Premer Kobita Bangla (রোমান্টিক প্রেমের কবিতা)

Bongconnection Original Published
8 Min Read


 Premer Kobita Bangla (রোমান্টিক প্রেমের কবিতা) 

Premer Kobita Bangla (রোমান্টিক প্রেমের কবিতা)
Loading...

Premer Kobita Bangla (রোমান্টিক প্রেমের কবিতা)  প্রেমের
কবিতা পড়তে ভালোবাসেন ? অথচ মনমতো তেমন কোন কবিতা খুঁজে পাচ্ছেন না ? আমরা নিয়ে
এসেছি বাংলার শ্রেষ্ঠ কবিদের লেখা সেরা কিছু প্রেমের কবিতা । আশা করছি আপনার ভালো
লাগবে ….


    যেদিন আমি হারিয়ে যাবো

                     –
কাজী নজরুল ইসলাম

   যেদিন আমি হারিয়ে যাব, বুঝবে সেদিন বুঝবে,

অস্তপারের সন্ধ্যাতারায় আমার খবর পুছবে –

          বুঝবে সেদিন বুঝবে!

     ছবি আমার বুকে বেঁধে

     পাগল হয়ে কেঁদে কেঁদে

     ফিরবে মরু কানন গিরি,

     সাগর আকাশ বাতাস চিরি’

          যেদিন আমায় খুঁজবে –

          বুঝবে সেদিন বুঝবে! 

 স্বপন ভেঙে নিশুত্ রাতে জাগবে হঠাৎ চমকে,

কাহার যেন চেনা-ছোওয়ায় উঠবে ও-বুক ছমকে, –

          জাগবে হঠাৎ চমকে!

     ভাববে বুঝি আমিই এসে

     ব’সনু বুকের কোলটি ঘেঁষে,

     ধরতে গিয়ে দেখবে যখন

     শূন্য শয্যা! মিথ্যা স্বপন!

          বেদনাতে চোখ বুজবে –

          বুঝবে সেদিন বুঝবে! 

 গাইতে ব’সে কন্ঠ ছিড়ে আসবে যখন কান্না,

ব’লবে সবাই – সেই যে পথিক, তার শেখানো গান না?

          আসবে ভেঙে কান্না!

     প’ড়বে মনে আমার সোহাগ,

     কন্ঠে তোমার কাঁদবে বেহাগ!

     প’ড়বে মনে অনেক ফাঁকি

     অশ্রু-হারা কঠিন আঁখি

          ঘন ঘন মুছবে –

          বুঝবে সেদিন বুঝবে! 

আবার যেদিন শিউলি ফুটে ভ’রবে তোমার অঙ্গন,

তুলতে সে-ফুল গাঁথতে মালা কাঁপবে তোমার কঙ্কণ –

          কাঁদবে কুটীর-অঙ্গন!

     শিউলি ঢাকা মোর সমাধি

     প’ড়বে মনে, উঠবে কাঁদি’!

     বুকের মালা ক’রবে জ্বালা

     চোখের জলে সেদিন বালা

          মুখের হাসি ঘুচবে –

          বুঝবে সেদিন বুঝবে! 

Rabindranath Premer Kobita

Loading...

       

          অনন্ত প্রেম 

               – রবীন্দ্রনাথ ঠাকুর

 তোমারেই যেন ভালোবাসিয়াছি শত রূপে শতবার 

জনমে জনমে যুগে যুগে অনিবার। 

চিরকাল ধরে মুগ্ধ হৃদয় গাঁথিয়াছে গীতহার– 

কত রূপ ধরে পরেছ গলায়, নিয়েছ সে উপহার 

জনমে জনমে যুগে যুগে অনিবার। 

 

যত শুনি সেই অতীত কাহিনী, প্রাচীন প্রেমের ব্যথা, 

অতি পুরাতন বিরহমিলন কথা, 

অসীম অতীতে চাহিতে চাহিতে দেখা দেয় অবশেষে 

কালের তিমিররজনী ভেদিয়া তোমারি মুরতি এসে 

চিরস্মৃতিময়ী ধ্রুবতারকার বেশে। 

 

আমরা দুজনে ভাসিয়া এসেছি যুগলপ্রেমের স্রোতে 

অনাদি কালের হৃদয়-উৎস হতে। 

আমরা দুজনে করিয়াছি খেলা কোটি প্রেমিকের মাঝে 

বিরহবিধুর নয়নসলিলে, মিলনমধুর লাজে– 

পুরাতন প্রেম নিত্যনূতন সাজে। 

 

আজি সেই চির-দিবসের প্রেম অবসান লভিয়াছে, 

রাশি রাশি হয়ে তোমার পায়ের কাছে। 

নিখিলের সুখ, নিখিলের দুখ, নিখিল প্রাণের প্রীতি, 

একটি প্রেমের মাঝারে মিশেছে সকল প্রেমের স্মৃতি– 

সকল কালের সকল কবির গীতি। 

Premer Kobita Bangla Lyrics

      

নিঃসঙ্গতা

     -আবুল হাসান

   অতটুকু চায়নি বালিকা!

 অত শোভা, অত স্বাধীনতা!

 চেয়েছিল আরো কিছু কম,

 আয়নার দাঁড়ে দেহ মেলে দিয়ে

 বসে থাকা সবটা দুপুর, চেয়েছিল

 মা বকুক, বাবা তার বেদনা দেখুক!

 অতটুকু চায়নি বালিকা!

 অত হৈ রৈ লোক, অত ভীড়, অত সমাগম!

 চেয়েছিল আরো কিছু কম!

 একটি জলের খনি

 তাকে দিক তৃষ্ণা এখনি, চেয়েছিল

 একটি পুরুষ তাকে বলুক রমণী 


        

কথা আছে

       – সুনীল গঙ্গোপাধ্যায়

 বহুক্ষণ মুখোমুখি চুপচাপ, একবার চোখ তুলে সেতু

 আবার আলাদা দৃষ্টি, টেবিলে রয়েছে শুয়ে

 পুরোনো পত্রিকা

 প্যান্টের নিচে চটি, ওপাশে শাড়ির পাড়ে

 দুটি পা-ই ঢাকা

 এপাশে বোতাম খোলা বুক, একদিন না-কামানো দাড়ি

 ওপাশে এলো খোঁপা, ব্লাউজের নীচে কিছু

 মসৃণ নগ্নতা

 বাইরে পায়ের শব্দ, দূরে কাছে কারা যায়

 কারা ফিরে আসে

 বাতাস আসেনি আজ, রোদ গেছে বিদেশ ভ্রমণে।

 আপাতত প্রকৃতির অনুকারী ওরা দুই মানুষ-মানুষী

 দু‘খানি চেয়ারে স্তব্ধ, একজন জ্বলে সিগারেট

 অন্যজন ঠোঁটে থেকে হাসিটুকু মুছেও মোছে না

 আঙুলে চিকচিকে আংটি, চুলের কিনারে একটু ঘুম

 ফের চোখ তুলে কিছু স্তব্ধতার বিনিময়,

 সময় ভিখারী হয়ে ঘোরে

 অথচ সময়ই জানে, কথা আছে, ঢের কথা আছে। 

Premer Kobita Bangla Lekha

        দূরে আছো দূরে

                 – রুদ্র মহম্মদ
শহীদুল্লাহ


    তোমাকে পারিনি ছুঁতে, তোমার তোমাকে-

 উষ্ণ দেহ ছেনে ছেনে কুড়িয়েছি সুখ,

 পরস্পর খুড়ে খুড়ে নিভৃতি খুঁজেছি।

  তোমার তোমাকে আমি ছুঁতে পারি নাই।

 যেভাবে ঝিনুক খুলে মুক্ত খোঁজে লোকে

 আমাকে খুলেই তুমি পেয়েছো অসুখ,

 পেয়েছো কিনারাহীন আগুনের নদী।

 শরীরের তীব্রতম গভীর উল্লাসে

 তোমার চোখের ভাষা বিস্ময়ে পড়েছি-

 তোমার তোমাকে আমি ছুঁতে পারি নাই।

  জীবনের ’পরে রাখা বিশ্বাসের হাত

 কখন শিথিল হয়ে ঝ’রে গেছে পাতা।

 কখন হৃদয় ফেলে হৃদপিন্ড ছুঁয়ে

 বোসে আছি উদাসীন আনন্দ মেলায়-

 তোমাকে পারিনি ছুঁতে-আমার তোমাকে,

 ক্ষাপাটে গ্রীবাজ যেন, নীল পটভূমি

 তছ নছ কোরে গেছি শান্ত আকাশের।

 অঝোর বৃষ্টিতে আমি ভিজিয়েছি হিয়া-

 তোমার তোমাকে আমি ছুঁতে পারি নাই।। 

যে টেলিফোন আসার কথা

              – পূর্ণেন্দু পত্রী

   যে টেলিফোন আসার কথা সে টেলিফোন আসেনি।

 প্রতীক্ষাতে প্রতীক্ষাতে

 সূর্য ডোবে রক্তপাতে

 সব নিভিয়ে একলা আকাশ নিজের শূণ্য বিছানাতে।

 একান্তে যার হাসির কথা হাসেনি।

 যে টেলিফোন আসার কথা আসেনি।

 অপেক্ষমান বুকের ভিতর কাঁসন ঘন্টা শাঁখের উলু

 একশ বনেরবাতাস এস একটা গাছে হুলুস্থুলু

 আজ বুঝি তার ইচ্ছে আছে

 ডাকবে আলিঙ্গনের কাছে

 দীঘির পড়ে হারিয়ে যেতে সাঁতার জলের মত্ত নাচে।

 এখনো কি ডাকার সাজে সাজেনি?

 যে টেলিফোন বাজার কথা বাজেনি।

 তৃষ্ণা যেন জলের ফোঁটা বাড়তে বাড়তে বৃষ্টি বাদল

 তৃষ্ণা যেন ধূপের কাঠি গন্ধে আঁকে সুখের আদল

 খাঁ খাঁ মনের সবটা খালি

 মরা নদীর চড়ার বালি

 অথচ ঘর দুয়ার জুড়ে তৃষ্ণা বাজায় করতালি।

 প্রতীক্ষা তাই প্রহরবিহীন

 আজীবন ও সর্বজনীন

 সরোবর তো সবার বুকেই, পদ্ম কেবল পর্দানশীল।

 স্বপ্নকে দেয় সর্বশরীর, সমক্ষে সে ভাসে না।

 যে টেলিফোন আসার কথা সচরাচর আসে না। 

যাত্রাভঙ্গ 

       – নির্মলেন্দু গুণ

   হাত বাড়িয়ে ছুঁই না তোকে

মন বাড়িয়ে ছুঁই,

দুইকে আমি এক করি না

এক কে করি দুই। 

হেমের মাঝে শুই না যবে,

প্রেমের মাঝে শুই

তুই কেমন কর যাবি?

পা বাড়ালেই পায়ের ছায়া

আমাকেই তুই পাবি।

তবুও তুই বলিস যদি যাই,

দেখবি তোর সমুখে পথ নাই।

তখন আমি একটু ছোঁব

হাত বাড়িয়ে জড়াব তোর 

বিদায় দুটি পায়ে,

তুই উঠবি আমার নায়ে,

আমার বৈতরণী নায়ে। 

নায়ের মাঝে বসবো বটে,

না-এর মাঝে শোবো,

হাত দিয়েতো ছোঁব না মুখ

দুঃখ দিয়ে ছোঁব। 

Tags – Premer Kobita, Bangla Kobita, Bengali Poem

Share This Article