Jalshamoviez 2023 - Jalshamoviezhd website Bollywood, Bengali, South Indian Movies, Web Series

Bongconnection Original Published
0

Jalshamoviez 2023 - Jalshamoviezhd website Bollywood, Bengali, South Indian Movies, Web Series 

Jalshamoviez 2023 - Jalshamoviezhd website Bollywood, Bengali, South Indian Movies, Web Series


Jalshamoviez HD 2023

সিনেমা এবং TV শো এর Piracy ভারতসহ পৃথিবীর বিভিন্ন দেশে বেশ জনপ্রিয় এবং বেআইনি Online ব্যাবসা । এই ধরনেরওয়েবসাইট গুলো মূলত কপিরাইট যুক্ত Bollywood Movies, Bengali Movies এবং Tv Shows গুলো বেআইনি ভাবে তাদের নিজস্ব ওয়েবসাইটে বিনামূল্যে আপলোড করে । যার ফলে বিভিন্ন ফিল্ম ইন্ডাস্ট্রি ব্যাপক ক্ষতির সম্মুখীন হয় । যদিও সরকার বিভিন্ন ভাবে এই ধরনের ওয়েবসাইট গুলো বন্ধ করার জন্য বিশেষ আইন কার্যকরী করার চেষ্টা চালাচ্ছে । কিন্তু ইন্টারনেটের এই বিপুল পরিসরে এই ধরনের ওয়েবসাইট গুলোকে সম্পূর্ণ রূপে বন্ধ করা এক কঠিন কাজ । এই ধরনের বেআইনি সাইটগুলো যেমন Jalshamoviez Hd ঠিক কিভাবে কাজ করে চলুন তার ব্যাপারে একটু আলোচনা করা যাক । 

About JalshaMovies 

JalshamoviezHd মূলত পরিচিত বিভিন্ন ধরনের Hindi Movies, Bengali Movies, Web Series ডাউনলোড এর জন্য । এই ওয়েবসাইটে কয়েকশো পেজ রয়েছে যেখানে হাজারো Bengali Movies, Hindi Dubbed Hollywood Movies, Telegu Movies রয়েছে । সেই সাথে Telegu, Bengali, Tamil এর মতো বিভিন্ন আঞ্চলিক ভাষার Tv Show । সেই সাথে Jalshamoviez বিভিন্ন sports এবং music video ও বেআইনি ভাবে তাদের ওয়েবসাইটে আপলোড করে । 

Jalshamoviez 2023 - Jalshamoviezhd website Bollywood, Bengali, South Indian Movies, Web Series



Other Torrent Sites Like Jalshamoviez

Tamilrockers, Filmywap, Filmyzilla, Pagalworld, Kuttymovies, Skymoviez, mp4moviez, Movierulz, Coolmoviez.


Action Against This Sites :

ইতিমধ্যেই জলসা মুভিজ এর বিভিন্ন সাইট সরকারি ভাবে বন্ধ করার নির্দেশ দেওয়া হয়েছে । যাতে এই piracy সংখ্যা কিছুটা হলেও নিয়ন্ত্রণ করা যায় । যদিও এখন ও অব্দি এই সাইটের মালিকের বিরুদ্ধে কোন আইনি ব্যাবস্থা গ্রহণ করা হয়নি । সরকারি নিয়ম অনুযায়ী যারা এই ধরনের সাইট থেকে বিভিন্ন ধরনের কন্টেন্ট ডাউনলোড করবেন তাদের বিরুদ্ধেও শাস্তি ঘোষণা করা হয়েছে । 

 Labels & Sections :


Bengali movies, Bollywood Movies, South Indian Movies, Hollywood Hindi Dubbed Movies, South Indian Hindi Dubbed Movies, Marathi Movies, Punjabi Movies, Pakistani Movies, Bangladeshi Movies, All Tv Shows, Kanada Movies, Trailer and Songs .

Jalshamoviez 2023 - Jalshamoviezhd website Bollywood, Bengali, South Indian Movies, Web Series


Movies Leaked By Jalshamoviez :

জলসমুভিজ নিয়মিত বিভিন্ন ধরনের সিনেমা থেকে শুরু করে Tv Shows তাদের ওয়েবসাইটে আপলোড করে ।এছাড়াও বিভিন্ন Hollywood Movies এবং ভারতের বিভিন্ন জনপ্রিয় Tv Shows The Kapil Sharma Show, Big boss, Nagin, Magic Girl, তাদের ওয়েবসাইটে আপলোড করে থাকে । 

Jalshamoviez 2023 - Jalshamoviezhd website Bollywood, Bengali, South Indian Movies, Web Series


How Popular Is Jalshamoviez ?


ওয়েবসাইট Rank নিয়ামিক ওয়েবসাইট Alexa র হিসেব অনুযায়ী এই সাইটে প্রতিদিন কয়েক মিলিয়ন মানুষ ভিজিট করে । গত কয়েক মাসে Alexa Rank 907424 থেকে কমে 79,619 হয়েছে । তাহলে ভাবুন প্রতিদিন কত লক্ষ মানুষ এই ওয়েবসাইটে ভিজিট করেন । এবং বিভিন্ন তথ্য অনুযায়ী প্রতিটি ভিজিটর প্রায় 4 মিনিট সময় এই ওয়েবসাইটে অতিবাহিত করেন । এবং যার ফলে প্রতি মাসে প্রায় কয়েক কোটি টাকা এই ওয়েবসাইট মালিকের আয় করেন । ভাবুন, একটা বেআইনি ওয়েবসাইট বানিয়ে তারা কোটি কোটি টাকা আয় করেছেন কিন্তু ক্ষতি হচ্ছে সেইসব প্রযোজক সংস্থার মালিকদের, যারা কোটি কোটি টাকা ব্যায় করে ভালো ভালো সিনেমা কিংবা Tv Shows বানাচ্ছেন । এতে শুধুমাত্র একটি প্রযোজনা সংস্থার ক্ষতি হচ্ছেনা , সেও সাথে ক্ষতি হচ্ছে পুরো ইন্ডাস্ট্রির এবং সেই সাথে জুড়ে থাকা হাজার হাজার মানুষের । যাঁরা সেই সংস্থায় কাজ করছেন ।

 Estimated Value Of JalshamoviezHd


Worthofweb নামক একটি ওয়েবসাইট আয় নিয়ামক সস্থার রিপোর্ট অনুযায়ী জলসা মুভিজ নামক এই সাইটের সর্বমোট Value প্রায় $70,059 ডলার । এই আয় তারা তাদের ওয়েবসাইটে বিভিন্ন ধরনের Display Advertisement, Popup ads থেকে করে থাকে । এই ধরনের ওয়েবসাইট গুলো যে শুধুমাত্র Piracy করছে তা নয় বিশ্বব্যাপী Advertising Market এও এর ব্যাপক ক্ষতি হচ্ছে । কারণ, এইসব বেআইনি ওয়েবসাইট তাদের আয়ের এক টাকাও সরকারকে ট্যাক্স হিসেবে জমা করে না । কারণ এর সম্পূর্ণ টাকাই ব্ল্যাক মানি হিসেবে জমা হয় । 

তাই প্রিয় পাঠক/পাঠিকা আপনাদের প্রতি অনুরোধ এই ধরনের বেআইনি ওয়েবসাইট থেকে দূরে থাকুন । কারণ এই ধরনের ওয়েবসাইটের জনপ্রিয়তা না কমালে আমরা হয়তো Internet এর একটি Piracy জগতের মধ্য বিচরণ করতে থাকবো । আর দীর্ঘ ক্ষতির ফলে বিভিন্ন প্রযোজনা সংস্থা ভালো মানের কন্টেন্ট বানানো থেকে দূরে থাকবে । এতে আমি আপনি আমরা সকলেই ভালো মানের Movies,Tv Shows গুলো আর হয়তো দেখতে পাবো না ।


Tags - Jalshamovies, Movie Download Site, Bengali Movies, Bollywood Movies

Post a Comment

0Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.
Post a Comment (0)
To Top