GOOD MORNING BANGLA SMS (শুভ সকাল মেসেজ) Bengali Message

Bongconnection Original Published
0

GOOD MORNING BANGLA SMS (শুভ সকাল মেসেজ) Bengali Message



GOOD MORNING BANGLA SMS (শুভ সকাল মেসেজ) Bengali Message

Good Morning Bengali SMS



Good Morning Bangla SMS - প্রতিটা সকাল নিয়ে আসে এক নতুন দিনকে । আর সেই দিনের শুরুতেই আমরা চাই নিজের প্রিয়জন ও বন্ধুদের নতুন দিনের একটা শুভেচ্ছা পাঠাতে । কি তাই তো ? আপনিও কি প্রতিদিন গুড মর্নিং মেসেজ পাঠিয়ে থাকেন ?
তো যাই হোক, সমস্যা টা শুরু হয় যখন আমরা সকালের গুড মর্নিং মেসেজ এ ঠিক কি লিখবো সেটা ভাবতে থাকি। তাই আপনার সমস্যা সমাধানে আমরা নিয়ে এসেছি সেরা সব গুড মর্নিং মেসেজের এক বিশাল কালকেশন, যা পাঠিয়ে আপনি আপনার প্রিয়জনকে দিনের শুরুতেই করতে পারেন ইমপ্রেস । তো, দেরি না করে নিচের যেকোন একটি মেসেজ পছন্দ করে কপি করুন আর পাঠিয়ে দিন আপনার ভালোবাসার মানুষ কিংবা বন্ধুকে ....


Good Morning Message In Bengali




অনেক স্বপ্ন দিয়ে বানিয়েছি , আলোর ঝর্না দিয়ে সাজিয়েছি। শুধু একবার বাইরে এসে দেখো , তোমাকে সুপ্রভাত বলতে সূর্যকে পাঠিয়েছি।


"আমার পরান যাহা চায়
তুমি তাই, তুমি তাই গো।
তোমা ছাড়া আর এ জগতে
মোর কেহ নাই কিছু নাই গো॥"
সুপ্রভাত...


"কালো রাতি গেল ঘুচে
আলো তারে দিল মুছে"
 -রবীন্দ্রনাথ ঠাকুর
সুপ্রভাত..


"মানুষ" অনেকটা একটা "দোকান"এর মতন...আর তার মুখ হলো সেই দোকানের তালা...তালা খুললেই বোঝা যায় যে দোকানটা সোনার না কয়লার....
সুপ্রভাত...

"সকাল বেলার সোনালী আলো\" \"আজ মনটা অনেক ভালো\" \"কিচির মিচির ডাকছে পাখি\" \"খুলে দেখো দুটি আঁখি\" \"শুভ হোক আজকের দিন\" \"জানাই তোমায়\" ..গুড মর্নিং..



,\ ! /,
 _- O -_
,_,.+”"-._,.+”"-._ ,+
সুপ্রভাত...
নতুন দিনের টাটকা বাতাসে জেগে ওঠো বন্ধুরা...



♣→ শিশির ভেজা দুর্বা ঘাসে, ←♣ ♣→ শিশির কনা বলছে হেসে। ←♣ ♣→ এসে পড়েছে হিমেল রাত, ←♣ ♣→ জানাই তোমাদের সুপ্রভাত। ←♣


Shuvo Sokal Bangla SMS


আতা গাছে তোতা পাখি ডালিম গাছে মউ।
মাঝ রাতে জেগে দেখি পাশে নেই বউ।
কি করি কি করি ভেবে নাহি পাই,
শেষে পড়ল মনে আমিতো বিয়েই করি নাই।
সকল বন্ধুদের কে জানাই নতুন দিনের শুভেচ্ছা
সুপ্রভাত

অচেনা তুমি,অচেনা আমি দেওয়ার কিছুই নেই আছে শুধু sms , দিচ্ছি আমি তাই.. দুষ্টু হাতে লিখছি মেসেজ, মিষ্টি মুখে পড়, আমার কথা পড়লে মনে একটা মেসেজ করো!!
সুপ্রভাত...


অন্যকে নয়,চেষ্টা করো নিজেকে হারানোর।
তবেই একদিন তুমি সফল হতে পারবে...
সুপ্রভাত...


Good Morning Bangla SMS Pic


GOOD MORNING BANGLA SMS (শুভ সকাল মেসেজ) Bengali Message


অপরুপ এই নীরব ভোরে,
তুমি আছো অনেক দূরে.
পাখি ডাকে মধুর সুরে,
মনটা যেন হাওয়ায় ওড়ে.
নয়তো দুপুর,নয়তো বিকাল,
তোমাকে জানাই শুভ সকাল...

অপরুপ এই শিশির ভোরে,
তুমি আছ অনেক দূরে,\"
কোকিল ডাকে \"কুহু কুহু\"
 \"মনটা করে উহুঁ উহুঁ...
 \"নয়তো দুপুর নয়তো
 বিকাল তোমাকে জানায়\"
 \"শুভ সকাল|
আরো পড়ুন, Best Birthday Wish Bangla


আকাশ যতই মেঘলা হোক,
ভরসা রাখো নিজের উপর,
চিরকাল বাদলা দিন থাকে না...
রোদ নিশ্চই উঠবে!
সুপ্রভাত...


আকাশ দিলাম , সঙ্গে প্রচুর আলো । সূর্য দিলাম , সঙ্গে প্রচুর তেজ । বাতাস দিলাম , সঙ্গে প্রচুর সুগন্ধ । নতুন সকাল দিলাম সঙ্গে প্রচুর আশা । এর সঙ্গে পাঠিয়ে দিলাম , আমার ছোট্ট ভালোবাসা ।


আকাশ ভরা স্বপ্ন নিয়ে বাঁধব সুখের ঘর,
থাকব শুধু তুমি আমি,বাকি সবাই পর..
স্বপ্ন আমার বাঁচার আশা,স্বপ্ন তোমার ভালবাসা,
বাসব ভালো দুজন দুজনকে,বাসব জীবনভর॥


আকাশে যখন সূর্য ওঠে
পাখিরা গান গায়,
ফুলেরা তাদের পাপড়ি মেলে
প্রজাপতিকে চায়।


তোমায় ছাড়া দুচোখ আমার
কিছুই ভাবতে না চায়,
তোমাকে সে রাখতে চায়
তার দুটি পাতায়।
সুপ্রভাত

 _*-*_সুপ্রভাত_*-*_


Bangla Good Morning SMS





আকাশে দেখো রাত
দিচ্ছে তার যাত্রা,
দিনের আলো তাকে আর
দিচ্ছে না যে পাত্তা।
রাত বলল আসবো ফিরে
আবার আগামীকাল,
তাই,,তোমাকে জানাচ্ছি
আমি শুভ সকাল !


আকাশের জন্য নীলিমা, চাঁদের জন্য পূর্নিমা, পাহাড়ের জন্য ঝর্না, নদীর জন্য মোহনা, আর তোমাদের জন্য রইলো \"শুভ কামনা\"..... \"গুড মর্নিং\"


আগামী দিনটা আরো ভালো হবে না যদি তুমি গতকালকে নিয়েই ভাবতে থাকো ..সুপ্রভাত



আগামীকালের জন্যে অপেক্ষা করে বসে থেকো না,
আজকেই বাঁচো প্রাণ ভরে...
কারণ আগামীকাল আসে না কখনো....
সুপ্রভাত....


আগে ঘুম ভাঙ্গত পাখির কিচির মিচির ডাকে...
এখন ঘুম ভাঙ্গে একটি SMS এ ...
সে SMS টি দেয় সেও এক ডানা-পালক বিহীন পাখি...
 সে হল আমার জানপাখি...
 গুড মর্নিং জানপাখি

আজ টিপ-টিপ কুয়াশা সারা সকাল পড়ছে, হিম-হিম শীতে শরীরটা কাপছে। রিমঝিম হৃদয় টা উদাস কেন হচ্ছে। কুয়াশা ভেজা মনটা তোমাকে গুড মর্নিং বলছে। গুড মর্নিং।


আজ তোমার জন্যে বিশেষ ব্রেকফাস্ট্...যেখানে আছে এক প্লেট্ ভালবাসা,এক চামচ আশা,এক বাটি শান্তি,এক হাতা যত্ন আর এক গ্লাস্ প্রার্থনা...উপভোগ কর তোমার খাবার...কারণ তুমি ভগবানের তত্ত্বাবধানে আছো...
সুপ্রভাত...


আজ থেকে এক বছর পরে এমন দিন তোমার জীবনে আসতেই পারে যেদিন আজকের দিনটার কথা মনে করে তুমি আফসোস করবে যে ঐদিন শুরু করলেই ভালো হত...তাই আলস্য ঝেড়ে ফেলে কাজ শুরু কর!
সুপ্রভাত..


আজ মনে হয় কত কোটি বছর আগে তোমার জন্যে আমার মনে জেগে উঠেছিল ভালবাসা...
আজও আশা মরেনি আমার...আজও অপেক্ষায় আছি তুমি ভালবাসবে বলে...
জোর করে ভালবাসা হয় না জানি,
তাই চেষ্টাও করি নি...
ধরতে তো আসিনি তোমায়,এসেছি ধরা দিতে...


আজ সকালে ঘুম ভাঙল, একটি পাখির ডাকে। উঠে দেখি স্নিগ্ধ সূর্য উকি দিয়েছে আকাশে। প্রকৃতির চার পাশে উঠে গেছে আলো। ভোরের হিমেল হাওয়ায় মনটা আমার অনেক ভাল। সুপ্রভাত।


আজ সকলে ঘুম থেকে উঠেই আমি ঈশ্বরের দেওয়া দুটো উপহার খুলেছি...
সেই দুটি হলো আমার চোখ...
সুপ্রভাত...

Good Morning Bengali SMS Image


GOOD MORNING BANGLA SMS (শুভ সকাল মেসেজ) Bengali Message

আজকের দিনটা তোমার খুব ভালো কাটুক..আর দিনটা যদি তোমার শুভ যায় তাহলে সন্ধ্যাবেলায় আমাকে একটা ধন্যবাদ দিয়ে দিও...
সুপ্রভাত...


আজকের দিনটিকে এত সুন্দর করে তোলো যে তোমার গতকালটাও তার প্রতি ঈর্ষান্বিত হয়ে পড়ে...
সুপ্রভাত....


আজকের সকাল বন্ধু
তোর আর আমার,
এইতো সময় হালকা কুয়াশায়
হারিয়ে যাবার।


সকাল বেলার একটু শিশিরবিন্দু,
বলে দিল তুই আমার খুব কাছের বন্ধু।
 সুপ্রভাত বন্ধু


Good Morning Bangla SMS For Girlfriend


আজকের সকালটা আমায় ডেকে বলল--তোমার ভালবাসার মানুষকে জাগাও
সে তো এখনো ঘুমিয়ে আছে।
আমি ভাবলাম আমার ভালবাসার মানুষ কে ?
তখন মনে পড়ল সে আমায় তোমার কথা বলছে।

!-:শুভ সকাল পাগলি:-!




আমাদের বালিশগুলো যদি এতটা উন্নত হত যে আমাদের রাতে দেখা প্রত্যেকটা স্বপ্ন কে এক এক করে সংগ্রহ করে রাখতে পারত...আর সকালে উঠে আমরা ল্যাপটপ এ প্লাগ ইন করলেই সেই সমস্ত স্বপ্নগুলো আবার দেখতে পেতাম, তাহলে কত ভালো হত তাই না?
সুপ্রভাত..




আমাদের স্বপ্ন যত বিশাল হবে,
উচ্চাকাঙ্খা হবে যত উঁচু
আর অধ্যাবসায় হবে যত গভীর,
আমরা তত বেশী দ্রুতগতিতে এগিয়ে যাব সাফল্যের দিকে...
সুপ্রভাত....



আমার এটা ভাবতে ভালো লাগে যে এই পৃথিবীতে এমন একজন আছে যার কাছে আমিই তার পৃথিবী...
সুপ্রভাত সোনা....



আমার বালিশটা তোমায় একদম পছন্দ করে না জানো তো? কারণ সে জানে তুমি আসার পর তোমার কাঁধটা ওর জায়গা নিয়ে নিয়েছে...সুপ্রভাত


আমার রাতের সূর্যোদয় তো তখন হয় যখন আমি তোমাকে দেখি...
সুপ্রভাত...


আমার সকালগুলো এত সুন্দর হয় কারণ আমি জানি যে আমার জীবনে তদের মতন কয়েকটা এমন বন্ধু আছে যাদের উপস্থিতিতে আমি নিজের জীবনটাকে ভালোভাবে উপভোগ করতে পারি..
সুপ্রভাত..


আমি এসেছি পাখিদের মধুর গান নিয়,
আমি এসেছি নাম জানা ফুলের গন্ধ নিয়ে,
আমি এসেছি অনেক ভালোবাসা নিয়ে,
এসো ধরো আমার হাত, আমি যে সুপ্রভাত...


আমি জানি না আর কত সকাল আমি এমন সুস্থ সবল ভাবে জেগে উঠতে পারবো,কিন্তু আমি জানি যে কদিন আমি এই পৃথিবীর বুকে বেঁচে থাকব,ততদিন প্রতিটি মূহুর্ত আমার কাছে এক একটি জীবনের সমান মূল্যবান হবে..কারণ আমার মন নিশ্চিত থাকবে যে তুমি আমার পাশে আছ...
সুপ্রভাত...

GOOD MORNING BANGLA SMS (শুভ সকাল মেসেজ) Bengali Message

আমি যখন আপন মনে/ঘরেই ছিনু এক কোনে /কে এসে বলল মোরে উঠে পড় এবার ওরে/ চোখ খুলে চেয়ে দেখি, রবির আলো দেয় উকি সুপ্রভাত...

আমরা যা যা চাই,সবসময় আমরা সেগুলো পাই না...
কিন্তু কখনো কখনো আমরা যা চাই,নিজের অজান্তেই তার চেয়ে অনেক বেশী কিছু হাতে পেয়ে যাই...সেগুলোকে "আশীর্বাদ" বলা হয়!
সুপ্রভাত...

Good Morning Wish In Bengali


আরো একটা নতুন দিন
আরো একটা সুযোগ ইটা প্রমান করার যে আমি তোমাকে কতটা ভালবাসি..
তাই সকাল টা তোমার কথা মনে করেই শুরু করলাম..
লাভ ইউ সোনা..
সুপ্রভাত...


আরো একটা রাত কালের গভীরে হয়ে গেল বিলীন..
চেয়ে দেখো তোমার সামনে আছে একটি সুন্দর দিন...
ওঠো বন্ধু,ধরো আমার বাড়িয়ে থাকা হাত...
শুরু কর নতুন দিন,জানাই সুপ্রভাত...

আলো আধারে এ কি মিলন মেলা ...
পাখিরা সব করছে খেলা.. .
বলছে তারা মিষ্টি সুরে
শুভ হোক তোমার সারা বেলা ..
শুভ সকাল...


আশা করি তোমার আজকের দিনটি শুরু হোক স্বপ্নের উড়ানে আর শেষ হোক মিষ্টি স্মৃতির আবেশে..
সুপ্রভাত..


আশা ছেড়ে দেওয়ার আগে আর একবার চেষ্টা করে দেখো..কারণ তুমি কখনই জানো না যে তুমি সাফল্যের কতটা কাছে আছ....
সুপ্রভাত...


আসব রাতে স্বপ্ন হয়ে,, থাকব আমি কাছে… চোঁখ খুলতেই চলে যাব,, ভোরের আলোর দেশে… দিয়ে যাব কিছু স্মৃতি আজ এই সকালে,, শুভ সকাল জানাই তোমায় বন্ধুত্তের সাথে।


ঈদ গেল শীত এলো,
খুশির জোয়ার ফিরে এলো।
শীতের এখন নতুন রূপ,
কুয়াশা হল অপরূপ।
তুমি আমার আপনজন,
তোমাকে শীতের পিঠার নিমন্ত্রণ।
সুপ্রভাত..

ঈশ্বর এর আশীর্বাদ তোমার প্রতিদিন জেগে ওঠাতে...এভাবেই তিনি আমাদের প্রতি তার ভালবাসা বোঝান..
সুপ্রভাত

আরো পড়ুন, Bangla Love SMS



ঈশ্বর সাথে থাকলে কোনকিছুই তোমার জন্যে অসম্ভব না..
তাই প্রতিটি সকাল শুরু করো প্রার্থনা দিয়ে...
সুপ্রভাত....



ঈশ্বর সঠিক সময়ে সঠিক ভাবে সঠিক কারণে সব ঠিক করে দেবেন..
তাঁর উপরে বিশ্বাস রাখো...
সুপ্রভাত...


উড়ছে পাখি দিচ্ছে ডাক।
কুয়াশা আসছে ঝাঁকে ঝাঁকে।
খেঁজুর গাছের রসের হাড়ি
আসছি আমি তোমার বাড়ি।
উঠবে মাঝি তুলবে পাল
বন্ধুদের জানাই "শুভ সকাল"



এই অসাধারণ সুন্দর দিনে আমি চাই এক কাপ গরম কফি আর একটুকরো "তোমার ভাবনা'...
সুপ্রভাত..

GOOD MORNING BANGLA SMS (শুভ সকাল মেসেজ) Bengali Message


এই নতুন সকালে সবার জন্যে নিয়ে আসবে অনেক অনেক খুশী এবং হাসিতে ভরা মূহুর্ত...
সব স্বপ্ন করবে তোমার সম্পূর্ণ...
সমস্ত ইচ্ছা তোমার হোক সত্যি...
সুপ্রভাত....


এই সুন্দর সকালে ইউ চিন্তা
সূর্য জ্বলজ্বলে শুরু নিখুঁত শুরুতে.
আমার প্রিয় কমনীয় তাই, এখানে নিলাম আমার ভাল সকালে এর.
সন্ধ্যা পর্যন্ত সকালে স্মিত রাখুন.


এক বিন্দু জল
 যদি চোখ দিয়ে পড়ে,,
সেইজলের ফোটা
 শুধু তোমার কথা বলে..
মনের কথা বোঝো না তুমি
 মুখে বলি তাই,,
শত আঘাতের পরেও
 তোমায় ভালবেসে যাই..!!
সুপ্রভাত..


এক সেকেন্ডও লাগে না ঘুম থেকে ওঠার পর আমার মনে তোমার মুখটা ভেসে উঠতে...
কিন্তু তার ফলে যে হাসিটা আমার ঠোঁটে খেলে যায়,
সেটা দিনভর আমার সাথেই থাকে...
সুপ্রভাত...

একটা আদর্শ দিন শুরু হওয়া উচিত তোমার মুখের হাই তোলা দিলে , তোমার হাতে এক কাপ কফি দিয়ে এবং তোমার মোবাইলে আমার একটা SMS দিয়ে ! গুড মর্নিং !


একটা দিন কেমন যাবে তা হয়তো আমাদের হাতে নেই...
কিন্তু যদি আমরা সকালে উঠেই মনে মনে বলে নি যে
যাই হোক না কেন কখনো আমরা আমাদের মনকে অশান্ত হতে দেব না,
তাহলে যত বড় বিপদই আসুক,
আমরা ধৈর্য্য হারাব না,
আবার যত বর সাফল্যই আসুক,
মাটি থেকে আমাদের পা সরে যাবে না..
সুপ্রভাত!


একটা প্রজাপতি খুব ভোরে উঠে তার প্রিয় ফুলটির কাছে গিয়ে বলল-এই শুনছো,তুমি তোমার পাঁপড়িগুলো মেলে ধরো, আমি তোমার মুখটি দেখে আমার সারাদিনটা কাটাতে চাই।
আর আমিও আমার প্রিয় ফুলটিকে বলছি-চোখ দুটি খোলো..আমি তোমায় খুব ভালবাসি।

শুভ সকাল


একটি অসাধারণ শুরু,
নতুন পথের দিশা নিয়ে
নতুনভাবে তোমার জীবনে আসুক...
ভুলিয়ে দিয়ে পুরনো সব না পাওয়ার বেদনা...
সুপ্রভাত...

GOOD MORNING BANGLA SMS (শুভ সকাল মেসেজ) Bengali Message


Good Morning Bangla SMS Love



একদিন দুজনে হাঁটব
আবার উড়বে তোমার চুল,
একদিন শূন্য বাতাস
ছুঁয়ে যাবে কৃষ্ণচুড়ার ফুল...
সুপ্রভাত...


একরাশ টাটকা ফুলের সুবাস ভরা সুপ্রভাত...



একরাশ রোদ মাখা নতুন সকাল তোমার জন্যে..
সুপ্রভাত..



এখনো তোর চোখে আছে
ঘুমন্ত স্বপনের আকাশ,
তবুও তোর মুখে ভাসছে
মিষ্টি হাসির আভাস।
একবার তুই চোখ খুলে
পেতে রাখ কান,
তোকে এখন জানাচ্ছি আমি
শুভ সকালের আহ্ববান।


এখনো তুমি ঘুমিয়েই আছো ?
বাইরের কি খবর নিয়েছো ??

কেউ তোমায় ডাকছে মনে
কিছু পাঠিয়েছে তোমার ফোনে

চোখ মেলে তুমি দেখো তা
পাবে তুমি শুভ সকালের বার্তা॥

 সুপ্রভাত..


ওঠ ! আর কতক্ষণ শুয়ে থাকবে ? সব সময় শুয়ে থাক ...ঘুমিয়েই কি জীবনটা কাটাবে !...উঠে পড় | উঠে আবার আমাকে কল কোরো না ! আমি ঘুমাচ্ছি ;-) শুপ্রভাত !

Good Morning Bengali SMS Shayari


ওঠো এবার ঘুম থেকে...
অনেক বেলা হয়ে গেছে...
সারা পৃথিবী উঠে পড়েছে...
আর এখনও ঘুমোচ্ছ তুমি?
সুপ্রভাত!


ওঠো বন্ধু ওঠো
ফুলের মত ফোটো
বলছে তোমায় ভোরের আলো
আমার দিকে দেখো
 সুপ্রভাত....

কখনো 'গতকাল" নিয়ে নালিশ কোরো না....খেয়াল রাখো যাতে তোমার "আগামীকালটা" সুন্দর হয় এবং তার জন্যে "আজ" মন দিয়ে পরিশ্রম করো..
সুপ্রভাত..



কাজল কালো আঁখি তোমার চাঁদের মত মুখ,
না দেখলে বন্ধু তোমায় লাগে না যে সুখ,
বন্ধু তুমি যেখানে আছো যেভাবে আছো ভালো
থেকো তুমি,
মন চাইলে খবর নিও কেমন আছি আমি।
*****শুভ সকাল *****



কামনা করি তোমার সকালটা যেন খুব ভালো করে কাটে..
সুপ্রভাত..


কাল রাতে আমি স্বপ্ন দেখলাম যে আমি খুব বড় গায়ক হয়ে উঠেছি..সবাই আমার গান শুনতে আসছে..ঘুম ভেঙ্গে মনে মনে সেই আনন্দটা উপভোগ করছি এমন সময় ঘটলো অঘটন..মার ডাকে সাড়া দিতে গিয়ে আমি নিজের গলা শুন্লাম..
সুপ্রভাত...😄😄




কিছু অপেক্ষার দিন কখনো শেষ হয় না
কিছু গাছে কখনো ফুল ফোটে না
কিছু স্মৃতি চাইলে ও ভুলে থাকা যায় না ।
কিছু মানুষ কে চাইলেও ক্ষমা
করা যায় না ।
সুপ্রভাত বন্ধু...


কিছু ভালবাসা অব্যক্ত থেকে যায়, অভিনয়ের কাছে,
কিছু ভালবাসা স্বার্থপর হয়ে যায়, অভিমানের কাছে,
আর কিছু ভালবাসা অসমাপ্ত থেকে যায়, স্মৃতির মাঝে,
তবুও অপেক্ষায় কেটে যায় সময়, ভালবাসার পথে।
শুভসকাল...



কেউ যদি বাগানে গোলাপের মত ফুটে উঠতে চায় , তাকে প্রথমে জানতে হবে কাঁটার সাথে কিভাবে থাকতে হয় ..দিনটা ভালো যাক , সুপ্রভাত



কেয়া হয়ে যদি থাক আমার বাগানে।
যত্ন করে রাখব তোমায় আমারই মনে।
ফুল দানিতে সাজিয়ে তোমায় রাখব চিরকাল।
রোজ সকালে বলব তোমায় \"শুভ সকাল\"


কেটেছে আঁধার , হযে্ছে ভোর
উঠে পরো তুমি , খোল মনের দোর
যা কিছু খারাপ , ঘটেছে কাল
ফুটেছে অালো, নতুন সকাল
উঠে পড় বন্ধু , সকাল হলো..
সুপ্রভাত..


কোনো সকালে ভাপা,
আবার কোনো সকালে পাটি সাপটা
আবার কখনো পুলি, কখনো বা তেলের পিঠা।

ক্ষেত হতে সদ্য তোলা সবজি দিয়ে গরম ভাত
আজও যেন জিভে লেগে আছে সেই স্বাদ।
সুপ্রভাত..


কঠিন রাস্তাগুলো মাঝে মাঝে খুব সুন্দর একটা গন্তব্যে পৌঁছে দেয়....
সুপ্রভাত...


কৃতজ্ঞ থাকো যে জীবনে সবকিছু পাওনি , এর মানে এখনো কিছু ভালো সুযোগ অপেক্ষা করছে ভবিষ্যতে !.শুপ্রভাত.দিনটা দারুনভাবে শুরু করো !

GOOD MORNING BANGLA SMS (শুভ সকাল মেসেজ) Bengali Message


কুয়াশা ভেজা মিষ্টি সকাল
রোদের লুকোচুরি খেলা
তোমার ভাল কাটুক
আজকের সারাটি বেলা...
....শুভ সকাল।।

কুয়াশায় ঢাকা সাদা আকাশ,
কি মিষ্টি ঠান্ডা বাতাস!
ফুটবে এখন রোদের আলো,
দিনটা তোমার কাটুক ভালো।
শুরু হলো নতুন দিন,
জানাই তোমায়,
"গুডমর্নিং"



গান শোনাচ্ছে ভোরের পাখি,
"এবার একটু খোল আখি।
আমি তোমায় কত ডাকি;
এতক্ষণ কেউ ঘুমায় নাকি?" .
কেটে গেছে আঁধার রাত...
তোমায় জানাই \" সুপ্রভাত...


গান শোনাল ভোরের পাখি,, এখনও কেউ ঘুমাও নাকি? আমি তোমায় কত ডাকি, এবার একটু খোল আঁখি… কেটে গেল রাত্রি কাল, তোমায় জানাই শুভ সকাল।



গতকাল তা যদি তোমার খুব ভালো কেটে থাকে,
তাহলে ওখানেই থেমো না..
হয়তো তোমার ভালো সময় টা কাল থেকেই শুরু হয়ে গেছে...
সুপ্রভাত..


গ্রাহক প্রিয়,
আপনার অবশিষ্ট
সময় স্লিপিং
মেয়াদ শেষ হয়েছে!!!!!!
তাই
Plz
উর বিছানা ত্যাগ
& পেতে!!!!
&
সমস্ত আপনি বলুন
শুভ সকাল
একটি খুবই ভালো দিন আছে!!!!




ঘুম ঘুম রাত শেষে,
সূর্য আবার উঠলো হেসে ..
ফুটল আবার ভোরের আলো,
দিনটা সবার কাটুক ভালো ..
শুরু হল নতুন দিন,
জানাই এইবার \"গুড মর্নিং\"...


ঘুম থেকে ওঠার পর মা জিজ্ঞেস করল, \"কিরে স্কুলে যাবি না?\"
আমি: নাহ..
মা: কেন?
আমি: আসলে আমার কম্বল আর লেপ আমাকে তাদের একজন ভাবতে শুরু করেছে.. এখন আমি উঠে চলে গেলে তাদের বিশ্বাস ভেঙ্গে যেতে পারে..
সুপ্রভাত.. 😄😄


ঘুমগুলো অঘুম হবার আগেই ফিরে এসো;আঁধার, কুয়াশা,
শীতের কাপনের দোহাই ফিরে এসো ৷
কে জানে ফের কবে এমন পৌষে অপেক্ষারা তুমি কেন্দ্রিক হবে!.
শুভ সকাল


ঘুমভাঙ্গা পদ্মের সৌরভ , সবুজ ঘাসে ছড়িয়ে থাকা হাজার মুক্তোবিন্দু ,শিউলির সুগন্ধে মাতাল বাতাসের পরশ আজ সকালে চাদর হয়ে তোমাকে জড়িয়ে থাকুক !
সুপ্রভাত !


ছোট্ট পাখি বললো এসে আমার কানে কানে, সূর্যি মামা উঠছে আবার নতুন কিছুর টানে, সুখে থেকো ভালো থেকো রেখো ভালোবেসে, মিষ্টি সকাল জানিয়ে দিলাম ছোট্ট এই এসএমএসে, শুভ সকাল





Tags

Post a Comment

0Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Please Select Embedded Mode To show the Comment System.*

To Top