Independence Day Bengali Speech 2022 – স্বাধীনতা দিবসের বক্তব্য (কিছু কথা)

Bongconnection Original Published
4 Min Read


Independence Day Bengali Speech 2022 – স্বাধীনতা দিবসের বক্তব্য (কিছু
কথা) 
 

Independence Day Bengali Speech 2022 - স্বাধীনতা দিবসের বক্তব্য (কিছু কথা)
Loading...

Independence Day Bengali Speech 2022

Loading...

আজ 76 তম স্বাধীনতা দিবস উদযাপন করছি আমরা সমগ্র ভারত জুড়েই।
দেশের এই বিশেষ দিনে আমরা যেমন স্মরণ করছি সেই সকল হাজার হাজার বীর মনীষীদের
যারা তাদের প্রাণ বিসর্জন দিয়েছে হাসিমুখে দেশকে স্বাধীন করার জন্য ,তেমনি
উপলব্ধি করছি স্বাধীন ভারতের সেসব গৌরবময় অধ্যায়ের কথা যা ভারত দেশ স্বাধীনের
পর অর্জন করেছে।নানা চড়াই-উৎরাইয়ের মধ্য দিয়ে আমাদের দেশ এগিয়ে গিয়েছে
সময়ের সাথে সাথে ।৩৩ কোটি জনসংখ্যার এই দেশ আজ 130 কোটি  জনসংখ্যার বিশাল
দেশে পরিণত হয়েছে। তাই আমরা প্রত্যেক ভারতবাসীরা স্বাধীনতার যে অধিকার
বর্তমানে উপলব্ধি করছি তার  নানা প্রকারভেদ আছে।

Independence Day Speech In Bengali 

স্বাধীনতার সংজ্ঞা প্রত্যেক ব্যক্তির কাছেই আলাদা আলাদা হতে পারে। 
যেমন স্বাধীন দেশের নাগরিক এর বিভিন্ন কাজের স্বাধীনতা তা দেশে থেকে দেশবিরোধী
কাজ হোক না কেন,
 মতামত প্রকাশের স্বাধীনতা, তাতে দেশে সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট হোক
বা দাঙ্গা লেগে যাক না কেন, 
 
 দেশের নাগরিকদের সকল প্রকার  কর্মের স্বাধীনতা, তাতে প্রকাশ্যে
মানুষকে পিটিয়ে হত্যা করার মতো ঘটনা হোক না কেন, 


স্বাধীনতা দিবসের বক্তব্য 

নেতাদের দেশকে লুট করার স্বাধীনতা তাতে টুজি, রাফায়েল, কয়লা কেলেঙ্কারি,
স্পেকট্রাম কেলেঙ্কারি, বেফোর্স কেলেঙ্কারি, সারদা, নারোদা, টেট কেলেঙ্কারি
এরকম হাজার ঘটনা হোক না কেন,
আরো পড়ুন, 
 মন্ত্রীদের মানুষকে ভুল বুঝিয়া ক্ষমতায় টিকে থাকার স্বাধীনতা, তাতে
ব্যাক্তি প্রতি একাউন্টে ১৫ লক্ষ টাকা ঢুকে যাবে বা প্রতিবছর ১ কোটি মানুষের
কর্মসংস্থান হবে বা বিদেশের ব্যাংকে থাকা কালো টাকা দেশে নিয়ে আসা হবে, চপ
ভাজাও একটা শিল্প, সেলুনে চুল কাটা এক শিল্প, এরকম হাজারটা ঘটনা হতে
পারে, 
Independence Day Bengali Speech 2022 - স্বাধীনতা দিবসের বক্তব্য (কিছু কথা) 

বেকারদের বেকারত্বের জীবন কাটিয়ে ওঠার জন্য স্বাধীনভাবে আত্মহত্যা করার
স্বাধীনতা, 
রাষ্ট্রের তাদের জনগণের প্রতি অধিকার মূলক স্বাধীনতা, তাতে ভূস্বর্গ আজ সেনাতে
ছয়লাপ , নাগরিক অধিকার শেষ হয়ে যাওয়ার মতো ঘটনা হোক না কেন।

স্বাধীনতা দিবসের বক্তৃতা 2022

শিল্পপতিদের দেশের মানুষের ব্যাংকে জমানো টাকা আত্মসাৎ করার স্বাধীনতা। তাতে
নিরভ, বা বিজয় মাল্য , বা আরও অনেক অনেক ব্যাক্তি হোক না কেন।
নাগরিকদের যেখানে সেখানে আবর্জনা ফেলা এবং শৌচকার্য করার স্বাধীনতা।
শিক্ষকদের বিদ্যালয়ে উপস্থিত থেকে ক্লাসের মধ্যে মোবাইলে মনোনিবেশ করার
স্বাধীনতা এবং ইচ্ছামতো বিদ্যালয় ছেড়ে যাওয়ার স্বাধীনতা এবং স্বাধীনতা দিবসে
বিদ্যালয়ে অনুপস্থিত থাকার স্বাধীনতা।
ডাক্তারদের সরকারি হাসপাতালে না থেকে বিভিন্ন ব্যাক্তিগত চেম্বারে মোটা টাকা
দিয়ে রোগী দেখার স্বাধীনতা।
পুলিশের আইনের শাসন প্রতিষ্ঠিত করার বদলে রাস্তায় রাস্তায় বিভিন্ন লরি থেকে
গান্ধী নোট নেওয়ার স্বাধীনতা বিভিন্ন অসামাজিক কাজকর্ম প্রত্যক্ষ মদত দেওয়ার
স্বাধীনতা।

স্বাধীনতা দিবস সম্পর্কে পাঁচটি বাক্য

আমলাদের বিভিন্ন সরকারি প্রকল্পে কলমের খোঁচায় কোটি কোটি টাকা লুট করার
স্বাধীনতা।
 এরকম হাজার হাজার  প্রকারের স্বাধীনতা ভোগ করছি আমরা সকল ভারতীয়রা
বর্তমানে। তাই দেশ দেশ স্বাধীন হয়েছে এবং আমরা ভারতীয়রা প্রত্যেকে যে
স্বাধীনতার অধিকার ভোগ করছি তা একপ্রকার নিশ্চিত ভাবে বলা যায় ।
 স্বাধীনতা! মুখের কথা বলতে পারায় কি স্বাধীনতা? তাহলে যারা চোখ বুঝে
পরিবারে অশান্তি হবে বা কাজের জায়গায় কাজ হারাবার ভয়ে সকল রকম মানসিক এবং
শারীরিক অত্যাচার সহ্য করে  , যারা বিকৃত মানসিকতা সম্পন্ন মানুষের বিকৃত
কামের শিকার সেই সব ছোট্ট কন্যা শিশু বা অন্যান্য নারী যারা পথে ,ঘাটে বা
বাড়ির মধ্যেই পুরুষের কুদৃষ্টির, শ্লীলতাহানি, বা ধর্ষণের শিকার হচ্ছে
প্রতিনিয়ত  এই স্বাধীন দেশে তারাও তো নিজেদের সম্মান হারানোর ভয়ে অনেক
ক্ষেত্রেই  নিজের প্রতি ঘটে চলা সকল ঘটনা প্রকাশ্যে আনতে পারে না তবে তারা
কি স্বাধীন নয়? 
এটাই কী দেশের স্বাধীনতা?
উত্তর দেবেন আপনারা…..
আরো পড়ুন, 

Share This Article