Dasara Movie Review, Rating, Story – কেমন হলো Nani অভিনীত Dasara ? রিভিউ

Bongconnection Original Published
4 Min Read

 Dasara Movie Review, Rating, Story – কেমন হলো Nani অভিনীত Dasara ?
রিভিউ 

Dasara Movie Review, Rating, Story - কেমন হলো Nani অভিনীত Dasara ? রিভিউ
Loading...


Dasara Movie Review, Rating

যারা একে পুষ্পা ও কেজিএফ এর কপি বলেছিলো তাদের চেহারা টা একবার দেখতে চাই ।
পুষ্পা বলো বা কেজিএফের সঙ্গে এর ব্যবধান হলো পুষ্পা কেজিএফ focus হিরো উপর আর
Dasara তে focus আছে story উপর । হে নানির চরিত্র ধরনীর সঙ্গে একটু আধটু মিল
আছে Rangasthalam এর চিটি বাবু ও পুষ্পার সঙ্গে কিন্তু গল্প পুরো আলাদা
।  

Dasara Movie Star Cast

Loading...
Nani, Keerthy Suresh, Dheekshit Shetty, Zarina Wahab
& others.
মুভির উপর 38 cut লাগিয়েছে Censor board তবু এই মুভিতে violence 10% ও কমেনি ।
এতটা রক্তারক্তি আছে তাই বলছি বাচ্চাদের দূর রাখো এই মুভি থেকে। 


গল্প যদি বলতে যাই তা হলো গল্পে ধরণী , ভিনলা ও ধরণীর বন্ধুর সুরির মধ্যে love
triangle আছে দোস্তির খাতিরে ধরণী সরে যায় কিন্তু এরমধ্যে ঘটে একটি অঘটন ঘটে
যা গল্পটি কে পুরো 360° বদলে দেয় । একদম clear cut বলতে গেলে একটি মানুষ বহু
বছর ধরে অন্যায় সহ্য করতে করতে একদিন উঠে দাঁড়ায় আর শক্রদের গাঁজর মূলার মতো
কেটে ফেলে । 

Dasara Movie Story

তাতে কি হয়েছে পুষ্পার গল্প ও তো এরকমই সহজ ছিলো, আসল ব্যাপার হলো উপস্থাপনা
আর যে ভাবে পরিচালক শ্রীকান্ত গল্পটি উপস্থাপন করেছে তা এক কথায় fabulous ।
একটি সিন আছে মুভিতে ধরনী একটি ব্যক্তির গলা কাটে এটা যে ভাবে দেখানো হয়েছে…
উফ্ ! আমার লোমগুলো খাঁড়া হয়ে যাচ্ছে বারবার । তা অবশ্য bgm টি ও কিন্তু
মারাত্মক প্রভাব ফেলেছে সিনগুলোতে । 
Also read,


নানির Jursey তার বেস্ট মুভি ছিলো এখন Dasara হলো নানির বেস্ট মুভি । যে ভাবে
নানি ধরণীর চরিত্রে অভিনয় করেছে তাকে বলে অনবদ্য । আর end fight scene এ ধরণী
পুরো beast হয়ে যায় , এরপর আসে কীর্তি চরিত্র ভিনলা, ওর চরিত্র পুষ্পাতে
রাশমিকার চরিত্র শ্রীবলীর মতো নয় । Unlike Srivali Vennela has her own
importance in movie ভিনলা ও সুরির মধ্যে ভালোবাসা বেশ ভালো লাগে আর সুরি
চরিত্রে যে অভিনয় করেছে দীক্ষিত শেঠি সে অনেক সিনে নানি ও কীর্তি কে ও surplus
করে ফেলে । 

Dasara Movie Review In Bengali

ভালো দিক তো হয়ে গেলো কিন্তু খারাপ দিক বা ভিলেন , এর বেলা কি ? 
Shine Tom Chacko , he totally nailed it , এমন কোনো সিন নেই যেখানে দর্শক তাকে
ঘিন্না করবে না 
নানি বলেছিলো শ্রীকান্ত next big thing হবে ভারতীয় সিনেমার , তিনি ভুল বলেন নি
, তার পরিচালনায় ৫% খামি আছে কিন্তু এটা ও মনে রাখতে হবে যে এটা তার প্রথম
মুভি আর যে ভাবে সে তৈরী করেছে মুভিটি… , overall পুরো মুভিটি RAW 
মুভিতে নিগেটিভ বলতে ওই আরকি যা সাউথ মুভিতে প্রায় সময় থাকে , ওই মানে হিরো
শুধু মারছে আর গুণ্ডারা হিরো কে স্পর্শ করতে পারে না । 
আর মুভিতে নানির কাজ সবাইকে over shadow করে দেয় ।

Share This Article