Chotoder Pujor Kobita – ছোটদের পুজোর কবিতা – পূজা নিয়ে কবিতা

Bongconnection Original Published
1 Min Read


 Chotoder Pujor Kobita – ছোটদের পুজোর কবিতা – পূজা নিয়ে কবিতা

Chotoder Pujor Kobita - ছোটদের পুজোর কবিতা - পূজা নিয়ে কবিতা
Loading...

ছোটদের পুজোর কবিতা

Loading...
আকাশে বাতাসে আগমনীর সুর বাজছে । নদীর ধারে কাশফুল ফুটেছে । কারণ শরতের এই ঋতুতে
মা দূর্গা আসতে চলেছে ।বছর ঘুরে আবার এলো দূর্গাপূজা (Durgapuja) । আনন্দের এই শুভদিনে ছোটদের জন্য তাই আমাদের বিশেষ কবিতা । 
পূজো মানেই শৈশব আর আনন্দ । তাই শৈশবের আনন্দে সামিল হতে বং কানেকশন নিয়ে এসেছে
বিশেষ কবিতার ঝুলি । 

পূজা নিয়ে কবিতা

আকাশ জুড়ে সাতসকালে-
সোনা রোদের ডাক,
আসছে পুজো বাতাসে তাই-
বাজে খুশির ঢাক।
আসছে আবার দুগ্গা ঠাকুর
একটি বছর পর
ছেলেমেয়ে সঙ্গে ক’রে
ফিরছে বাপের ঘর।
কাশের বনে দমকা হাওয়ায়
উড়ছে খুশির ঢেউ
পুজোর দিনে- ‘পড়তে বসো’
বলবে না আর কেউ!
মহালয়ায় পুজোর শুরু
সাজানো প্যান্ডেলে
দশমীতে সাঙ্গ পুজো
ঢ্যাম কুড়কুড় বোলে।
পুজোর বাজার চলছে তেড়ে
পুজোয় নতুন ড্রেস।
নতুন জামা, নতুন জুতোয়
মনে খুশির রেশ!
তবুও যাঁরা পায়না কিছুই
পুজোর খুশির ভাগ
হাত বাড়িয়ে সঙ্গী করো
মোছাও মনের দাগ।
তোমরা যারা ছোট্ট এখন
এই কথাটি জেনো
মজা যদি ভাগ করে নাও
কমবে না কক্ষনো।

Share This Article