Romantic Premer Kobita – এমন একটা প্রেম হোক – Premer Kobita

Bongconnection Original Published
3 Min Read


 Romantic Premer Kobita – এমন একটা প্রেম হোক –  Premer Kobita

Romantic Premer Kobita - এমন একটা প্রেম হোক -  Premer Kobita
Loading...


আমি চাই এমন একটা প্রেম হোক🍁
Roamntic Premer Kobita Bangla
আমি চাই এমন একটা প্রেম হোক, যেখানে কোনো রকম লুকিয়ে রাখার পর্দা নেই। দুটো
মানুষ যেখানে তাদের সবটুকু রহস্য বিলিয়ে দিতে পারে নির্দ্বিধায়। সব ভালোমন্দ,
হাসি,কান্না, ভয়, দুর্বলতা সবটুকু। যেখানে কেউ কাউকে জাজমেন্ট দেয়না বরং চুপ
করে পাশে বসে সব কথা শোনে আর আশ্বাস দেয় ‘সব ঠিক হয়ে যাবে, আমি আছি তো।’


আমি চাই এমন একটা প্রেম হোক, যেখানে দুটো মানুষ ছোট থেকে ছোট বিষয়ের জন্য
পরস্পরকে এপ্রিসিয়েট করে, থ্যাংক ইউ বলে, উৎসাহ দেয়। ছোট থেকে ছোট ভুলের জন্য
চিঠি লিখে সরি বলে, হাসি মুখে নিজের ভুল স্বীকার করে। আমি চাই এমন একটা প্রেম
হোক, মুখ ফুটে তার খারাপ লাগা অথবা মনখারাপের কথা বলার আগেই বুঝে যাক
উল্টোদিকের মানুষটা।

আধুনিক প্রেমের কবিতা

Loading...
আমি চাই এমন একটা প্রেম হোক যেখানে সারাদিন ধরে কথা বলা নেই, কিন্তু যেটুকু সময়
কথা হবে, কথা হবে প্রাণ খুলে। শুধু মাখো মাখো প্রেমালাপ কিংবা সংসারী আলোচনা
নয়, কথা হবে নানা বিষয়ে, কথা হবে হ্যারিপটার এর নেক্সট মুভি নিয়ে, কথা হবে
দেশের সমাজব্যবস্থা নিয়ে, কথা হবে লেনিন নিয়ে, কথা হবে গান নিয়ে, মুভি নিয়ে,
ফিলজপি নিয়ে। মতবিরোধ হবে, তর্ক হবে, কাউকে ভুল প্রমান করে আনন্দ পাওয়ার জন্য
নয়, বরং পরস্পর সমৃদ্ধ হওয়ার জন্য।

আমি চাই এমন একটা প্রেম হোক, যেখানে কোনো বিষয় নিয়ে অতিরিক্ত গাম্ভীর্য নেই,
বরং ছোট ছোট বিষয় নিয়ে চরম এক্সাইটমেন্ট আছে। হাসতে হাসতে সব প্রবলেমের খিল্লি
করতে করতে সল্ভ করে নেয়া আছে একসাথে। যেখানে পাগলামি থাকবে ভরপুর। যেখানে কোনো
রুলস নেই, শুধু একসাথে মিলে সব রুলস ভেঙে দেয়া আছে। ঘুরতে যাওয়ার আবোলতাবোল
প্ল্যান আছে হাজার হাজার।

তীব্র প্রেমের কবিতা

আমি চাই এমন একটা প্রেম হোক, যেখানে আলাদা করে ভালোবাসি বলা নেই, বরং প্রতিটা
মুহূর্তই ভালোবাসাময় হয়ে উঠে। যেখানে প্রেম কত পুরোনো হলো তার হিসেব নেই,
যেখানে প্রতিটা মুহূর্তই নতুন মনে হবে। যেখানে শুধু এনিভার্সারী ডেট নয় বরং
প্রতিটা দিনই উদযাপন করার মতো হয়ে উঠে। 
এবং সবশেষে আমি চাই এমন একটা প্রেম হোক, যেখানে রাগ, অভিমান সব আছে, দু’তিন
সপ্তাহ কথা না বলাও আছে, শুধু কেউ কাউকে ছেড়ে চলে যাওয়া নেই।

Share This Article