Sokaler Kobita (শুভ সকালের কবিতা) | Sokaler Kobita In Bengali

Bongconnection Original Published
6 Min Read



Sokaler Kobita (শুভ সকালের কবিতা) | Sokaler Kobita In Bengali

Sokaler Kobita (শুভ সকালের কবিতা) | Sokaler Kobita In Bengali
Loading...

Sokaler Kobita In Bengali

Loading...

সকালের প্রথম আলো শিরীষ গাছের পাতার ফাঁকে
ঝিকি মিকি তারার মত দিনের আলোয় ছবি আকে
সেই তারাদের আলোক বিন্দু যখন তোমার চোখে দেখি
আমি যেন মুগ্ধ হয়ে নীরব নিথর চেয়ে থাকি।

দুপুরের প্রখর তাপে চোখে যখন মরিচীকার ধাঁধা লাগে
দূরে কোন গাছের ডালে একলা বসে বিরহীনি ঘুঘু ডাকে
বিরহী সেই ঘুঘুর ডাকের ছন্দ যখন তোমার মুখে দেখি আমি
কি মায়ায় বুক ভরে যায় জানে শুধু অন্তর্যামী।




গোধুলীর সূর্য যখন অস্তাচলে নদীর নীরে যায় ডুবে যায়
পরিযায়ী পাখীরা সব দিনশেষে ব্যাস্ত থাকে ঘরে ফেরায়
পাখীদের ঐ ফেরার তাড়া তোমার মনেও জাগায় সাড়া
আর তোমার মনের হদিশ পেয়ে আমি যে আজ পাগল পারা।

তৃতীয়ার চাঁদ অস্ত গেলে জোনাকি জ্বলা অন্ধকারে
ঝিঝি পোকার ডাক শোনা যায় নিশুত রাতে জানলা ধারে
দাঁড়িয়ে থাকো রাস্তা চেয়ে আবেগ ঘন আশংকাতে
সেই আশংকার অবসানে থাকব তোমার পাহারাতে।

Shuvo Sokal Kobita

সকাল এলে

সকালের সূর্যকে মেখে গায়ে
স্নান সারলাম থামানো গাছগুলোকে ফেলে|
টলতে টলতে ঢললো রোদ
আমার গায়ে এঁকে|
চলতে চলতে এগোলাম দুপাফেলে
হাঁটার ছলে ছল ধরলাম
মেঘের কোলে ফাসবো বলে|
সকালের আকাশে ভেসে বেরায়
একঝাঁক মেঘের তুলো
কালো কালো অল্প মেঘের
সকালে সেই আমি দেখি
একই রকম সাদা আর কালো|
থমকে যায় যখন সকাল
তখন কলো মেঘ ঠিক যায় সরে|
কখনো ঝরে সে বৃষ্টি হয়ে
আবার কখনো সে রাত ফুরিয়ে
দিন হয়ে|
সকাল আসবেই সবকিছুকে
উপেক্ষা করে, পৃথিবী বাঁচে যে
তারই নিজের তাগিদে|

আরো পড়ুন, শুভ সকাল মেসেজ


 মেঘের রং

আমার মেঘে অনেক রং, তোর চোখের ভাষায় ছন্দ,
তুই বৃষ্টিতে গান গেয়েছিস, আর চোখে গড়েছিস স্বপ্ন।
তোর নুপুর বাঁধা পায়ে, রিনঝিন ঝংকারে তাই বাজে,
আমার অখন্ড অবসরে, তাই মন বসে নাতো কাজে।

তুই সুরের তালে তালে, ময়ুরের মত ছন্দেই নাচবি,
লাজুক টানা চোখে তাকিয়ে, মায়াবতী তুই হাসবি।
আমার বাশী বাজে বিরহে, দেবে তোর বুকেতে শিহরণ,
ভালো বাসবো শুধু তোকেই, আর বাসবো শুধু আমরণ।

তুই হাস্যময়ী কবিতা, আমার বুকে আঁকা তোর ছবিটা,
আমি বুকে জড়িয়ে রাখছি, চীরকাল তুই সেই পরিটা।
তুই সকালের আলো ফুটলে, হয়েছিস মনেরই ময়ূরী,
তুই ছাড়া সব আন্ধার, আজ তোকে পাওয়াটাই জরুরী।


Sokaler Premer Kobita




কেমন আছেন – ভালো আছি

এ শহরে আমার কোনো বন্ধু নেই!
অবশ্য এ নিয়ে আমার কোনো আক্ষেপ, অনুযোগ, উৎকণ্ঠা নেই।

বন্ধুহীন শহরের রাস্তায় আমি যে দীর্ঘশ্বাস নিয়ে হাঁটি,
তা বন্ধুহীনতার নয়, নয় একাকীত্বের।
কেবল একরাশ ক্লান্তির!

এ শহরে ক্লান্তি মুছবার মত আমার কোনো গামছা নেই।
আমি ফুটপাতে দাঁড়িয়ে নতুন গামছা দেখি।
এ শহরে আমরা প্রত্যেকেই তো একেকটা দীর্ঘশ্বাস বয়ে বেড়াই।

এ শহরে প্রত্যেকের মন একেকটা সাদা থান পরে আছে।
বিধবা মন নিয়ে সাংসারিক দম্পতি যাপন করছে দিনরাত।

এর চেয়ে নৃশংস নয় আমার বন্ধুহীনতা।
আমি আমার অবসাদ ফেরি করি না কারো দুয়ারে।
যে শহরে সকালের রোদেরা অভিশপ্ত,
হাড়ের সন্ধিতে জমাট ব্যথার মত অসহ্য জীপন যাপন,
সেখানে আমার দুঃখের কথা বলে আমি কার বুক ভারী করব?

শীঘ্রই ছেড়ে যাব এ শহর।
দূরে, অন্য কোনো শহরে গড়ব বসতি,
তবে অত তাড়া নেই।
ঠিক ট্রেনের অপেক্ষায় যদি কেটে যায় একটা জন্ম,
তবু ভুল ট্রেনে চড়ব না।



স্বপ্নের অন্ধকার

অজান্তা, আমাদের এই বিচ্ছেদ চিরকালের কিংবদন্তি দুঃখের মত দীর্ঘস্থায়ী
ঘুঁচবেনা কোনদিন, ভাঙা কপাটের মত বেজোড় থেকে যাবে দীর্ঘশ্বাসের দূরত্বে।

আর কোনদিন সুর্য্য সকালের মত মাথা উঁচু করে ভাঙবেনা রাতের দরজা
অথবা মাস্তান রোদের তাপ ঝরে পড়বেনা প্রাচীণ পৃথিবীর শ্যাওলা পড়া গায়।

হয়তো অত্যাচারী দুপুরের সাথে বিকেলের দেখা হবেনা আরো কয়েকটি মহাকাল
সন্ধ্যার বর্ণিল আলোকসজ্জায় নিজেকে বিসর্জন দিতে আসবেনা লাজুক বিকেল।

একটা অদ্ভূত শূন্যের খাঁচায় বন্দী হয়ে গেছে আমাদের দুই পাড়ের সমস্ত ইচ্ছে
তাই মিলনের সেতু নির্মাণ করতে আসবেনা কোন একজন হৃদয় প্রকৌশলী।

তবুও মেঘ চুয়ে স্মৃতির বৃষ্টি হলে-জীবন সাঁতরাবে সুখ নামের অতীতজুড়ে
এভাবেই নিজের মধ্যে বাঁচতে শেখে প্রেমিক কবি তার স্বপ্নের মহা অন্ধকারে




অফুরন্ত ভালোবাসা
                   

 তুমি   আমার ভালোবাসা
তুমি প্রেম
তুমি স্বপ্ন
তুমি বিশ্বাস
তুমি হৃদয়ের মাঝে  ধ্বনিত হওয়া একটি নাম।
 তুমি  প্রেমের চিঠি
তুমি রাতের সুখ সপ্ন
তুমি  সকালের নতুন সূর্য
তুমি  ভোরের হিমেল হাওয়া।
 তুমি সন্ধ্যার গোধূলি আলো
  তুমি  আমায় রুপালী চাঁদের আলো…….

   এই কথা গুলি তুমি আমাকে বলতে  প্রতিদিন।
    তোমার আমার ভালোবাসার পৃথিবীতে
    গান ছিল, কবিতা ছিল,
     ছিল  ভালোবাসার গল্প।
     আজও  সেই  ভালোবাসায় ভাসছি দু’জনে ।

    আমি জানি তো তুমি আমায় বেশি ভালোবাসো
     খুব বেশি ভালোবাসো।
     আমি ও ভালোবাসি তোমাকে…..
       শুধু তোমাকে.. ….. তুমি আমার অফুরন্ত ভালোবাসা।।।।

এই কবিতাগুলো ভালো লাগলে আপনার প্রিয়জন ও বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না। ..
ভালো থাকুন, ভালোবাসায় থাকুন। ..
Thank You, Visit Again…


Tags – Bangla Kobita, Good Morning Kobita

Share This Article