Bangla Good Night SMS 2023 (গুড নাইট, শুভ রাত্রি মেসেজ)

Bongconnection Original Published
0

Bangla Good Night SMS 2023 (গুড নাইট, শুভ রাত্রি মেসেজ)

Bangla Good Night SMS 2022 (গুড নাইট, শুভ রাত্রি মেসেজ)

Bangla Good Night SMS 2023

ঘুমের দেশে হারিয়ে যাওয়ার আগে প্রিয়জনকে অথবা বন্ধুদের পাঠান রাতের শুভেচ্ছা মেসেজ । কিন্তু ভাবছেন, কি লিখবেন ? চিন্তা কি আমরা নিয়ে এসেছি আপনার জন্য সেরা কিছু Good Night SMS Bangla । তো, চলুন, শুরু করা যাক....নিচের যেকোন একটা মেসেজ প্রতিদিন নিজের প্রিয়জন অথবা বন্ধুদের পাঠান ।আর সম্পর্ককে রাখুন আরও মজবুত ....

Bengali Good Night Message

একটা কবিতার জন্যে
হাপিত্যেশ বসে থাকা,
একটা কবিতার পাতায়
জল রঙে ছবি আঁকা,
একটা কবিতায় কবি
প্রেমিক প্রেমিকার পোষা পাখি,
সে একটা কবিতা চেয়েছে
তাই মাথা নত করে থাকি,
একটা কবিতা লিখলে
মনে শান্তির পাহাড়,
একটা কবিতা লিখলেই
হাসি মুখ সামনে আবার,
একটা কবিতার পাতা
এখনও রয়েছে ফাঁকা.……
....শুভ রাত্রি....।



আকাশটা আজ কাল মেঘ করেছে পর্দা ঢাকা
আড়াল করে জোছনাকে লুকিয়ে রাখা।
ঘুম আসেনা দুই চোখেতে আজ কিসের মায়া
জানলা খুলে বাইরে দেখি তোমার স্মৃতির ছায়া।
"শুভ রাত্রি বন্ধু & good night"



আমার আকাশ ভালো লাগে
তাই আকাশ জুড়ে শুই।
আমার বাতাস ভালো লাগে
তাই বাতাস বুকে বই।
আমার সবুজ ভালো লাগে
তাই সবুজের সহচর,
আমার স্বপ্ন ভালো লাগে
তাই এমনি ঘুম কাতর।
আমার হলুদ ভালো লাগে
তাই হলুদ তোষক বালিশ
আমার তোমাকেই ভালো লাগে
সেটাই স্বপ্ন দেখার কারণ।
"Good Night"

Good Night Image In Bengali Language


Bangla Good Night SMS 2022 (গুড নাইট, শুভ রাত্রি মেসেজ)





বুকের মাঝে থাকে ব্যথা
থাকে হাজার স্মৃতি
মাঝে মাঝে মনে হয়
একটি রাত হাজার তিথী
কাটেনা দুঃখে ভরা
রজনী গুলো আমার
বুজবে না কেউ কষ্ট গুলো
এই পৃথিবীতে যে যার সে তার!!!
"Good Night"


আরো পড়ুন, শুভ সকাল মেসেজ

সব অতীত আজ রাতে

ঝরা পাতার মতো মুছে যাক

স্বপ্নময় একটি সুন্দর রাত

শুধু তোমার জীবনে থাক

....."শুভ রাত্রি".....Good Night"

Bangla Good Night SMS 2022 (গুড নাইট, শুভ রাত্রি মেসেজ)



দ্বীপ নিভলো রাত্রি হলো আকাশ হলো কালো,
এক ফালি চাঁদ হাসচে দেখো বলছো কি গো ভালো,
রাত তো দেখি অনেক হলো যাও গো সুতে যাও,
এসেছি আমি পাহারা দিতে নিশ্চিন্তে ঘুমা।।
"Good Night"

Good Night Image In Bengali Language


রাত জাগা পাখি হয়ে যার কথা ভাবি,
এই মনে একা একা তার ছবি আঁকি ,
জোস্নার নীল আলো তার চোখে ভাসে,
বন্ধু হয়ে থেকো তুমি চিরদিন পাশ।
.....শুভ রাত্রি.....


রাতের গায়ে তারার বাড়ি,
চাঁদটা ছিলো আমার ঘুড়ি,
গল্প শুনি ঠাকুমার কাছে,
ভুতের বাড়ি তেতুল গাছে,
ভয়ে ভয়ে ঘুমিয়ে পড়ি,
স্বপ্ন দেখি দুচোখ ভরি ,
"শুভ রাত্রি"


রাত শুধু আঁধার ৯, একটু খানি আলো।
রাত শুধু খারাপ ৯, স্বপ্ন গুলো ভালো।
তাই ঘুমিয়ে পড় ,ভাল থেকো।
....."শুভ রাত্রি".....




এই তোমার জন্য একটা গিফট আছে, তুমি কি নেবে?
ওকে দিচ্ছি! কিন্তু আগে তুমি ঘুমাও।
কারন আমার গিফট টা হলো "স্বপ্ন"।



মিষ্টি মিষ্টি রাত, আকাশে নেই চাঁদ
মেঘে ঢাকা আকাশ, ঠাণ্ডা ঠাণ্ডা বাতাস
ঘুমিয়ে গেছে পাখি, মিটি মিটি আলো দেয় জোনাকি
তোমাদের কে জানাই "শুভরাত্রি"



চাঁদের আলো লাগছে ভালো সাথে ঠান্ডা বাতাস
চাঁদের আলোয় জোস্না হলো জুড়ে সারা আকাশ
জোস্না আকাশে ঠান্ডা বাতাসে পাখির ঝিকিমিকি
বন্ধু আমার ঘুমিয়ে পরো "শুভ রাত্রি" লিখ।


রাত হয়েছে ঘুমিয়ে পরো কালকে কথা হবে
চন্দ্র মামা আকাশ জুড়ে জোস্না ছড়াবে।
রাতের বেলায় আলগা হওয়ায় ঘুম ঘুম চোখ
বন্ধু তোমার আজকের রাতের ঘুম টা ভালো হোক।



জবা গাছে ফুল ফুটেছে দেখতে খুব লাল
বন্ধু তোমার পাশে থাকবো চিরকাল।
মাঝ রাতেতে ঘুম ভেঙেযায় ফুলের সুঘন্ধে
রাতের বেলা ঘুমিও ভালো, ঘুমিও না মন্দে।




নিশির রাতে তোমার হাতে রাখবো আমার হাত
ঘুমিয়ে পরো সোনা আমার হয়েছে অনেক রাত।
ঘুমের পাখি ডেকে ডেকে আমার কানে কয়
ঘুমিয়ে পরো রাত হয়েছে নেইকো কোনো ভয়


Bangla Good Night SMS 2022 (গুড নাইট, শুভ রাত্রি মেসেজ)




ভয় পেওনা আছি পাশে ভেবোনা তুমি একা

চন্দ্র মামা স্বপ্নে এসে দেব তোমায় দেখা

মাথার ওপর চন্দ্র মামা আলো ছড়িয়ে আছে

সারাজীবন থাকবো সাথে তোমার পাশে পাশে।


Bengali Good Night Shayari

চোখেতে ঘুম ঘুম লাগছে নেশা নেশা

রাত্রি হলেই শুয়ে পরো নতুন স্বপ্ন দেখার আসা

রাত্রি মানেই খোলা পথে হাত ধরে চলা

রাত্রি মানেই ঘুমিয়ে পরো Good Night বলা।



আরো পড়ুন, শুভরাত্রি মেসেজ


Bangla Good Night SMS 2022 (গুড নাইট, শুভ রাত্রি মেসেজ)


Good Night Bengali SMS For Girlfriend


ঝিঝি পোকা গাইছে গান বলছে ঝিকিমিকি

বন্ধু তোমায় SMS এ Good Night লিখি

রাত হয়েছে আলগা করে চোখটা তুমি বুজো

বন্ধু এবার সপ্নতে আমায় তুমি খোঁজ.......



দিনের শেষে সূর্য ডোবার পরে গভীর রাত্রি

নিঝুম রাতে চাঁদের আলোয় হয় শুভ রাত্রি

রাতের বেলা নিঝুম রাতে করো স্বপ্নে খেলা

রাত পোহালে সকাল হলে আসবে নতুন বেলা।

....."Suvo Rat".....



Shubh Ratri Sms In Bengali


আকাশে রয়েছে কতো মিষ্টি মধুর তারা

মনটা হারিয়েছে আজ ওই চাঁদের পাড়া

চাঁদের পাড়াতে বন্ধু আমি তোমার দেখা পাই

এখন শুধু শুয়ে শুয়ে Good Night গাই।



Bangla Good Night SMS 2022 (গুড নাইট, শুভ রাত্রি মেসেজ)



Good Night In Bengali English


Everyday I spend with you is the new best day of my life. Can't wait for the morning. Good night baby. 


Goodnight my love, pleasant dreams, sleep tight my love, may tomorrow be sunny and bright and bring you closer to me.


Love is the simpler feelings, I dream every night abut you I want to capture your heart... I love you.


Oh so lucky to have you. :) You and me tonite. ;)


Sun is upset and moon is happy, bcoz sun is missing u, and the moon is gonna be with u for the rest of the night, have a wonderful night.


A day is going to end again. It is nice to have someone like U making everyday seems so great. Thank U my love and may all the angels guard you this night!

A day is going to end again. It is nice to have someone like U making everyday seems so great. Thank U my love and may all the angels guard you this night!


Good night! I shall miss you til morning.

I don't dream about you, because I can never fall asleep thinking about you.

Good night. Sleep tight. I wish you lovely dreams with all my might.




ভালো লাগলে নিজের প্রিয়জন আর বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না। ...

Thank You, Visit Again...


Tags - Bangla Sms, Bengali SMS

Tags

Post a Comment

0Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Please Select Embedded Mode To show the Comment System.*

To Top