RRR Movie Review, Rating, Story | RRR ভারতীয় সিনেমার শ্রেষ্ঠ ছবি | S S Rajamouli, NTR

Bongconnection Original Published
6 Min Read

 RRR Movie Review, Rating, Story | RRR ভারতীয় সিনেমার শ্রেষ্ঠ ছবি | S S
Rajamouli, NTR

RRR Movie Review, Rating, Story | RRR ভারতীয় সিনেমার শ্রেষ্ঠ ছবি | S S Rajamouli, NTR
Loading...


RRR Movie Review 


প্রথমে ভয় আসে, তারপরে খুব আসে খুব ভয়, তারপর হল S.S. Rajamouli
সিনেমা রিভিউ দেওয়া।

আগেই বলে দিচ্ছি স্পয়লার ফ্রি , যতটা একেবারেই না বললে নয় ততটাই বলব।
ট্রেইলার এ যথেষ্ট গল্প বলে দেওয়া হয়েছে।
 ছবিতে তিনটে main character
1. The stoRy
2. The FiRe
3. The wateR


1)stoRY – স্কট স্যার আদিলাবাদ থেকে যেই বাচ্চা মেয়ে টিকে তুলে নিয়ে যান

2)fiRe – Alluri Sitarama Raju aka Ram charan ব্রিটিশ ইন্ডিয়ান police
3)wateR – Komaram Bheem aka Tarak the Savior of tribe girl


সিনেমার সেন্ট্রাল থিম অবশ্যই Independance । ছবির প্রথমার্ধে NTR কে কেন্দ্র
করেই গল্প লেখা হয়েছে ।
আদিলাবাদ এর ছোট্ট গ্রাম থেকে এক ইংরেজ দম্পতি জোর করে
একটি বাচ্চা মেয়েকে তুলে নিয়ে যায় । আর তাকে খুঁজতেই দিল্লির শহর তোলপাড় করে
দেয় NTR । সে কি পারবে মেয়েটিকে আবার ফিরিয়ে নিয়ে যেতে ? নাকি ইংরেজদের
অত্যাচারে শেষ হয়ে যাবে একটি নিষ্পাপ শিশু ?


ছবির দ্বিতীয়ার্ধে দেখা যায় Ramcharan তার বাবার স্বপ্ন এবং তাকে দেওয়া কথা
পূরণ করতে ব্রিটিশ সেনাবাহিনী তে যোগদান করেছে । তবে কি সেই স্বপ্ন ? সেটা
জানতে থিয়েটারে জেতে হবে ।




RRR Movie Cast

Loading...
Jn. NTR, Ramcharan, Alia Bhatt, Ajay Devgan, Olivia Morris, Ray
Stevenson, Shriya Saran, Rahul Ramakrishna
& others.
Rating – 4.5 /5
IMDb Rating – 9.2/10



Vijayendra Prasad এর স্টোরি ওয়ান লাইন ন্যারেটিভ, সিম্পল ও ফিকশনাল এবং
এখানেই দাড়িয়ে আছে পরিচালক এস এস রাজমৌলির অসামান্য অনবদ্যতা । 

ভারতীয় সিনেমার ইতিহাসে এই প্রথম কোন ছবিতে এত বিশ্বমানের VFX রয়েছে। এই ছবি
দাঁড়িয়ে আছে শুধুমাত্র  এস এস রাজামৌলির ভিশন এবং দূরদর্শিতার ওপর । 

সত্যিই একটা মানুষ কিভাবে এই রকম ছবি বানাতে পারেন তা রাজামৌলির ব্রেনের ভেতরে
ঢুকে দেখার ইচ্ছে আছে 😀 ।


 Hollywood এ যদি Christopher Nolan এবং
Jack Snyder এর মতো ডিরেক্টর থাকে । তবে গর্বের সাথে বলতে পারি আমাদের
দেশে S S Rajamouli আছে ।




ইমোশন পরিচালক রাজামৌলির সবচেয়ে strongest zone,  যে কোনো সম্পর্ক, তা
বন্ধুত্বের হোক বা শত্রুর অথবা পিতা পুত্রের  কিংবা স্বামী স্ত্রীর
সবকিছুতেই প্রাণ ঢেলে দিয়েছেন তিনি। মাইথলজিকাল রেফারেন্স , আমাদের দেশের
গৌরবময় সংস্কৃতি এই সবকিছুর প্রদর্শন ছবিতে এমনভাবে হয়েছে, সিনেমাকে যা অন্য
উচ্চতায় নিয়ে যায়। এস এস রাজামৌলি কে নিয়ে লিখতে শুরু করলে হয়ত রিভিউ কম
ওনাকে নিয়ে পুরো পোস্ট টি হবে, but he deserves every bit of it.

RRR Movie Review, Rating, Story | RRR ভারতীয় সিনেমার শ্রেষ্ঠ ছবি | S S Rajamouli, NTR

RRR Movie Review In Bengali


এবার আসি বাকি department এ,
 Performances : 

Jr Ntr and Ram charan both gave their Career best performance. রাম চরন এর
চোখের আগুন এবং Jr NTR এর ইনোসেন্স দুটোই মুগ্ধ হয়ে দেখেছি। In true sense
it’s the best two hero Film. বিশেষত ভীমের চরিত্রে NTR এর এন্ট্রি সিন দেখে
গায়ের লোম দাঁড়িয়ে যায় ।

অন্যদিকে Ramcharan এর প্রথম দৃশ্য দেখার সময় গায়ে কাঁটা দেয় । পুরো ছবি জুড়ে
দুজনের এক্সপ্রেশন জাস্ট দেখার মতো । 

গাঙ্গুবাই আলিয়া ভাট (Alia Bhatt) এর স্ক্রিন টাইম এই ছবিতে একদম কম ।
সব মিলিয়ে হয়তো 15 মিনিট হবে । তবে সীতার চরিত্রে আলিয়া দারুন । তার ইনসেন্স
এবং গ্ল্যামার দুটোই তাক লাগিয়ে দেয় । তবে ঘটনা হলো, আলিয়া র চেয়ে ব্রিটিশ
মেয়েটির স্ক্রিন টাইম বেশি । যে কিনা ভীমের বিপরীতে অভিনয় করেছে । কি অদ্ভুত
সুন্দর লাগছিল বৃটিশ মেয়েটি ও NTR এর কমেডি কাম রোমান্স । 

Sabu Cyril এর Production design অবশ্যই distinction marks deserve করে,
হাতের ঘড়ি থেকে শুরু করে রাস্তা ঘাট, গাড়ী, ল্যাম্প পোস্ট Each and
everything in British Era.
রামা রাজামৌলির কস্টিউম স্পেশাল মেনশন ডিজার্ভ করে।


কে কে সেন্থিল কুমার এর সিনেমাটোগ্রাফি আউট অফ দা পার্ক। হাকিয়ে হাকিয়ে ছয়
মেরেছেন বলে বলে, প্রত্যেক টা ফ্রেম অসাধারণ, আগুন এবং জলের Culmination is
ট্রিট টু দা আইস।

এম এম কীরাভানির গান এবং background music নিয়ে কি লিখব বুঝে উঠতে পারছি না,
he deserves another National award, এত Goosebumps দিয়েছেন তিনি।


হিন্দিতে সংলাপ লিখেছেন রিয়া মুখার্জী, উনি বাঙালি , এবং    সংলাপ
অসাধারণ।

হিন্দি ডাবিং  ভাল, specifically Jr.Ntr নিজেই ভয়েস ওভার দিয়েছেন হিন্দি
তে ,এবং তার উচ্চারণ খুবই ভাল।

Ram Charan এর ডিকশন এ যদিও improvement দরকার আছে, still a lot better than
Prabhas.

অ্যাকশন কোরিওগ্রাফি , ডিজাইন এবং স্টান্ট বলার অপেক্ষা রাখে না, দারুন।

তবে কি নেগেটিভ কিছু নেই হ্যাঁ আছে অবশ্যই,

সেকেন্ড হাফ এ একটু সামান্য ডিপ আসে , but again the name is  S.S
Rajamouli
হাই পয়েন্ট দিয়ে আবার ছবি ব্যাক করে, যে আপনি ভুলেই যাবেন।


রিলিজের প্রথম দিনেই এই ছবির কালেকশন 124 কোটির ও বেশি । এক অন্য রেকর্ড যে
RRR  তৈরি করতে চলেছে তা বলাই বাহুল্য । 

থিয়েটার জুড়ে এক উৎসবের আমেজ । মাল্টিপ্লেক্স হোক বা সিঙ্গেল স্ক্রিন, সব
জায়গাতেই উৎসব । টিকিট পেতে হয়তো আপনাকে একটু বেগ পেতে হতে পারে । তবে অবশ্যই
থিয়েটারে গিয়ে সিনেমাটি দেখুন । বাড়িতে ছোট বাচ্চা থাকলে তাকেও নিয়ে যান ।
অসম্ভব আনন্দ পাবে । 

এই ধরনের সিনেমা দেখা একটা আলাদাই এক্সপেরিয়েন্স । যা মিস করাটা ঠিক নয় । 




Tags –
Movie,
RRR, Rajamouli,
Alia Bhatt

Share This Article