বসন্তের কবিতা – Bosonter Kobita – Bengali Poem

Bongconnection Original Published
2 Min Read


বসন্তের কবিতা – Bosonter Kobita – Bengali Poem

 

বসন্তের কবিতা - Bosonter Kobita - Bengali Poem
Loading...

বসন্তের কবিতা

Loading...
রাধাকৃষ্ণের পবিত্র প্রেম-হোলি,
অশুভ-দমনের উৎসব-হোলি,
রবীন্দ্রনাথের বসন্তোৎসব -হোলি,
শীতের শেষে বসন্তের আবাহনী-হোলি।  
লাগুক রঙ  লাগুক রঙ মনে,
লাগুক রঙ লাগুক রঙ-মনের বৃন্দাবনে। 
লাগুক রঙ লাগুক রঙ-প্রেমহীন চিতে,
লাগুক রঙ লাগুক রঙ  অন্তরের প্রীতে।
মুছুক রঙ মুছুক রঙ-কালো,
রঙিন হোক রঙিন  হোক মানবতার আলো।  
ঘুচুক ভেদ ঘুচুক ভেদ-বিভেদের গ্লানি,
রঙিন হোক সকল মন মেনে সম্প্রীতির বাণী। 
দহন হোক দহন হোক-দ্বন্দ্ব-
ফিরুক আজ ফিরুক আজ -ছন্দ। 
অশোক পলাশ পূর্ণিমা চাঁদ -মধু,
থাকুক সবার পাশে প্রাণবঁধু। ।  

বসন্ত নিয়ে প্রেমের কবিতা

  
সংজ্ঞাহীন অনুভূতি
আমার বসন্তের ফাগের দিন তোমাতেই শোভিত,
তোমার জলছবি আমার হৃদয়ে করেছি স্থাপিত।
তুমিহীন আমার বেরঙ জীবনের ছন্নছাড়া অন্তপুর,
চোখের সামনে থেকেও তুমি হাজার আলোকবর্ষ দূর।
তবুও বারেক উদাসী মনে ছুঁয়ে যাও অনুভবে, 
বিষাদের এসারাজ্যে স্বপ্ন লালন করি অসম্ভবে। 
শব্দকোষে ভিজিয়ে দেয় তোমার অলীক সঙ্গকল্পনা,
তোমার জন্য নীলাকাশে আঁকি মেঘের আলপনা।
তৃষ্ণার্ত বুকে জেগে ওঠে সোহাগের সমুদ্র মন্থন,
নিভু নিভু রাতের আকাঙ্ক্ষায় জোৎস্নার প্লাবন।
সুখের চাদর জড়িয়ে বুকে কুয়াশা জড়ানো ভোর, 
রামধনুর সাতরঙে রাঙানো তোমার বাহুডোর।
তোমার সোহাগ পিপাসায় তিরিতিরি কম্পন, 
সোনালী দুপুরে জড়াজড়ি আধভেজা দুটি মন।
দুপুর বেলা কলসি কাঁখে জলের আসে পুকুর ঘাটে,
অভিমানীর চোখে খোঁজা শুধু মনের মানুষটাকে।
ললাট ঢেকে যাওয়া সদ্যস্নাতা তোমার এলোচুল,
শাসন করবে বারেক তোমার বিটপীসম আঙ্গুল।
আমার শাশ্বত প্রেমের মৌনসাম্রাজ্যে এই সংজ্ঞাহীন অনুভূতি,
হৃদয়ের বেলাভূমিতে নিঃসঙ্গতার নকশীকাঁথা করে তোমার স্তুতি।।

বসন্ত বাতাসে কবিতা



অন্যবসন্ত
<=====================>
আজ বসন্ত কী বসন্ত?
তোমার প্রতীক্ষায় ভারাক্রান্ত।
আজকের এক প্রহর যেন এক কাল অনন্ত।
তোমায় আলিঙ্গন করতে ব্যর্থ বাহুডোর আজকে খুব ক্লান্ত।
তোমাকে একটু দেখার জন্য দু চোখে অশ্রু অবিশ্রান্ত।
অস্তগামী সূর্য রাঙিয়ে দিয়েছে পশ্চিম দিগন্ত।
তোমাকে খোঁজার জন্যই মন হয়তো দূরন্ত।
প্রার্থনা মোর একটাই বসন্তের এই আগমনে সেই দুটি প্রাণ হোক না পুনর্জীবন্ত।

Share This Article