনার ভালো লাগতে
বাধ্য।। দীপাবলির রোশনাইএর মাঝে একটু অন্ধকারের বাস্তবতাকে দেখতে চাইলে এই
সিনেমাটি একটু দেখে নিতেই পারেন।।

আরো পড়ুন,

Share This Article