Ami ekta Tui Chai Kobita Lyrics (আমি একটা তুই চাই) Srijato


Ami ekta Tui Chai Kobita Lyrics (আমি একটা তুই চাই) Srijato


Ami ekta Tui Chai Kobita Lyrics (আমি একটা তুই চাই) Srijato


কিছু কিছু কবিতা থাকে যা প্রজন্মের পর প্রজন্ম দশকের পর দশক ধরে মানুষ ভালোবাসে।  এমনি একটি কবিতা হলো কবি Srijato র লেখা "আমি একটা তুই চাই", 
 ভালোবাসার মানুষ নাকি হৃদয় থাকে, কিন্তু সেই ভালোবাসার মানুষকে ঘিরে থাকে শত শত স্বপ্ন।  সেই স্বপ্নকে নিয়েই তৈরী হয় হাজারো ভালোবাসার গল্প, কবিতা। .. তো, চলুন দেখে নেওয়া যাক এমনি একটি কবিতা। ...

কবিতা : তুই চাই
একটি সংগৃহীত কবিতা
আবৃত্তি : মুনমুন ( Munmun Mukherjee)আমি একটা তুই চাই
একটা সত্যিকারের তুই চাই,
যে জানবে আমার পুরো ভিতরটা
জানবে আমার লুকানো সব দোষ,
আমার বদমাইশি, আমার নোংরামি,
আমার কলঙ্ক।
যে নিজে থেকে আমার ভুলগুলোর
অংশীদার হবে,
আমার পাপগুলোকে অর্ধেক করে লিখে নেবে
নিজের খাতার প্রথম পাতায়।

আমি এমন একটি তুই চাই
যাকে আমি নির্দ্বিধায় উপহার দেব
আমার সব অনিয়ম,আমার অপারগতা,
আমার বদভ্যাস, আমার উশৃঙ্খলতা।
আমি পিঠ চাপড়ে তার
কাঁধে তুলে দেব আমার
অসহায়ত্বের ঝুলি,
আমার একাকীত্ব, আমার নিঃসঙ্গতার কষ্ট,
আমার দুশ্চিন্তা, আমার হতাশা।

সবগুলো ঝাড়ুদারের মতো কুড়িয়ে নিয়ে
সে বাধবে মস্ত বড় এক বস্তা,
তারপর কুলির মতো
মাথায় করে বয়ে নিয়ে যাবে সেইসব অভিশাপ,
আর হাসতে হাসতে বলবে –
ভীষণ ভারী রে, কি করে এতদিন বইলি
এই বোঝা?
তারপর,
ঠিকানা ছাড়া পথে হাটতে থাকবে অসীম
সমুদ্র পর্যন্ত
সাগর পাড়ে এসে
প্রচন্ড শক্তিতে ছুঁড়ে ফেলে দেবে সেই বোঝা
ঠিক সাগরের মাঝখানে হারিয়ে যাবে
আমার সব অভিশাপের ঝুলি।

আমি ঠিক এরকম একটা তুই চাই
যে কোনদিন তুমি বা আপনি গুলোর মাঝে
হারিয়ে যাবে না....

 ভিডিও দেখুন 
আরো পড়ুন, Prakton Kobita Lyrics


কবিতাটি ভালো লাগলে প্রিয়জনদের সাথে শেয়ার করুন। ..
Thank You, Visit Again...

Tags - Bangla Kobita, Bengali Poem, Srijato
Ami ekta Tui Chai Kobita Lyrics (আমি একটা তুই চাই) Srijato Ami ekta Tui Chai Kobita Lyrics (আমি একটা তুই চাই) Srijato Reviewed by Bongconnection Original Published on July 25, 2020 Rating: 5

No comments:

Wikipedia

Search results

Powered by Blogger.