Independence Day Bengali Poem 2023 – স্বাধীনতা দিবসের কবিতা 2023

Bongconnection Original Published
11 Min Read


 Independence Day Bengali Poem 2023 – স্বাধীনতা দিবসের কবিতা
2023

Independence Day Bengali Poem 2023 - স্বাধীনতা দিবসের কবিতা 2021
Loading...

Loading...

Independence Day Bengali Poem 2023

দেখতে দেখতে স্বাধীনতার 76 তম বছর চলে এলো । এই যেন সেদিন ভারত স্বাধীনতা পেলো ।
চারিদিকে উৎসবের, আনন্দের গান বাজলো । কিন্তু তা যে ধীরে ধীরে এবছরে 77 বছরে পড়লো
। সে যাই হোক, স্বাধীনতা দিবস মানেই চারিদিকে একটা আলাদাই উৎসবের আমেজ যেন ।
15 August
মানেই যেন প্রতিটি ভারতবাসীর কাছে আলাদাই এক আবেগ । অনেকেই হয়তো ঠোঁট উলটে বাঁকা
প্রশ্ন ছুড়বেন, ‘আমরা কতটা স্বাধীন’, কিন্তু আবার এসবের তোয়াক্কা না করে
স্বাধীনতা দিবসের
গান, কবিতায় ডুবে যাবেন । পাড়ায় স্বাধীনতার অনুষ্ঠান হোক কিংবা কবিতা আবৃত্তি
আপনার জন্য আমরা নিয়ে এসেছি বাছাই করা স্বাধীনতা দিবসের বিশেষ কিছু কবিতা । 

স্বাধীনতা দিবসের কবিতা ২০২৩

Independence Day Bengali Poem 2023 - স্বাধীনতা দিবসের কবিতা 2023


Independence Day Bengali Kobita

স্বাধীনতা তুমি কবিতা 
         —–শামসুর রাহমান
স্বাধীনতা তুমি
রবি ঠাকুরের অজর কবিতা, অবিনাশী গান।
স্বাধীনতা তুমি
কাজী নজরুল ঝাঁকড়া চুলের বাবরি দোলানো
মহান পুরুষ, সৃষ্টিসুখের উল্লাসে কাঁপা-
স্বাধীনতা তুমি
শহীদ মিনারে অমর একুশে ফেব্রুয়ারির উজ্জ্বল সভা
স্বাধীনতা তুমি
পতাকা-শোভিত স্লোগান-মুখর ঝাঁঝালো মিছিল।
স্বাধীনতা তুমি
ফসলের মাঠে কৃষকের হাসি।
স্বাধীনতা তুমি
রোদেলা দুপুরে মধ্যপুকুরে গ্রাম্য মেয়ের অবাধ সাঁতার।
স্বাধীনতা তুমি
মজুর যুবার রোদে ঝলসিত দক্ষ গ্রন্থিল পেশি।
স্বাধীনতা তুমি
অন্ধকারের খাঁ-খাঁ সীমান্তে মুক্তিসেনার চোখের ঝিলিক।
স্বাধীনতা তুমি
বটের ছায়ায় তরুণ মেধাবী শিক্ষার্থীর
শাণিত কথার ঝলসানি-লাগা সতেজ ভাষণ।
স্বাধীনতা তুমি
চা-খানায় আর মাথে-ময়দানে ঝোড়ো সংলাপ।
স্বাধীনতা তুমি
কালবোশেখির দিগন্তজোড়া মত্ত ঝাপটা।
স্বাধীনতা তুমি
শ্রাবণে অকুল মেঘনার বুক
স্বাধীনতা তুমি পিতার কোমল জায়নামাজের উদার জমিন।
স্বাধীনতা তুমি
উঠানে ছড়ানো মায়ের শুভ্র শাড়ির কাঁপন।
স্বাধীনতা তুমি
বোনের হাতের নম্র পাতায় মেহেদি রঙ।
স্বাধীনতা তুমি
বন্ধুর হাতে তারার মতন জ্বলজ্বলে এক রাঙা পোস্টার।
স্বাধীনতা তুমি
গৃহিণীর ঘন খোলা কালো চুল,
হাওয়ায় হাওয়ায় বুনো উদ্দাম।
স্বাধীনতা তুমি
খোকার গায়ের রঙিন কোর্তা,
খুকির অমন তুলতুলে গালে
রৌদ্রের খেলা।
স্বাধীনতা তুমি
বাগানের ঘর, কোকিলের গান,
বয়েসী বটের ঝিলিমিলি পাতা,
যেমন ইচ্ছে লেখার আমার কবিতার খাতা।

স্বাধীনতা দিবসের কবিতা

Independence Day Bengali Poem 2022 - স্বাধীনতা দিবসের কবিতা 2021

“স্বাধীনতা”
স্বাধীনতা তুমি লাল সবুজের রক্তে আঁকা পতাকা।
স্বাধীনতা তুমি স্বপ্ন বিলাসী মন ময়ুরীর পাখা।
স্বাধীনতা তুমি পূর্ব দিগন্তে রক্তিম সূর্যের আভা।
স্বাধীনতা তুমি পশ্চিম দিগন্তে গোধূলি লগনের মায়া।
স্বাধীনতা তুমি হাজার বছরের স্বপ্নে আঁকা ছবি।
স্বাধীনতা তুমি পূর্ব দিগন্তে সোনালী স্বপ্নের রবি।
স্বাধীনতা তুমি নীল আকাশে রূপালী মেঘের ছায়া।
স্বাধীনতা তুমি সবুজ মাঠে সোনালী ফসলের শোভা।
স্বাধীনতা তুমি আষাঢ় শ্রাবণে অজস্র ঝরা বৃষ্টি।
স্বাধীনতা তুমি জীবনের বিনিময়ে বিস্ফোরণী সৃষ্টি।
স্বাধীনতা তুমি ক্লান্ত দুপুরে বট বৃক্ষের ছায়া।
স্বাধীনতা তুমি নব যৌবন আর উচ্ছল প্রেমের মায়া।
স্বাধীনতা তুমি লাখো শহীদের সংগ্রামী অভিযান।
স্বাধীনতা তুমি লাখো জনতার যুদ্ধে যাওয়ার ইতিহাস
স্বাধীনতা তুমি লাখো শহীদের বিসর্জিত জীবন।
স্বাধীনতা তুমি লাখো জনতার উৎসর্গীত মরণ।
স্বাধীনতা তুমি দামাল ছেলেদের জীবনের জয়গান।
স্বাধীনতা তুমি সন্তান হারানো মায়ের আর্তনাদ।
স্বাধীনতা তুমি ভাই হারানো বোনের আহাজারি।
স্বাধীনতা তুমি মা হারানো সন্তানের কান্নাকাটি।
স্বাধীনতা তুমি সোনালী সকালের বিজয়ের হাতছানি।
স্বাধীনতা তুমি যুবক যুবতির উচ্ছাস মাখা হাসি।
স্বাধীনতা তুমি নদীর কলতান মাঝির মুখের ভাটিয়ালী।
স্বাধীনতা তুমি কৃষানীর বুকে কৃষকের হাতছানি।
স্বাধীনতা তুমি স্বামী হারানো বিধবার আর্তনাদ ।
স্বাধীনতা তুমি শোষণের বিরুদ্ধে  বিজয়ের অহংকার।
স্বাধীনতা তুমি অন্যায়ের বিরুদ্ধে যুদ্ধে জয়লাভ।
স্বাধীনতা তুমি অনেক সমস্যার একটি সমাধান।
স্বাধীনতা তুমি যালিমের বিরুদ্ধে  যুদ্ধে জয়ের সুখ।
স্বাধীনতা তুমি মায়ের মুখে হাসি ফুটানো ফুল।
স্বাধীনতা তুমি হাজার বছরের স্বপে আঁকা ছবি।
স্বাধীনতা তুমি নতুন প্রভাতের উজ্জ্বল রাঙা রবি।

Shadhinota Dibosh Kobita

স্বাধীনতার খোঁজে
        – বিশ্বনাথ দাস  
 ——————————————————
স্বাধীনতা কোথায় তুমি আমরা জানি না ।
অনেক গুলো বছর গেল ,  তোমায় পেলাম না ।।আমরা তোমায় চেয়েছিলাম 
,ক্ষেত মজুরের সঙ্গে।কিন্তু ! কিন্তু তুমি থেকেই গেছ  , ভূ-স্বামীর
অঙ্গে।।
ভেবেছিলাম তোমায় পাব কল-কারখানায় শ্রমিকদেরই সার্থে ।
কিন্তু ব্যস্ত তুমি শ্রমিক মেরে , শিল্প পতি রক্ষার্থে ।।
শিক্ষাঙ্গনে পৌছে দেখি ,  তুমি পাঠশালাতে নেই ।
তুমি আছ উচ্চবিত্তর স্কুল আর ইনষ্টিটিউসনেই।।
স্বাস্থ্য বলছে হাসপাতালে , তোমায় পাবে না ।
নার্সিং হোমই এখন তোমার  , নতুন ঠিকানা ।।।
স্বাধীনতা তোমায় খোঁজে , বেকারত্বর চোখ ।
যদি বেকার থাকাই স্বাধীনতা , তবে বেকারত্বরই জয় হোক ।।
ভুলুন্ঠিতা নারী বলে , কোথায় স্বাধীনতা!
স্বাধীনতা নির্যাতিত , পুরুষের উন্মত্ততায় ।।
শিশুর কান্না থমকে গেছে , বৈষম্যের স্বাধীনতায়।
ক্ষুধার্ত শিশু তোমায় খোঁজে , আস্তকুরের পাতায়।।
দলিত খোঁজে স্বাধীনতাস, কোথায় আছ তুমি!
স্বাধীনতা মুচকি হাসে , কহে উচ্চবর্ণে আমি ।।
সাংবাদিকতার স্বাধীনতা গিয়েছে অস্তাচলে ।
সাংবাদিকের ঠাঁই হয়েছে , প্রভুর চরন তলে ।।
বাক স্বাধীনতা আছে ঠিকই , শাসক নেতার মুখে ।
জন গন বললে সত্য  , পরবে ভীষণ বিপাকে ।।
স্বাধীনতা তোমার বসতি , আড়ালে-অন্তরালে।
কোথায় তুমি আটক আছ  ,কিসের বেড়া জালে ।।
স্বাধীনতা আছ জানি, তুমি নয় গো বেপাত্তা ।
তাইতো তোমায় খুঁজে বেড়াই , কোথায় তোমার সত্ত্বা ।।
স্বাধীনতা আছে ঠিকই , নয়তো শুধুই শুন্য ।
নিয়ম মেনে লড়াই কর , স্বাধীনতা হবে পূর্ণ ।।


Independence Day Poem In Bengali 

Independence Day Bengali Poem 2023 - স্বাধীনতা দিবসের কবিতা 2023
আরো পড়ুন, 
 স্বাধীনতা তুমি
       কবিঃ- মোঃ আনোয়ার হোসেন 
স্বাধীনতা তুমি মিলির ওষ্ঠে মতিউরের না খাওয়া চুম্বন;
স্বাধীনতা তুমি আজাদের মায়ের চৌদ্দ বছর ভাত  না খাওয়ার করুন কাহিনী,
স্বাধীনতা তুমি কাজী নজরুলের জয় বাংলা;
স্বাধীনতা তুমি রবি ঠাকুরের আমার সোনার 
বাংলা আমি তোমায় ভালোবাসি;
স্বাধীনতা তুমি আমার মাতৃভাষা আন্দোলনে
শহিদ রফিক জব্বার সালাম বরকত,
স্বাধীনতা তুমি আগর তলা ষড়যন্ত্র মামলা;
স্বাধীনতা তুমি সিরাজুল আলম খানের
নিউক্লিয়াসের পরিকল্পনা;
বঙ্গবন্ধু শেখ মুজিবের দিক নির্দেশনা, 
আসম আব্দুর রবের পতাকা উত্তোলন ;
স্বাধীনতা তুমি শাহজাহান সিরাজের 
স্বাধীনতার ইশতেহার পাঠ;
স্বাধীনতা তুমি শেখ মুজিবের ছয় 
দফা,বঙ্গবন্ধুর বুকের পাটা আর
সাত মার্চের ভাষণ। 
স্বাধীনতা তুমি মাওলানা ভাষানির শেখ মুজিবকে
সমর্থন,
স্বাধীনতা তুমি শোষণের বিরুদ্ধে শোষিতের জয়; 
স্বাধীনতা তুমি শত ফুলের বিকশিত বাগান;
স্বাধীনতা তুমি পদ্মা মেঘনা যমুনার বুকে পাল তোলা নৌকা আর মাঝি মাল্লার গান;
স্বাধীনতা তুমি সবুজ জমিনে লাল উদীয়মান সূর্য ;
স্বাধীনতা তুমি তারুণ্যদীপ্ত অঙ্গীকার;
স্বাধীনতা তুমি এদেশের মানুষের সাহসী ভালোবাসা;
স্বাধীনতা তুমি ছাত্র কৃষক শ্রমিক মজুরের কঠোর কঠিন প্রতিশ্রুতি;
স্বাধীনতা তুমি পাকিস্তানি সেনাবাহিনীর বিরুদ্ধে মুক্তি ফৌজের গেরিলা আক্রমণ
ত্রিশ লক্ষ শহীদের আত্ম ত্যাগ,স্বাধীনতা তুমি দুই লক্ষ মা বোনের 
ইজ্জত ;
স্বাধীনতা তুমি চল্লিশ হাজার যুদ্ধ শিশুর অব্যক্ত কান্না; 
স্বাধীনতা তুমি খাদ্য স্বয়ং সম্পূর্ণ বাংলাদেশ;
বিশ্বে ছড়িয়ে থাকা শত লক্ষ প্রবাসীর প্রেরিত বৈদেশিক মুদ্রার মজুত;
স্বাধীনতা তুমি গার্মেন্টস শিল্পের মাধ্যমে বিশ্বের বুকে এক খন্ড বাংলাদেশ;
স্বাধীনতা তুমি অর্থনৈতিক অগ্রগতি,
স্বাধীনতা তুমি বিশ্ব ব্যাংকের চ্যালেঞ্জ মোকাবিলার পদ্মা সেতু,
শেখ হাসিনার দৃঢ় মনোবল। 
স্বাধীনতা তুমি লক্ষ বেকারের কর্ম সংস্থান; 
স্বাধীনতা তুমি এগিয়ে যাওয়া বাংলাদেশ;
স্বাধীনতা তুমি উন্নত বাংলাদেশের স্বপ্ন;
স্বাধীনতা তুমি বিদ্যুৎ উৎপাদনে বৈপ্লবিক অগ্রগতি;
স্বাধীনতা তুমি বাংলাদেশের গর্ব নোবেল বিজয়ী ড.ইউনূস,
বিশ্বের বুকে ক্রিকেটে ক্রিকেটে বাংলাদেশ; 
স্বাধীনতা তুমি বিশ্ব সেরা অলরাউন্ডার সাকিব আল হাসান ,
স্বাধীনতা তুমি সাংস্কৃতিক অগ্রযাত্রা; বাক স্বাধীনতার চারণ ভুমি,
স্বাধীনতা তুমি নিরবে নিভৃতে দারিদ্র বিমোচন;
স্বাধীনতা তুমি অর্থনৈতিক মুক্তির লক্ষ্যে নব নব কর্ম সংস্থান ;
স্বাধীনতা তুমি অর্থনৈতিক অঞ্চলের বিদেশী বিনিয়োগ ।
স্বাধীনতা তুমি কক্সবাজারের সমুদ্র সৈকত; 
লোকে লোকারণ্য মৈনূট ঘাটের সৌন্দর্য অবলোকন, 
স্বাধীনতা তুমি বরিশাল -ঢাকা-বরিশাল নৌ পথে দৃষ্টিনন্দন যাত্রীবাহী লঞ্চের
সমাহার ।
স্বাধীনতা তুমি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বাংলাদেশ ।

15 August Bangla Kobita

স্বাধীনতা
      – শুভাশীষ গুহ
 
বহুদিন ধরে বহু প্রতীক্ষার পরে
স্বাধীনতা তুমি এলে,
শান্তির বার্তা নিয়ে।
তোমার জন্য গিয়েছে
লাক্ষো শহীদের প্রাণ,
হারিয়েছে কতো না মা-বোন
তাদের শ্রেষ্ঠ  সন্মান।
তবুও তো তুমি এলে
মুক্তির গান গেয়ে,
এতেই ধন্য মোরা বাঙালী
ধন্য তোমাকে পেয়ে।
আজ আমরা ও বলতে পারি
হে বিশ্ববাসী দেখ চেয়ে,
আমরা স্বাধীন 
আমাদের রক্তে রঞ্জিত
স্বাধীনতা পেয়ে।

দেশাত্মবোধক কবিতা

স্বাধীনতা…***
       – অনন্যা চক্রবর্তী
স্বাধীনতা তুমি কার ??
স্বাধীন দেশের নাগরিক আমরা….!!
তবে তো তুমি সব্বার ?!!
তবে কেন আজও আমি ভিড়ের মধ্যে লুকাই ?
ফাঁকা পথঘাটে একা চলবার ভয় পাই ?
এই বুঝি কেউ বুকের কাপড়টা ছিঁড়ে ফেলে সেই ভয়ে !!
ভিড় বাস এ দাঁড়িয়ে থাকতেও ভদ্রলোক কে ভয় পাই।
স্বাধীন দেশের নাগরিক আমরা,
তবে তো তুমি আমার ও !!
আজও কেন তবে কিশরীর মা আতঙ্কে দিন কাটায় ?
আজ দেশ প্রেমিক দের বড্ড তোরজোর,
দেশ মাতা কে শ্রদ্ধা দেখানোর দিন।
রাত বাড়বার সাথে সাথে সব ভক্তি বিলীন,
অন্ধ গলিতে আজও মেয়েটা বুক আগলে চলে,
কখনো ওড়নায় মুখ ঢেকে নেয় ঝলসানো রূপের ভয়ে !!
স্বাধীনতা….তবে তুমি কার ??!!
চিৎকার আর নয় গর্জে ওঠ্ তুই মেয়ে,
স্বাধীনতা যে তোরও আছে 
বুঝিয়ে দে এদের।
মোমবাতি হাতে কোনো মিছিলে আর দাঁড়াবি না তুই,
বুকের কাপড় ছুঁতে আসলেই হাত টা দে গুড়িয়ে,
রাতদুপুরে ক্ষুধার্ত দৃষ্টির চোখ টা নিস উপড়িয়ে।
যা কিছু তোর পাওনাগন্ডা ছিনতাই কর মেয়ে,
কেউ দেবে না স্বাধীনতা তোকে ছিনিয়ে নিতে হবে,
নির্যাতনের দিন ফুরাবে হাতের শিকল ভাঙ,
বুকের আগুন জ্বেলে গর্জে ওঠ্ তুই মেয়ে।
শ্বাস রোধ করা সমাজ টা কে বুঝিয়ে দে এবার, স্বাধীনতা যে তোরও আছে…..
জেগে ওঠ তুই মেয়ে এখন আর অবলা নয়, সবলা হয়ে দুর্নীতি কে এবার করবি জয়।
স্বাধীন দেশ এ স্বাধীন হবার যুদ্ধ টা শুরু কর,
স্বাধীন দেশ সেইদিন হবে…. যেদিন আমরা মরবো না ভয়ে।।

Share This Article