KOSTER SMS (বাংলা কষ্টের মেসেজ) Bangla Sad Sms

Bongconnection Original Published
0


Koster SMS (বাংলা কষ্টের মেসেজ) Bangla Sad Sms


Koster SMS (বাংলা কষ্টের মেসেজ) Bangla Sad Sms



Koster SMS - দুঃখ বা কষ্ট কার জীবনে নেই বলুন ? প্রতিটা মানুষের জীবনেই আছে । সুখ আর দুঃখটা হচ্ছে অনেকটা কয়েনের এপিঠ - ওপিঠ এর মতোই । আপনার ব্যাথায় বা দুঃখে একটু সমব্যথী আমরাও । তাই আপনার জন্য নিয়ে এসেছি মন ছুঁয়ে যাওয়া কিছু বাংলা কষ্টের মেসেজ ....


Koster SMS Bangla




Koster SMS (বাংলা কষ্টের মেসেজ) Bangla Sad Sms




ফোন করি না
 কথা বলি না
 মেসেজ করি না
 তবু ও তোরে ভুলতে পারি না
 হয় তো এটাই ভালোবাসা


শুধুমাত্র পরিবারের কথা ভেবে
 বেঁচে আছে
 হাজারো জীবন্ত লাশ


প্রতিটি মানুষ কে এক জন
 মানুষ বদলে দিতে পারে
 তার ভালোবাসার মানুষ


তোর প্রতি ভালোবাসা 
 কখনোই কমেনি
 প্রতিনিয়ত বেরেই চলেছে

আমার কফিন
 বক্সের ওপরে লিখে দিও
 আবেগী ছিলাম 
 তবে বেইমান নাহ


Koster SMS Pic


Koster SMS (বাংলা কষ্টের মেসেজ) Bangla Sad Sms







বলবো না আর ভালোবাসি 
 করব না আর জোর
 -চাইলে তুই ফিরে আসিস
 এই মনের জায়গাটা শুধুই তোর

তুই খুশি থাকলেই আমি খুশি 
 দরকার হলে বলিস 
 ছেড়ে দিয়ে চলে যাব 
 তাও অভিনয় করিস না


যে চোখে অল্প সল্প বিষয় নিয়ে
 অভিমানে সিক্ত হয় 
 সেই চোখ সীমাহীন ভালোবাসা
 স্বপ্ন লালন করতে জানে

Koster SMS (বাংলা কষ্টের মেসেজ) Bangla Sad Sms



আমার মতো এতো সুখী
 নয়তো কারো জীবন 
 কি আদর স্নেহ ভালোবাসায়
 জড়ানো মায়ার বাধন


Koster SMS 2020



কারো কারো ইচ্ছে হয়তো 
 অনেক দামি আরআমার
 গুলো শুধু অযথা সংগ্রামী


অর্থের শূন্যতার চেয়ে প্রিয়জনের শূন্যতা মানুষ কে বেশি কাঁদায়

কষ্ট পেয়েও যারা চুপচাপ থাকে তাদের কষ্ট টা সত্যি অনেক বেশি

উদ্দেশ্যে ছাড়া কেউ কাছে আসে না স্বার্থ ছাড়া কেউ ভালোবাসে না এটাই বাস্তবতা


Koster SMS (বাংলা কষ্টের মেসেজ) Bangla Sad Sms


দূরত্ব কখনও কাউকে ভুলাতে পারে না এটা শুধুই ভুলার অজুহাত হতে পারে

I wish
 আমার মৃত্যুর দিন
 তোমার হৃদপিন্ডটা কেপে উঠুক



Bangla Sad SMS



Koster SMS (বাংলা কষ্টের মেসেজ) Bangla Sad Sms


ঝগড়া তো তার সাথেই মানায়
 যে সারাদিন ঝগড়া করলেও
 দিন শেষে 
 ভালোবেসে বুকে টেনে নেয় 

এই শহরে ১২টাকায় সুখ কেনা যায় 
 আবার কেউ কেউ
 ৮টাকায় ও কিনে থাকে


আরো পড়ুন, 20+ Best Bangla Sad SMS 

তোমার শূন্যতার মাঝে
 প্রত্যেক টা রাত 
 যেন এক একটা বছর





Koster SMS (বাংলা কষ্টের মেসেজ) Bangla Sad Sms




একদিন
 সবকিছু ছেড়ে চলে যাবো
 কারো বিরক্তের কারণ হবো না


Sad SMS Bangla


পুরানো Conversation
 কিছু মানুষের রাত
 জেগে থাকার কারণ


Koster SMS (বাংলা কষ্টের মেসেজ) Bangla Sad Sms


মাঝে মাঝে তুচ্ছ বিষয় 
 চোরাকাঁটার মতো মনে লেগে
 থাকে ব্যথা দেয়া নাতবে অস্বস্তি দেয়



কিভাবে কষ্ট আগলে রাখতে হয়
 সেটা একাতিত্বের 
 নীরবতা মানুষকে বুঝিয়ে দেয়

Bangla Sad SMS Pic


তুমি যাকে ভালোবাসো
 সে আগে থেকেই অন্য কাউকে
 ভালোবাসে
 তবুও তুমি তার পিছু
 ছুটে চলেছো আমাকে অবহেলা করে


Koster SMS (বাংলা কষ্টের মেসেজ)



তুই ভালো আছিস
 এটা শুনেই তো আমি ভালো আছি
 কথা বা দেখা নাইবা হলো
 অনুভূতিতে আজও তুই আমার ভেতর
 মিশে আছিস...



ভালো   সাথে শেয়ার করতে ভুলবেন না। ..
ভালো থাকুন।...
Thank You Visit Again ....


Tags - Bangla SMS

Tags

Post a Comment

0Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.
Post a Comment (0)
To Top