Premer Kobita (আমি প্রেমিক হতে চেয়েছিলাম) Bengali Poem

Bongconnection Original Published
2 Min Read



Premer Kobita (আমি প্রেমিক হতে চেয়েছিলাম) Bengali Poem

Premer Kobita (আমি প্রেমিক হতে চেয়েছিলাম) Bengali Poem
Loading...


Premer Kobita

Loading...






 আমি কেবল প্রেমিক হতে চেয়েছিলাম।
রোজ ভোরে তোমার মেসেঞ্জারে প্রথম টেক্সটটা থাকবে আমার কবিতা,
তুমি ঘুম ঘুম চোখে সেই কবিতা পড়ে আলতো গলায় বলবে, এত পাগল ক্যানো তুমি?
আমি সশব্দে হেসে বলব, জানোনা বুঝি প্রেমিক হতে গেলে পাগল হতে হয়!

আমি কেবল প্রেমিক হতে চেয়েছিলাম।
তোমার সরে যাওয়া কপালের টিপটা ঠিক করার ছলে বারবার তোমার কপাল স্পর্শ করে দিব,
তুমি লজ্জা পেয়ে সরে গিয়ে বলবে, এই কি নির্লজ্জতা তোমার জনসম্মুখে?
আমি সশব্দে হেসে বলব, জানোনা বুঝি প্রেমিক হতে গেলে নির্লজ্জ হতে হয়!

আমি আরো অনেক এলোমেলো আবেগী হতে চেয়েছিলাম।
চেয়েছিলাম তোমার খোঁপায় বেলী ফুলের মালা গুঁজে দিয়ে বারবার সেই ফুলের ঘ্রাণ নিতে৷
তোমার বাসন্তী রঙের শাড়ীর সাথে বাসন্তী রঙের পাঞ্জাবি পরে নগরীর এপ্রান্ত থেকে ওপ্রান্ত ঘুরতে।
বর্ষায় ভেজা কদম নিয়ে তোমার বারান্দায় উপস্থিত হতে।
ঝোড়ো বাতাসে তোমার একান্ত একার হতে! অথচ দেখ আমার শামুকের জীবন।
খোলসের ভেতর সসংকোচে বেঁচে থাকা!
চাইলে আমি পাখির মত স্বাধীন হতে পারিনা।
আমার আত্মায় ভর করে জড়তা!
তুমি ভাবো, এমন ক্যানো সে?
ক্যানো রোদ পালানো বিকেলের মত দূরে দূরে ছুটে? জানো তো, সবাই আজকাল প্রেমিক হয়।
সবার মাঝেই আজ সেই একই সুর।
বিস্তৃত প্রেমিকার বক্ষে কামুক দৃষ্টি!
আমি নাহয় তোমার চোখে তাকাতেই লজ্জা পাই!

তবুও দেখ কি সুন্দর মনোহর এই জীবন!
তুমি ভাবো আমি প্রেমিক হব,
আমি ভাবি আমি প্রেমিক হব।
দিনশেষে তুমি আশাহত হও,
দিনশেষে আমি আগের আমিই রই।
তুমি ভাবো আজ হয়নি তো কাল হবে,
আমিও ভাবি কাল অবশ্যই হব!

আসলে আমার কিছুই হওয়া হয়না,
তবুও তোমার অপেক্ষা ফুরোয় না!
মানুষ স্বপ্নের সমান বাঁচে,
তুমিও তেমনি বাঁচো!
কমতি তো কোথাও নেই!
তবুও অপেক্ষা, যদি একদিন আমি প্রেমিক হয়ে যাই!




আরো পড়ুন, ভালো আছি
100+ Best Premer Kobita




আমি প্রেমিক হতে চেয়েছিলাম কবিতাটি ভালো লাগলে প্রিয়জনদের সাথে শেয়ার করতে ভুলবেন না। ..
ভালো থাকুন, কবিতায় থাকুন। ..
Thank You, Visit Again ….




Tags – Bangla Kobita, Premer Kobita
   

Share This Article