দোলের কবিতা – Holi Poem In Bengali 2024 – হোলির কবিতা

sudiproy877
2 Min Read

দোল পূর্ণিমা কবিতা 2024

বসন্তের আঙিনায় 
     – স্বাতী মন্ডল
ওই জোৎস্নামাখা বসন্তের আঙিনায়,
ফুটেছে পলাশ সুন্দরী দোল পূর্ণিমায় |
ঋতুরাজ বসন্ত আনলো একরাশ খুশি,
আগুন রঙা পলাশ ফুটেছে রাশি রাশি |
আহা প্রকৃতি যেন ক্যানভাসে আঁকা ছবি,
হৃদয় আঙিনা ভরে কবিতা লেখেন কবি |
 আবির গুলাবে রাঙিয়ে দিবো সলাজ মুখখানি,
যতই থাকোনা প্রিয়া হয়ে তুমি হাজারো সাবধানী |
কুহু কোকিলের কুজনে ভালোলাগা অনুভবে,
এসো সখি মাতি সবাই আজি বসন্ত উৎসবে |


Holi Poem In Bengali

Loading...
        লাগলো যে দোল
পলাশ দেখে থেকে থেকে কেমন করে মন
অনেক পলাশ ঘর করেছে শান্তিনিকেতন,
সেই নিকেতন অনেক দূরে, পলাশ থেকো ভালো!
দোলের দিনে মনে আমার পাঠিও রঙের আলো।
তোমার আমার মাঝখানেতে পথটা যে দুস্তর
কেমন করে পার হবো এই কঠিন তেপান্তর !
একটু সবুর পলাশ তুমি, একটু বাঁধো মন
পরের বারে আমার বাসা হবে পলাশ বন।

Happy Holi Bengali Poem

আমি আর আসবো না গো
আসবো না !
আমি আর তোমায়
ভালোবাসবো না –
যদি না শোনাও আমায়
একটি দুটি প্রেমের কলি !
যদি না খেলো সখী
আমার সাথে হোলি !সেদিনের আবির আর রঙের খেলায় –
মনে পড়ে মেতেছিলাম তোমায় আমায় !
আজকে বসন্তের সেই দোলের বেলায় –
খেলবো না হোলি আমরা তাও কি হয় !
এবারে দোলের খেলায় মাতবো –
পিচকারিতে নতুন রং মাখবো !
যে রঙে জীবন হবে নতুন –
এ জীবন সেই রঙেই রাঙাবো !

দোলযাত্রার কবিতা 

   খেলবো হোলি আজ
…..…………………
রঙ্গের নেশায় মন মেতেছে
খেলব হোলি আজ
বসন্ত যে দাঁড়িয়ে দ্বারে
পরে রঙ্গিন সাজ ।।
রঙ্গিন ছোঁয়ায় মাতাল হয়ে
আবির ছড়ায় বাতাস
পলাশ ফুলে রং লেগেছে
আগুন রাঙ্গা আকাশ ।।
ফিরল আবার নতুন হয়ে
কৃষ্ণচূড়ার দিন
বনে বনে কবিগুরুর
ফাগুন লাগে রঙ্গিন ।।
এমন দিনে ঘরের কোনে
থাকব না তো বসে
রঙ্গের ভেলায় ভেসে যাব
রামধনু রং দেশে ।
সাদা কালো জীবনটাকে
পরাই রঙ্গের সাজ
পিচকারিতে রং ভরেছি
খেলব হোলি আজ ।।
 
Tags –
Holi,
Bengali Poem,
Bangla Kobita

Share This Article