The Kerala Story Review, Rating, Story, IMDb: (দি কেরালা স্টোরি মুভি রিভিউ)

Bongconnection Original Published
3 Min Read

 The Kerala Story Review, Rating, Story, IMDb: (দি কেরালা স্টোরি মুভি
রিভিউ)

The Kerala Story Review, Rating, Story, IMDb: (দি কেরালা স্টোরি মুভি রিভিউ)
Loading...


The Kerala Story Review

শক বোঝেন, শক??
কোনোদিন জীবনে একটা শক এক্সপেরিয়েন্স করেছেন কিনা জানি না , কিন্তু এই সিনেমা
যেটা নিয়ে আবার আসমুদ্রহিমাচল উত্তাল, সেটা দেখার পর আমার আপনার সবার জন্য
একটা জোরদার শক লাগবে ! একটুও বাড়িয়ে বলছি না ।

The Kerala Story Star Cast

Loading...
Adah Sharma, Yogita Bihani, Siddhi Idnani, Sonia Balani &
Devadarshini

& others.
Director – Sudipto Sen
আমাদের দেশের মধ্যে ভগবানের নিজের দেশ কেরালাতে কিভাবে একটা জানোয়ার সংগঠন
নিজেদের নোংরা লক্ষ্যের জন্য হিন্দু আর ক্রিস্টিয়ান মেয়েদের টার্গেট করতো ,
সেইটা নিয়ে বিষয়বস্তু । সেখানে কিভাবে হিন্দু এবং কমিউনিস্ট ঘর থেকে আসা
মেয়েদের ট্র্যাপে ফেলতো, সেই আর্ট যারা জানে না, তারা এই মুভি দেখে সেটার একটা
আইডিয়া করতে পারবেন । 


The Kerala Story Review, Rating, Story, IMDb: (দি কেরালা স্টোরি মুভি রিভিউ)
এবং জোর গলায় বলে রাখছি, বিরাট বড় শক খাওয়ার জন্য তৈরি থাকবেন ! 
কারণ সিনেমায় যা দেখানো হয়েছে, এর থেকে র ওয়েতে আগে কোনোদিন একটা বিশেষ
কাল্টের চিত্র মূলধারার বলিউড মুভি দেখায়নি । পরতে পরতে আপনার চিরকালীন
ধ্যানধারণা আঘাত খাবেই । 
ছোটো থেকে বাড়ির বাচ্চা, কিংবা বলা ভালো, মেয়েদের হিন্দু ধর্মের বিভিন্ন আচার
আর তার কারণ সম্পর্কে না জানালে এবং তার সাথে ইতিহাস না পড়ালে আপনাদের বাড়ির
মেয়েরা নিজেদের কালচার আর ধর্ম সম্বন্ধে অজ্ঞ থেকে যাবে যেটার ফল মারাত্মক
হবেই । নিজেদের ধর্ম সম্পর্কে তুচ্ছ তাচ্ছিল্য করা কিংবা অবজ্ঞা করাটা মোটেও
কুল নয় বরং ওটা আমাদের লজ্জা যেটার পরিণাম খুব খারাপভাবে চুকাতে হয় ।

The Kerala Story Review, Rating, Story, IMDb: (দি কেরালা স্টোরি মুভি রিভিউ)

The Kerala Movie Story

স্মরণকালের মধ্যে কাশ্মীর ফাইলসের মত কালজয়ী মুভির একটা লাইন যেমন আমাদের মুখে
মুখে ঘোরে,
 “Sarkar unki hein magar system hamara hein” , ঠিক তেমনি এই মুভির অনেক
স্মরণীয় লাইন পরবর্তী কালে আমাদের মুখে মুখে ঘুরবে । তবে এদের মধ্যে সবচেয়ে
প্রিয় একটা লাইন যেটা আমার ব্যক্তিগত ভাবে মন ছুঁয়ে গেছে , সেটা হলো, ” Papa,
iske lige apbhi jimmedar hein. Puri jindegi ap bideshi ideology sikhate
gein, lekin hamari khud ka religion aur culture ke bare me kabhi bhi kuch
nehi sikhaya apne.”!
বাঙালি ডিরেক্টর সুদীপ্ত সেনকে ধন্যবাদ এরকম একটা স্টোরি নিয়ে বলিউডের
মেইনস্ট্রিম মুভি করার জন্য । মিলিয়ে নেবেন, আপনার এই প্রয়াস বিফলে যাবে না
। 
এবং আপনাদের জন্য আর কোনো স্পয়লার অ্যালার্ট দেবো না । শুধু একটাই অনুরোধ
করবো, কোনো ভুলভাল রিভিউ না পরে আগে মুভিটা একবার গিয়ে দেখুন খোলা মনে । তারপর
হল থেকে বেড়িয়ে নিজেই বুঝবেন নিজের এতদিনকার ধ্যানধারণা কিভাবে আঘাতপ্রাপ্ত
হয় !
ওই যে বললাম, শক খাওয়ার জন্য রেডি থাকবেন !
Tags –
Movie Review, The Kerala Story, Adah Sharma

Share This Article