শুভ সকালের কবিতা – Sokaler Kobita – Bengali Poem

Bongconnection Original Published
2 Min Read


শুভ সকালের কবিতা – Sokaler Kobita – Bengali Poem

শুভ সকালের কবিতা - Sokaler Kobita - Bengali Poem
Loading...

শিশির ভেজা সকালের কবিতা

Loading...

ভোর সকালের মিষ্টি আলো

পূর্ব গগনে ঊষা এলো

ভোর সকালে শিশির কনা,

মুক্তার মতো তুলল ফনা,

বলল তার ফোস ফোসিয়ে,

তোমরা আখি না খুলিলে,

বল আমার কি দাম আছে।

পাখিরা সব গাইছে গান,

কি মিষ্টি তাদের সুরের তান,

বলল তারা কিচ কিচিয়ে,

তোমারা যদি না জগিলে,

আমার গানের কি দাম আছে।

ফুলের সব ফুটেছে বাগে,

সুবাস তারা যায় বিলিয়ে,

বলল তারা মিষ্টি হেসে,

তোমরা যদি না জাগিবে,

আমার সুবাস কিসের জন্যে।

উঠ তোমরা নয়ন মেলে,

বাহিরে এসো ওদের মাঝে,

তোমার হাসির দেখা পেলে,

ফুটবে হাসি ওদের মুখে।

তোমার ঐ মিষ্টি মুখে,

সকাল টা তো চায় লুকাতে।

সান্ত কর ওদের প্রানে,

তোমার ঐ নির্মল হাসিতে।


শুভ সকালের কবিতা - Sokaler Kobita - Bengali Poem


Shuvo Sokal Kobita

দিন আর রাত্রি মাঝে

গোধূলি খেলা করে। 

রাত্রি আর দিন মাঝে

সকালটা রেখা টানে

এটা কোন রেখা নয়

আসলে নব আসার উদয়।

একে একে দিন যায়,

রাত্রি যায়, ভেসে বেড়ায় আশা।

শুভ সকালটা শুভ হলে

আশা গুলি পেয়ে যায়

নিরাশায় আশা।

সকাল তো এসে গেল

লক্ষ্মী আপু উঠে বস

নয়ন মেলে চেয়ে দেখ

তোমার সব আশা গুলো

ছুটেছে দেখ দুরন্ত দূর্বার।

কামনা করি আমি,

দরবারে খোদার ।

পূর্ণ কর হে রহমান ,

আমাদের মনস্কামনা,

যাহা জমা মোদের হৃদয় মাজার।

সুস্থ রেখ, ভাল রেখ, বাচিয়ে রেখ,

রেখ মোদের দিয়ে চিত্ত্ব সুখ

আরো পড়ুন, GOOD MORNING BANGLA SMS
শুভ সকালের কবিতা - Sokaler Kobita - Bengali Poem


ভোর সকালের কবিতা

ছোট পাখি মৌটুসি

বলছে ডেকে কানেকানে

ভোর যে ভাই হয়ে গেছে,

উঠে পর বিছানা ছেড়ে।

রাত্রি গেল স্বপন দেখে

দিন এসেছে তাই পূরণে।

যদি তুমি না উঠ ভোরে

স্বপন পুরন কিসে হবে।

উঠ ভাই লক্ষ্মী ছেলে,

ভোরের বেলা ঘুমোতে নেই যে।

দোয়েল গেল শিস বাজিয়ে

শ্যামা ময়না তা থৈ বোলে

নৃত্য কড়ছে জিঙ্গে গাছে।

দেখ ভায়া বাহিরে এসে

ঊষা মাসি কি করেছে

আধার ভুবন রাঙ্গিয়েছে,

চাঁদ মাম তো ডুবেই গেছে

শুভ কামনা জানিয়ে গেছে

এই কবিতাগুলো ভালো লাগলে আপনার প্রিয়জন ও বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না। ..
ভালো থাকুন, ভালোবাসায় থাকুন। ..
Thank You, Visit Again…


Tags – Sokaler Kobita, Good Morning Kobita, Bangla Kobita


Share This Article