70+ Best Bangla Premer Kobita SMS Shayari 2022 (প্রেমের কবিতা মেসেজ)

Bongconnection Original Published
0

 Bangla Premer Kobita SMS Shayari 2022 (প্রেমের কবিতা মেসেজ) 

Bangla Premer Kobita SMS Shayari 2022 (প্রেমের কবিতা মেসেজ)

ভালোবাসার মানুষকে ইমপ্রেস করতে নিয়মিত তাকে মেসেজ পাঠানো কিংবা শায়েরী শোনানো বেশ জরুরি । কিন্তু সমস্যা হচ্ছে, রোজ রোজ এত শায়েরী বা এসএমএস আপনি কোথায় পাবেন ? 

তো, আপনার ইউ সমস্যা দূর করতে আমরা নিয়ে এসেছি বাংলার সেরা কিছু ভালোবাসার কবিতা মেসেজ ও শায়েরী ,যাতে আপনার সম্পর্ক থাকে অনেক মিষ্টি মধুর .....


Bangla Romantic Kobita Sms


 ♥♥ 

ভালোবাসা  শব্দটা হয় না কখনো পুরানো.,

হয় না কখনো মলিন.,

হয় না ধূসর কিংবা বর্নহীণ.,

যা শুধু রংধনুর রঙে রঙিন.,

হোক না সেটা এপার কিংবা ওপারের.,

তারপরেও ভালোবাসা তো শুধুই ভালোবাসা  !!



 ♥♥ 

পৃথিবীতে ভালবাসার কোন দাম নেই,

সবাই সুন্দর মানুষ খুঁজে.,

কিন্তু সুন্দর মন কেউ খুঁজে না.,

একটা কথা মনে রেখো,

রূপ এক দিনের.,

কিন্তু ভালবাসা চিরদিনের..!

 



 ♥♥ 

তোমায় যদি না পাই আমি জীবনের তরে,

এ জীবন যাবে আঁধারে আঁধারে।

আলো তুমি আমার দুই নয়নের মাঝে_

মনের মানুষ তুমি প্রেমের পৃথিবীতে॥



Bangla Romantic SMS


 ♥♥ 

সামান্য ভুল

কিংবা জমে থাকা অভিমানে .,

আমার ভালবাসার প্রতিদান

তুমি এভাবে দিলে?

তোমার হাসিটা দেখব

বলে আমি আজও

অপেক্ষায়

থাকি .,

আমি জানি সে হাসিটা আমার সব

দুঃখ

ভুলিয়ে দেবে ।

 

Bangla Premer Kobita SMS Shayari 2022 (প্রেমের কবিতা মেসেজ)


 ♥♥ 

তোমরা আমার গার্ল-ফ্রেন্ড কে 

মনের কথা শেয়ার কর আন-লিমিটেড -

১.বাংলা = আমি তোমাকে ভালবাসি

২.ইংরেজি = আই লাভ ইউ

৩.ইতালিয়ান = তি আমো

৪.রাশিয়ান = ইয়া তেবয়া লিউব্লিউ

৫.কোরিয়ান = তাঙশি নুল সারাঙ হা ইয়ো

৬.কানাডা = নান্নু নিনান্নু প্রীতিসুথিন

৭.জার্মান = ইস লিবে দিস

৮.রাখাইন = অ্যাঁই সাঁইত

 




 ♥♥ 

একটা মেয়ে একটি ছেলেকে যত

বেশী ভালোবাসে.,

তার

চোখের দিকে তাকাতে সে তত

বেশী লজ্জা বোধ করে।


আর একটা ছেলে একটা মেয়েকে যত

বেশী ভালোবাসে.,

তার

বেশী সে তার ভালোবাসার

মানুষটিকে হারানোর

ভয়ে ভীত থাকে

 



 ♥♥ 

যখন কেউ কারো জন্য কাঁদে .,

 সেটা হল আবেগ. ,

যখন কেউ কাউকে কাদায়,

সেটা হল প্রতারণা,

আর যখন কেউ কাউকে

কাদিয়ে নিজেও কেঁদে ফেলে !! সেটাই হলো প্রকৃত ভালবাসা .,

কাউকে ভালবাসি বোঝার.,

সবচেয়ে বড় অনুভূতি হল.,

তাকে ভেবে কান্না করা।


আরো পড়ুন, Bangla Love Sms


  ♥♥ 

অল্প অল্প মেঘ থেকে,

হালকা হালকা বৃষ্টি হয়।


ছোট্ট ছোট্ট গল্প থেকে,

ভালোবাসা সৃষ্টি হয়।


মাঝে মাঝে স্মরণ করলে,

সম্পর্কটা মিষ্টি হয়।

 


Bengali Romantic Lines


 ♥♥ 

কাউকে দূর থেকে ভালবাসাই সব

থেকে পবিত্র ভালবাসা।


কারণ এ ভালবাসায় কোন রকম

অপবিত্রতা থাকে না,

কোন শারীরিক চাহিদা থাকে না শুধু

নীরব কিছু অভিমান থাকে,

যা কখনো কেউ

ভাঙায় না ।

 




 ♥♥ 

আমি এখনও সেই পথে বসে আছি যে পথে তুমি চলে গেছো.

আমি এই পথে বসে থাকবো যতদিন না তুমি ফিরে আসো.

 





 ♥♥ 

পাহাড়ের উপর দারিয়ে আকাশ

কে যতটা কাছে মনে হয় .,

আকাশ

ততোটা কাছে নয়. ঠিক তেমনি কোন মানুষ

কে যতটা আপন মনে হয় ,

আসলে সে কখনো ততোটা আপন নয়.?


 




 ♥♥ 

ভাল লাগে তোমার ঐ হাসি.,

মায়া ভরা দুটো চোখ,

যেখানে অপরিসীম ভালবাসায় তুমি রেখেছ আমায়.,


থ্যাংকস আমাকে পরিপূর্ণ করার জন্য.,

আমায় ভালবাসার জন্য।





 ♥♥ 

তোমাকে হয়নি বলা,

 কতটা ভালবাসি..

তোমাকে হয়নি বলা,

 এক পলক দেখার জন্য কতটা উতলা আমি.,

তোমাকে হয়নি বলা,

 চোখ বন্ধ করেও তোমাকে দেখতে পাই.,

তোমাকে হয়নি বলা,

যতটা কষ্ট তোমাকে দেই তার চেয়ে অনেক বেশি কষ্ট নিজে পাই.,

তোমাকে বলতে পারিনা,

 একা একা তোমার সাথে কথা বলি কিন্তু তুমি সামনে আসলে সবই হারিয়ে ফেলি।





 ♥♥ 

ভালবেসে এই মন.,

তোকে চায় সারাক্ষণ।

 আছিস তুই মনের মাঝে.,

পাশে থাকিস সকাল সাঁঝে।

 কি করে তোকে ভুলবে এই মন.,

তুই যে আমার জীবন।

 




 ♥♥ 

আকাশ তুমি মেঘলা কেনো,

বকল তোমায় কে ?


রোদের সাথে আজ কি তোমার ঝগড়া হয়েছে ?


তা'না হলে সকাল থেকে

কাঁদছ কেন এতো,

তোমারও কি মনটা খারাপ

আমারই মতো 

 




 ♥♥ 

ভালবেসে ভালবাসা বেঁধেছি আমি হৃদয়ের বাঁধনে.,

ছিরবেনা বাধন তুমি না চাইলে।




 ♥♥ 

তুমি যাকে ভালোবাসো তার কাছে তুমি পাবে 0%।


যে তোমাকে ভালোবাসে তার কাছে তুমি পাবে ১০০%।

SO,

তাকেই ভালোবাসো যে তোমাকে ভালোবাসে।





 ♥♥ 

পৃথিবীর সবকিছু তখনি নিজের মনে হয়,

যখন তুমি পাশে থাকে।


আর তখনি নিজেকে অনেক ভাগ্যবান মনে হয়,

যখন তুমি বিশ্বাস দিয়ে বিশ্বাস রাখে।

 



 ♥♥ 

শীতের চাদর জড়িয়ে.,

কুয়াশার মাঝে দারিয়ে.,

হাত দুটো দাও বারিয়ে.,

শিশিরের শীতল স্পর্শে যদি.,

শিহরিত হয় মন  বুঝেনিও আমি আছি তোমার পাশে সারাক্ষণ।

 

Bangla Premer Kobita SMS Shayari 2022


 ♥♥ 

একটি প্রকৃত ভালবাসা হতে পারে দৈহিক অথবা ঐশ্বরিক| সত্য ভালবাসা হচ্ছে এমন কিছু যা শাশ্বত ও অধিক শান্তিপূর্ণ| ,

জোনাক

 


Bangla Premer Choto Kobita SMS


 ♥♥ 

হতে পার তুমি মন থেকে দুরে তথাপি.,

রয়েছও মোর নয়ন পুরে॥

 হয়তো তুমি নেই এই হৃদয়ে.,

তবুও রয়েছ পরশের-ই ভিতরে।

 কারণ.,

ভালবাসি শুধুই তোমারে॥




আরো পড়ুন,  Bengali Love Poem



 ♥♥ 

তুমি আমার দৃষ্টি-সীমার বাইরে হতে পার,

কিন্তু আমার হৃদয় থেকে দূরে নয়॥


তুমি আমার নাগালের বাইরে যেতে পার,

কিন্তু আমার মন থেকে নয়॥





 ♥♥ 

যদি বৃষ্টি হতাম.,

 তোমার দৃষ্টি ছুঁয়ে দিতাম।

 চোখে জমা বিষাদ টুকু এক নিমিষে ধুয়ে দিতাম।

 মেঘলা বরণ অঙ্গ জুড়ে তুমি আমায় জড়িয়ে নিতে,

কষ্ট আর পারতো না তোমায় অকারণে কষ্ট দিতে..!




 ♥♥ 

আমার জীবনে কেউ নেই তুমি ছাড়া.,

আমার জীবনে কোনও স্বপ্ন নেই তুমি ছাড়া .,

আমার দুচোখ কিছু খোজেনা তোমায় ছাড়া.,

আমি কিছু ভাবতে পারিনা তোমায় ছাড়া .,

আমি কিছু লিখতে পারিনা তোমার নাম ছাড়া.,

আমি কিছু বুঝতে চাইনা তোমায় ছাড়া !




 ♥♥ 

আমি চাইনা তুমি আমাকে বার বার বলো আমি তোমাকে ভালোবাসি. কিন্তু আমি চাচ্ছি তুমি আমার জন্য একটু অপেক্ষা করো.,

আমি বলছিনা তুমি আমাকে অনেক ভালবাসবে কিন্তু আমি বলছি তুমি আমাকে একটু সুযোগ দিও তোমাকে মন উজাড় করে ভালবাসতে.

 




 ♥♥ 

ভালবাসা স্বপ্নিল আকাশের মত সত্য.,

শিশির ভেজা ফুলের মত পবিত্র.,

 কিন্তু সময়ের কাছে পরাজিত.,

বাস্তবতার কাছে অবহেলিত!!




 ♥♥ 

আমি সেই সুতো হবো .,

যে তোমায় আলোকিত করে নিজে জ্বলে যাবো ।

 আমি সেই নৌকো হবো .,

যে তোমায় পার করে নিজেই ডুবে যাবো ।

 হবো সেই চোখ যে তোমায় দেখেই বুজে যাবো.,

হবো সেই সুর যে তোমায় মাতিয়ে করুণ হবো.,

হবো সেই চাঁদ যে হয়ে গেলে আধ .,

তোমাকে আলো দেবে দিন ফিরে এলেই আবার ফুরিয়ে যাবো .,

শুধু ভালবেসো আমায় !




 ♥♥ 

তুমি সেই কবিতা ! যা প্রতি দিন ভাবি.,

লিখতে পারিনা॥

 তুমি সেই ছবি! যা কল্পনা করি.,

আঁকতে পারি না॥

 তুমি সেই ভালবাসা! যা প্রতিদিন চাই.,

কিন্তূ তা কখনো-ই পাই না॥


 



 ♥♥ 

যতই দূরে হারিয়ে যাও .,

আমি তোমাকে খুঁজে বের করবোই ।

 যতই পর ভাবো আমায় .,

আমি তোমাকে আপন করে নেবো ।

 যতই ঘৃণা কর আমায় .,

আমি চিরদিন এভাবে তোমায় ভালবেসে যাবো ।

 যতই পাষাণ হোক তোমার মন .,

ওই মনে আমার জন্যে ভালবাসার একটা জায়গা করে নিবোই।

 




 ♥♥ 

টিপ টিপ বৃষ্টি পড়ে,

তোমার কথা মনে পড়ে।

 

এ মন না রয় ঘরে.,

জানি না তুমি আসবে কবে! 

এ প্রাণ শুধু তোমায় ডাকে.,

আমায় ভালবাসবে বলে! 

ফুল হাতে থাকবো দাঁড়িয়ে.,

বলবো আমি তোমায় পেয়ে।

 

সাত সমুদ্র পাড়ি দিয়ে পেয়েছি তোমায় খুঁজে।

 




 ♥♥ 

তোমায় পেয়েই বুঝেছি প্রেমে পাগল মানুষ কি করে হয়.,

আজ আমি তোমাকে এতটাই ভালবাসি যে,

 এই পাগল হওয়াটা আমার কাছে শত সহস্রগুন ভাল মনে হচ্ছে.,

এই পাগলটার সাথে কি থাকবে ছোট্ট একটা ভালবাসার পাগলাগারদে?





 ♥♥ 

মহান কোন উপহার পাওয়া যায় না কোন দোকানে.,

পাওয়া যায় না কোন গাছের নিচে.,

সেটা পাওয়া শুধু সত্যিকারের ভালবাসার মানুষের মনে

 



 ♥♥ 

এই জীবনে সব পেয়েছি.,

পাইনি কারো মন জানিনা যে এই জীবনে কে হবে আপন.,

মনের মত চাই তারে.,

চাই তার মন।

 হবে কি তুমি আমার কাছের একজন?


 

আরো পড়ুন, PAGLI TOMAR SONGE



 ♥♥ 

মনেতে আকাশ হয়ে রয়েছও ছড়িয়ে,

বলনা কোথায় রাখি তোমায় লুকিয়ে।

থাকি যে বিভোর হয়ে শয়নে স্বপনে॥

যেও না হৃদয় থেকে দূরে হারিয়ে,

আমি যে ভালবাসি শুধু-ই তোমাকে॥


 



 ♥♥ 

তুমি চাঁদ নও তবে চাঁদের আলো।

 তুমি ফুল নও তবে ফুলের সৌরভ।

 তুমি নদী নও তবে নদীর ঢেউ।

 তুমি অচেনা নও তুমি আমার চেনা কেউ॥


 


 ♥♥ 

মনে পড়ে তোমাকে যখন থাকি নীরবে ,

ভাবি শুধু তোমাকে সবসময় অনুভবে,

স্বপ্নে দেখি তোমাকে চোখের প্রতি পলকে,

আপন ভাবি তোমাকে আমার প্রতি নিশ্বাসে ও বিশ্বাসে॥



Bangla Govir Premer Sms


 ♥♥ 

সারাক্ষণ ভাল থেকো.,

ভালবাসা মনে রেখ ।

 দিনের বেলা হাসি মুখে.,

রাতের বেলা অনেক সুখে॥

 নানা রঙের স্বপ্ন দেখ.,

স্বপ্নের মাঝে আমায় রেখ॥





 ♥♥ 

স্বপ্ন দিয়ে আঁকি আমি.,

সুখের সীমানা ।

 হৃদয় দিয়ে খুঁজি আমি.,

মনের ঠিকানা ।

 ছায়ার মত থাকবো আমি.,

শুধু তার পাশে.,

যদি বলে সে আমায় সত্যি ভালবাসে॥


 


 ♥♥ 

তোমারি চোখেরই আঙ্গিনায় ,

এখনো কি তেমনি করে ছড়ায় আলো?

 এখনো কি তারার পানে চেয়ে থাকো আন মনে?

 তুমি কি আমায় আগের মত বাস ভাল?


 

 ♥♥ 

সুন্দর রাত তার চেয়ে সুন্দর তুমি.,

মনের দরজা খুলে দেখ তোমার অপেক্ষায় দাড়িয়ে আছি আমি।

 দু'হাত বাড়ালাম আমি তোমার তরে.,

তুমি কি নিবে আমায় ভালবেসে আপন করে ?


 


 ♥♥ 

একদম নিখুঁত মানুষ-খুঁজতে যেও না ,

বিধাতা মানুষের ভিতর-কিছু কিছু খুত মিশিয়ে দিয়েছে;বেশি নিখুঁত মানুষ খুঁজতে গেলে,

তুমি ভালোবাসার কোনোমানুষই পাবে না!!

 



 ♥♥ 

পৃথিবীর সবচেয়ে আনন্দময় জিনিস গুলির-জন্যে কিন্তু টাকা লাগে না ।

বিনা মূল্যে পাওয়া যায় যেমন জোছনা,

বর্ষার দিনের বৃষ্টি.,

আর আমার ভালবাসা|





 ♥♥ 

মন কেন এতো অবুঝ?


মন কেন চায় তোমার এত কাছে আসতে?


কেন চায় তোমায় শুধু ভালবাসতে।

 


Love Shayari In Bengali For Girlfriend


 ♥♥ 

চায়নি হতে তোমার জীবনে কাটা তারের বেড়া।

 জোর না করে প্রজাপতির মতন আলতো করে ধরে রাখতে চেয়েছিলাম ।

 আজ দেখছি আমি তোমার পথে বাধা হয়ে গেছি এবং সেটা সরানোর দায়ভার টাও আমিই নিলাম।

 




 ♥♥ 

একটা আকাশে অনেক তাঁরা ।

 একটা জীবনে দুঃখ ভরা ।

 অনেক রকম প্রেমের ভুল ।

 ভুলের জন্য জীবন দিবো ।

 তবুও আমি তোমারই রবো ।

 




 ♥♥ 

একজন প্রকৃত প্রেমিক শত শতমেয়েকে ভালবাসে না.,

বরং সে একটি মেয়েকেই শত উপায়ে ভালোবেসে থাকে!!

 



 ♥♥ 

কোন এক তীর হারা নদীর ধারে।

চাঁদ,তারা বসে চুটিয়ে প্রেম করে।

তা দেখে রাত হিংসা করে।

অন্ধকার লুকিয়ে রেখে আলোয় দেয় ভরে।

সে আলোয় চাঁদ,তারা কে হারিয়ে ফেলে।

তখন চাঁদ,তারা কে খুঁজতে শুরু করে।

এদিকে নদীর এক কোণে বসে তাঁরা কেঁদে,কেঁদে মরে ।

 



 ♥♥ 

কেন হঠাত তুমি এলে?

কেন নয় তবে পুরোটা জুড়ে?

আজ পেয়েও হারানো যায়না মানা,

বাঁচার মানেটা রয়ে যাবে দূরে।

 



 ♥♥ 

কখনোও কি লিখেছ স্বপ্নের কবিতা হৃদয়ে,

ভালবাসার শ্রাবণ নামবে মনের আকাশ ছুঁয়ে।

এক আকাশে উড়বো দুজনে স্বপ্নের ডানা মেলে॥

করবো তোমায় আলোকিত সুখের প্রদীপ জ্বেলে,

চাওয়া পাওয়ার স্বপ্নে॥





 ♥♥ 

দুর নিলিমায় রয়েছি তোমার পাশে।

 খুঁজে দেখ আমায় পাবে হৃদয়ের কাছে।

 শোনাব না কোন গল্প,

গাইব শুধু গান।

যে গানে খুঁজে পাবে ভালবাসার টান।

 



 ♥♥ 

বড় অবেলায় পেলাম তোমায়.,

 কেন এখনি যাবে হারিয়ে?

 কি করে বল রব একেলা.,

ফিরে দেখ আছি দারিয়ে।

 

Bangla Premer Shayari



 ♥♥ 

একটা আকাশ বাতাসের জন্য,

একটা সাগর নদীর জন্য.,

একটা ফুল ভোমরার জন্য.,

আর আমি শুধু তোমার জন্য।




 ♥♥ 

এক পৃথিবীতে চেয়েছি তোমাকে,

এক সাগর ভালবাসা রয়েছে এ বুকে ,

যদি কাছে আসতে দাও,

যদি ভালবাসতে দাও.,

এক জনম নয় লক্ষ জনম ভালবাসব তোমাকে

 




 ♥♥ 

পৃথিবীটা তোমারি থাক,

পারলে একটু নীল দিও।

আকাশটা তোমারি থাক,

পারলে একটু তারা দিও।

মেঘটা তোমারি থাক,

শুধু একটু ভিজতে দিও।

মনটা তোমারি থাক,

পারলে একটু জায়গা দিও ॥


 

Bangla Famous Shayari


 ♥♥ 

সত্যিকার অর্থে ভালবাসে যে.,

সে অতি অপমান,

আঘাত পেলেও.,

হাজার ব্যাথা সহ্য করলেও ভালবাসার মানুষটিকে ভুলতে পারে না!!

 



 ♥♥ 

আমি ভালবাসার পাগল.,

একটুখানি ভালবাসার জন্য আমি অনেক কিছু করতে পারি।

 



আরো পড়ুন, Bangla Premer Kobita



 ♥♥ 

যে মানুষ যত বেশি গম্ভীর.,

সে মানুষ ততবেশি রাগী.,

তবে তার মধ্যে ভালোবাসাও থাকে বেশি!

 


 ♥♥ 

তুমি যদি বাসো ভালো,

চাঁদের মতো দেব আলো,

যদি আমায় ভাবো আপন,

হব তোমার মনের মতন,

নদী যেমন দেয় মোহনা,

তোমার ই আমি তোমার উপমা,


 



 ♥♥ 

হারিয়ে যেতে ইচ্ছে করে অনেক দূরে যেখানে রয়েছে তোমার ভালোবাসার সুখের নীড়।

 আর সেই নীড়ে কাটিয়ে দিতে চাই শত জনম।

 আমি কল্পনার সাগরে ভেসে চলে যাবো.,

যাবো তোমার হৃদয় সৈকতে,

তুমি কি দেবে না ধরা?


 




 ♥♥ 

যার রাগ বেশি সে নীরবে অনেক ভালবাসতে জানে,

যে নীরবে ভালবাসতে জানে তার ভালোবাসার গভীরতা বেশি.,

আর যার ভালোবাসার গভীরতা বেশি তার কষ্টও অনেক বেশি।

 



 ♥♥ 

দেখো চাঁদের দিকে.,

কত যে কষ্ট তার বুকে.,

 কখনো কালো মেঘ ঢেকে যায়.,

কখনো সে জ্যোৎস্না হারায়.,

 তবুও জ্যোৎস্না ছড়িয়ে সে হাসে.,

কারণ সে আকাশ কে ভালবাসে!




 ♥♥ 

ভালবাসা স্বপ্নিল আকাশের মত সত্য.,

শিশির ভেজা ফুলের মত পবিত্র.,

 কিন্তু সময়ের কাছে পরাজিত.,

বাস্তবতার কাছে অবহেলিত!!

 




 ♥♥ 

তোমার সুখের জন্য যদি তোমাকে ভুলে যেতে হয়.,

তাহলে আমি ভুলে যেতে রাজি.,

 ভুলতে হয়তো কোনদিন ও পারবো না.,

তবে ভুলে থাকার অভিনয় করতে পারবো!!

 



 ♥♥ 

যদি তুমি মনে করো সুখে নেই.,

তবে তুমি ফিরে আসো এখনো আগের মতো ভালবাসি তোমাকে !!




 ♥♥ 

ভালবাসা মানে আবেগ দ্বারা নিয়ন্ত্রিত হৃদয়ের অভ্যন্তরীণ একটা অনুভূতি.,

যা কেবল - শুধু মাত্র ভালবাসার মানুষের সামনে ভাষায় অথবা আচরণে প্রকাশ হয় 



 ♥♥ 

Sms হয়ে থাকবো আমি তোমার হৃদয় জুরে.,

রিংটোন হয়ে বাজবো আমি মিষ্টি মধুর সুরে.,

কখনো ভেবোনা আমি তোমার থেকে দুরে.,

বন্ধু হয়ে আছি আমি তোমার নয়ন জুরে

 



 ♥♥ 

বন্ধু আমি চাইনা তোমায় অসীম সুখের ভাগ,

কিন্তু যখন থাকবে দুঃখে দিও আমার ডাক,

তোমার মুখে কান্না নয় দেখতে চাই হাসি?

মনে রেখো বন্ধু তোমায় অনেক ভালোবাসি!!!!




 ♥♥ 

এক বিন্দু জল যদি চোখ দিয়ে পড়ে.,

সেই জলের ফোটা সুধু তোমার কথা বলে.,

 মনের কথা বুঝনা তুমি মুখে বলি তাই.,

শত আঘাতের পরেও তোমায় ভালবেসে যাই!!


Bangla Premer Kobita SMS Shayari 2020 (প্রেমের কবিতা মেসেজ)


 ♥♥ 

একটু ভালোবাসা দিবি?

যে ভালোবাসায় থাকবে না কোন দুঃখ.,

থাকবে না.,

না পাওয়ার যন্ত্রণা থাকবে না মায়া কান্না।

থাকবে শুধু সীমাহীন অনুভূতি ।

যেই অনুভূতি কে সাথি করে কাটিয়ে দিবো সারাটা জীবন।





 ♥♥ 

কেউ যদি অভিমানে তোমার সাথে কথা না বলে.,

বুঝে নেবে সে তোমায় আড়ালে মিস করে.,

 আর কেউ যদি না দেখে কাঁদে.,

বুঝে নেবে সে তোমায় ভীষণ ভালবাসে!!

 




Always focus on everything you love about yourself each and everyday. Tell yourself how proud you are for how hard you are trying. See everything with love and compassion then you will see your world so differently.




The first step in loving someone is learning to listen to them. If you don’t want to listen to them then how do you expect them to want to listen to you! listening to each other is the most valuable thing you can add to any relationship.





Do not judge a person by their looks or the things they have. You do not love some one for their appearance or their nice cloths but because of their personality, their thoughts, their mind and most importantly for their heart and soul.




Being in love does not mean that someone is perfect, it simply means you accept them just the way they are with all their failures and stupidities, cause we are not perfect either! good luck to everyone

 




Love is way more than a contract between two people, it is a construction that compels the participants to go beyond narcissism. For tough love that we must reinvent itself. Good Luck!






Love never dies a natural way. It dies because we don’t know how to reply its source and how to appreciate each other. It dies of illness and wounds, it dies of weariness. It dies of mistakes and blindness and betrayals.





Sometimes people don’t tell you how they truly feel about you but they will always show you so pay attention face-smile.png 





me loving you has nothing to do with me. It is actually about you, who you are, what you are, how you look and what you do. You are my everything, and I couldn’t ask for more. I love you simply because it’s YOU.

 




Those who love are best able to understand.

Those who understand are best able to love.

.

Where there is love, there is understanding.

Where there is understanding, there is love.

.

Love needs the breadth of understanding.

Understanding needs the depth of love.

.

There is no love without understanding.

There is no understanding without love.

.

To love is to know.

To now is to love.




Love is just like faith. It knows no limitations, no boundaries and no impossibilities. No matter how many times you tried or failed, it has never surrendered to defeat. Never quit praying on it and trusting God for it. Good Luck and best wishes to all.




A smile of a lover is joy and happiness

A smile of a strong person is confidence

.

A smile of a child is contentment

A smile of a man is love and strength

A Smile of a women is fondness and appreciation

A smile of a mother is acceptance and gratification

A smile of a father is safety

.

A smile of a rich person is optimism

A smile of a weak person is praise and thanksgiving

A smile of a poor person is satisfaction


 


 Love is like jumping into water, you either swim or drown. Jumping into water with a wrong person you are likely end up drowning, but jumping with the right person you both will be able to work together to keep heads above face-smile.png 





The best way to successfully love anyone is to love yourself first.


 


I just wish that for one moment you could be me, and maybe, only then you’ll realize how much I love you




 Life is the first gift,

Love is the second,

and ...

Understanding is the third !




ভালো লাগলে  প্রিয়জনের সাথে শেয়ার করুন। ..

ভালো থাকুন,ভালোবাসায় থাকুন। ..

Thank You, Visit Again...


Tags - Bengali Shayari, Bangla SMS


Tags

Post a Comment

0Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Please Select Embedded Mode To show the Comment System.*

To Top