RRR Song Naatu Naatu Wins Oscar 2023 – অস্কার পেল RRR সিনেমার নাটু নাটু গানটি

Bongconnection Original Published
2 Min Read

RRR Song Naatu Naatu Wins Oscar 2023 – অস্কার পেল RRR সিনেমার নাটু নাটু
গানটি
 

RRR Song Naatu Naatu Wins Oscar 2023 - অস্কার পেল RRR সিনেমার নাটু নাটু গানটি
Loading...


Naatu Naatu Oscars 2023

আজ সমগ্র ভারতবাসীর গর্বের দিন। “Natu Natu” গান পেল সেরা মৌলিক গানের
অস্কার। এর পাশাপাশি সেরা ডকুমেন্টারি ( নেটফ্লিক্স)  এর শিরোপা পেল,
কার্তিকী গঞ্জালবেজ এর এক অনাথ হাতির গল্প  “দ্য এলিফেন্ট হুইসপারার্স”(The elephant whisperers)     গুলজারের  পরে আবার ভারতে এল জোড়া অস্কার। 
এবার আসি আসল কথায়, সাউথের মুভি বার বার এটা প্রমাণ করে যে সত্যিই ক্রিয়েটিভ
কিছু করে দেখানোর ধক আছে তাদের। অস্কার প্রাপ্তিটা এই ইন্ডাষ্ট্রি কে ঠেলে দিল
বিশ্বের দরবারে,  বিশ্ব মঞ্চে। একি কম কথা?  বলিঊড এর এত অর্থ, 
গ্ল্যামার তো পারেনি। এরা করে দেখাল। 
এবার হয়তো মারভেল আর রাজা মৌলির জুটি দেখা যেতে পারে অদূর ভবিষ্যতে।

 RRR Wins Oscar

Loading...
FB IMG 1678689899302

দেখুন নাটু নাটু গানটি 

RRR Oscar News

কিছু তথ্য
—————
মোট আটবার ভারতে নানা সময়ে অস্কার এসেছে। তবে জোড়া পুরষ্কার এই প্রথম। টাইম
মেশিনে সওয়ার হয়ে চলো জেনে আসি সেই অতীতের সময় সম্পর্কে।
১. ভানু আথাইয়া ( ১৯৮৩) : গান্ধী সিনেমার পোশাক পরিকল্পনার জন্য
২. সত্যজিৎ রায় (১৯৯২) : সারাজীবনের কাজের জন্য বিশেষ সন্মান
৩. এ আর রহমান (২০০৯) : স্লামডগ মিলিয়েনিয়ার ছবির জয় হো গানের জন্য
৪. রসূল পুকুট্টি (২০০৯) : স্লামডগ মিলিয়েনিয়ার ছবিতে সাউন্ড মিক্সিং এর জন্য
৫. গুলজার (২০০৯) : স্লামডগ মিলিয়েনিয়ার ছবির জয় হো গানের জন্য।
৬. কার্তিক গঞ্জালেস (২০২৩) : The elephant whisperers ছবির জন্য সেরা
সল্পদৈর্ঘ্যের তথ্যচিত্র বিভাগে।
৭. এম এম কিরাভানি (২০২৩) : RRR ছবির নাটু নাটু গানের জন্য।
১০. চন্দ্রবোস (২০২৩) : RRR ছবির নাটু নাটু গানের জন্য।
Also read,

Tags –
RRR,
Oscar, Naatu Naatu,
Rajamouli

Share This Article