বসন্ত উৎসব কবিতা – Basanta Utsav Bengali Poem

Bongconnection Original Published
4 Min Read


 বসন্ত উৎসব কবিতা – Basanta Utsav Bengali Poem

বসন্ত উৎসব কবিতা - Basanta Utsav Bengali Poem
Loading...


বসন্ত উৎসব কবিতা

Loading...

রাত পোহালেই বসন্ত উৎসব (Basanta Utsav) বাংলার আকাশে বাতাসে যেন মুখরিত এক নতুন আমেজে। 

আর এই বিশেষ আনন্দের মুহূর্তে আপনার জন্য রইলো বসন্ত উৎসবের বিশেষ কবিতা। ….

বসন্ত উৎসব
        – সুমিতা চৌধুরী
   পলাশ কৃষ্ণচূড়ার সাজে
      সেজেছে ফাগুন,
   রং ফাগুয়ার মাতাল নেশায়
        লেগেছে আগুন।
    সেই রঙেতেই রাঙাতে চেয়ে
          কানাই খেলে হোলি,
     মনের রঙে রাঙে রাই
       ভেজে গোপীদের চোলি।
    মনের ঘরে লাগে যখন 
       বসন্তেরই ছোঁয়া,
   ফাগের রঙ গাঢ় হয়
       প্রেমে মাতে হিয়া।
    রাগ অনুরাগের রঙে
       মন রাঙতে চায়,
    ভালোবাসার আলিঙ্গনে
       তাই তো দেয় সায়।
   মন ফাগুয়া দিচ্ছে যে ডাক
        ভালোবাসার তরে,
    আগল ভাঙা, বাঁধন খোলা
         বসন্তেরই দ্বারে।
     ফাগের রঙে মনকে মেশাও
          মনের দুয়ার খোলো,
     মন আঙিনায় কৃষ্ণ রাইয়ের
         প্রেমের জোয়ার তোলো।।


Basanta Utsav Poem In Bengali



    আমার বসন্ত 
              – ইন্দু 
   কাল দোল…বসন্ত উৎসব..মনে আছে কি তোমার?
নাকি আজও অনুরণনে খুঁজবে তুমি আমায়?
 সূর্য টা ঘোলাটে হতে দিও না এবার!!
দু আঙুলের চাপে আলটুসি গাল রাঙা তে বড্ডো মন চায় যে,
 
সেবার তোমার সময় ই হোলো না একবারও…
অপেক্ষা র বাঁধ ভেঙে দোর দিয়েছিলাম ঘরে,
বালিশ ভিজিয়ে ছিলাম নোনা জলে,আর অভিমানী মন আয়নায়…
এবার কথা রেখো তুমি…
ঠিক যেমন টি আমি চাই
তেমন ভাবেই রাঙিয়ে দিও আমায়….
মেকি আর নকলে বাস করতে করতে আজ বড়ো ক্লান্ত!!
জানো…রঙের কোন অভিমান নেই,
 ফাগ ফাগুনের আকাশে আজ মাতোয়ারা সব্বাই..
আমিও যে বাদ নেই..
শুধু তোমার আসা চাই এবার…
রাঙিয়ে দিয়ে যাও আমায়,
  সোহাগ ঢালা আবিরে,
আলটুসি গাল হয়ে উঠুক লজ্জা রাঙা আভাতে |
      

বসন্ত উৎসবের কবিতা

 
  বসন্ত অভিমান 
       -সোমালী শর্মা 
বসন্ত এসে গেছে মোর আঙিনাতে
অনুভবের অনুরাগের ছোঁয়াতে–
সোনালী সূর্য্য উদিত হবে বসন্তের
 অনুরাগে,কোকিলের কুহুতানে।
আকাশে বহিছে প্রেম, নয়নে 
লাগিল নেশা ।
ঋতুরাজের আগমন, সাথে প্রেমের বার্তা।
আকাশে বাতাসে ,হৃদয়ে মননে নাচে প্রেম।
ভালোলাগার কিছু স্বপ্ন মন ছুঁয়ে যায়।
ভালোবাসার কিছু গল্প জীবন রাঙায়।
সারাদিন আমি উদাস বাউল, 
         বুকে বসন্তের ঘ্রাণ।
ভালোবেসে দুরে সরে থাকো ,
আসলে গোপন অভিমান। 
পথের ধারে ঝরে পড়া পলাশকুঁড়ির অভিমান। ।

বসন্ত উৎসব উপলক্ষে কবিতা

বসন্ত উৎসব 
– স্বপন কুমার রুইদাস 
বসন্ত উৎসবে লক্ষ-সবুজ রঙের পাতায়
নানা রঙের ফুলে ফুলে রাঙা আমার স্বদেশ , 
ভুলে গিয়েছে সবাই অতীতের জীবন যন্ত্রণা 
ভুলে গিয়েছে জীবনের যত ব্যথা বেদনা ক্লেশ ।
রেঙে গেছে হোলিতে আজ অরণ্য সাথে 
দেশের সকল প্রান্তের সকল জীবনের মাটি, 
রেঙে গেছে উচ্ছল যৌবনের যত বন উপবন 
সকল ভাষা ধর্ম বর্ণের,খুশিতে হয়ে লুটোপুটি।
পবিত্র আনন্দে খুশীর বসন্ত বন্যায় ভেসে 
শরীরে রঙের শরীর মনের গভীরেতে মেশে , 
আমার স্বদেশ হোলির রঙে বৈচিত্রের ঐক্যে
জনজীবনে আঠারোয় একুশ নিয়ে আসে ।
আমার স্বদেশের মাটিতে আঠারোয় একুশ 
নিয়ে আকাশে বাতাসে অরণ্যে বসন্ত নামে, 
পৃথিবীর সব প্রান্তের মানুষের অভয় আশ্রম 
সন্তান স্নেহে টেনে নেয় তার হৃদ-পদ্ম ধামে।
দেশের কোথাও হোলি কোথাও বসন্ত উৎসব, 
মনে আনে একই মহাপ্রাণের অচিন্ত্য অনুভব।

আরো পড়ুন, 

Share This Article