Gangubai Kathiawadi Movie Review, Rating, Story : Alia Bhatt’s Best Performance Ever

Bongconnection Original Published
5 Min Read

 Gangubai Kathiawadi Movie Review, Rating, Story : Alia Bhatt’s Best
Performance Ever

Gangubai Kathiawadi Movie Review, Rating, Story : Alia Bhatt's Best Performance Ever
Loading...

Gangubai Kathiawadi Review

Loading...
পরিচালক : সঞ্জয় লীলা বনশালী
“Gangu Chand Thi… Aur Chand Hi Rahegi…”
 সিনেমা শুরু হয় এই কথাটা দিয়ে। গঙ্গু স্ক্রীনে আসার আগে আমরা জানতে
পারি তার প্রভাবের কথা। তারপর শুরু হয় গল্প। গঙ্গা কাথিয়াওয়াড়ির গঙ্গুবাঈ
কোঠেওয়ালি হওয়ার গল্প। ৫০শের দশকের বোম্বাইয়ের কামাঠিপুরার নিষিদ্ধ পল্লীও
যেন বনশালীর ফ্রেমে কোনো পেন্টিংএর মতো সুন্দর। এ কামাটিপুরা ‘সালাম বোম্বের’
কামাটিপুরা নয়, বনশালীর কামাটিপুরা। চলটা ওঠা দেওয়াল, দেশলাইএর কুপির মতো ঘর,
সারি সারি মহিলা রাস্তার দুদিকে দাড়িয়ে হাতছানি দিয়ে ডাকছে তবে এই
সৌন্দর্যের মধ্যেও পরিচালক তাদের জীবনের নির্মমতার জীবনী এঁকেছেন। তাদের চোখের
শূণ্যতা ধরা পড়েছে ক্যামেরায়। বেশ অনেকবার আমার চোখে জল এসেছে। কিছু দৃশ্য
এতোটাই করুণ আর হৃদয়স্পর্শী। খুব ভালো লেগেছে যেভাবে সঞ্জয় ৫০ দশকের বলিউড
ছবির পোস্টার ব্যবহার করেছেন সেই সময় বোঝাতে। সবকটা ব্যবহৃত পোস্টারের সেই
দৃশ্যে অন্তর্নিহিত অর্থ আছে। বনশালীর ভিসুয়াল গ্রামার সবসময়ই প্রশংসার দাবী
রাখে।


Gangubai Kathiawadi Movie Star Cast

Alia Bhatt,
Ajay Devgan, Shantanu Maheshwari, Vijay Raaj, Huma Qureshi,
Jim Sarbh

& others.
Rating – 7.5/10
            IMDb Rating -. 4.2/10 
                 
 
সুদীপ চট্টোপাধ্যায়ের অসাধারণ ক্যামেরার কাজ মনে থেকে যায়। কি অদ্ভুত সব
ফ্রেম। একটা দৃশ্যে কামাটিপুরার সকল পতিতা মোমবাতি হাতে ব্যবসার জন্য দাঁড়ায়
কারণ লোর্ডশেডিং হয়ে যায় (ট্রেলারের ওপেনিং সীন) ভীষণ সুন্দর লাগে সেই দৃশ্যে
ক্যামেরার কাজ। সুব্রত চক্রবর্তী আর অমিত রায়ের প্রোডাকশন ডিজাইনে যেন
পঞ্চাশের দশকের বোম্বাই ধরা দিয়েছে।


পার্শ্ব চরিত্রে সকলেই অনবদ্য। শান্তনু মাহেশ্বরীর ডেবিউ সিনেমায় সে ভীষণ
সাবলীল। তার মুখের একটা চার্ম আর সারল্য আছে যেটা পরিচালক মহাশয় সুন্দর কাজে
লাগিয়েছেন। বিজয় রাজ স্বল্প পরিসরে নিজের জাত চিনিয়েছেন। ঠিক তেমন জিম সারভ।
দারুণ লেগেছে সীমা পাহওয়াকে ম্যাডাম হিসেবে কাস্ট করার ডিসিশন। উনি যে একজন
অসামান্য অভিনেত্রী আর শুধু ছোটো শহরের মেসেজ ড্রিভেন সিনেমায় হিরো/হিরোইনের
মা হওয়া ছাড়াও অনেক রূপ নিতে পারেন সেটা উনি বুঝিয়েছেন। গঙ্গুর প্রিয়
বান্ধবী ও সহমর্মীর চরিত্রে ইন্দিরা তিওয়াড়ি নিজের ছাপ রাখেন। আর রিয়েল লাইফ
গ্যাংস্টারের চরিত্রে অজয় দেবগণ যে কতটা ডিপেন্ডেবল ‘Company‘ থেকে ‘Once Upon A Time in Mumbai‘ তে সেটা জানাই যায়। করিম লালার চরিত্রে যে swag আর charisma প্রয়োজন ছিল
বোধহয় অজয়ের কাছে সেটা কেক ওয়াক। এতো দারুণ অভিনেতা কেন যে ভুজ ফুজ করেন কে
জানে!
Gangubai Kathiawadi Movie Review, Rating, Story : Alia Bhatt's Best Performance Ever
আলিয়া ও ও আলিয়া! অনুরাগ কাশ্যপ সিনেমাটি দেখে বলেছেন, “Alia is the new Bachchan“. অত্যুক্তি কি না জানি না তবে এতো দারুণ সহ অভিনেতা থাকা সত্ত্বেও প্রায়
সিনেমার প্রতিটি ফ্রেম গঙ্গুকে ঘিরেই। আর প্রতিটি ফ্রেমে জ্বল জ্বল করেছেন
তিনি। তার অভিনয়ের সুর এক মুহূর্তের জন্যেও কাটে নি। তার কাস্টিং নিয়ে যারা
কেন কিন্ত করছিল সবার মুখে কুলুপ এটেছেন নিজের অভিনয় দিয়ে। ষোলো বছরের
নিষ্পাপ প্রাণচ্ছল গঙ্গা থেকে গঙ্গুবাঈ কাথিয়াওয়াড়ি, প্রেসিডেন্ট অফ
কামাটিপুরা এর এই যাত্রার যে পরিবর্তন তার পরতে পরতে তাক লাগিয়েছেন তিনি।
এতোবার প্রমাণ করা সত্ত্বেও এখনও লোকে তার অভিনয় নিয়ে সন্দেহ প্রকাশ করে,
তিনি আবার প্রমাণ করেছেন যে তিনি এই মুহূর্তে ভারতবর্ষের সেরা অভিনেত্রীদের
একজন তা লোকে যতই তার ব্যাকগ্রাউন্ডের জন্য তাকে ঘৃণা করুক। সিনেমার প্রশ্ন
আসলে শুধু অভিনয়ই শেষ কথা বলে। বনশালীর পৃথিবীকে বাস্তব রূপ দিতে যে কনভিকশন
লাগে তিনি তা যথাযথ তৈরী করতে পেরেছেন। 

Gangubai Kathiawadi Movie Review In Bengali

আর এতো সুন্দর একটা diverse অ্যালবাম। প্রত্যেকটা গান সঠিক সিচুয়েশনে রাখা
হয়েছে আর সেগুলো ন্যারেটিভকে এগিয়ে নিয়ে গেছে। আমার সব থেকে প্রিয় নীতি
মোহনের কন্ঠে ‘মেরী জান’। উঠলিংকে সুন্দর কাজে লাগিয়েছেন সঙ্গীত পরিচালক
বনশালী। তিনি যে একজন হিন্দি সিনেমা ফ্যান বোঝা গিয়েছে যেভাবে গানে সেই
সময়কার গানের ধরণের ছাপ পড়েছে। কিশোর কুমারের প্রসিদ্ধ উডলিং বা এই গানটার
ধরণের ওপর ৫০শের দশকের ‘Ao Huzoor Tumko’, ‘Aiyein Meherbaan’ or ‘Yeh Hain Reshmi Zulfo Ka‘ মতো গানের প্রভাব। 
হুসেন জাইদির লেখা ‘Mafia Queens of Mumbai‘ এ গঙ্গুবাঈ এর জন্য বরাদ্দ
ছিল মাত্র তিরিশ পৃষ্ঠা। বনশালীর গঙ্গুর জীবনের অনেকটাই লোককথা আর ফিকশনের
মিশেলও বটে। আবার অনেকটাই সত্যি। কামাটিপুরার প্রত্যেক ঘরে যে মহিলার ছবি
টাঙানো থাকে তাকে নিয়ে মীথের শেষ নেই আবার তার জীবনী সেই মীথের থেকে কম
ইন্টারেস্টিং নয়। তাই ২ ঘণ্টা ৩০ মিনিট এক মুহূর্তের জন্য বোর না হয়ে দেখেছি
‘Gangubai Kathiawadi’. 
 শুনলাম প্রথম দিনের কালেকশন ১০.৫ কোটি। ‘রাজি’ এর কালেকশনকেও পেছনে
ফেলেছে। বক্স অফিস যাই হোক, এই সিনেমা ও বনশালীর সিনেম্যাটিক ওয়ার্ল্ড বড়ো
পর্দায় না দেখলে সেই মজা নেই। ২০২২ প্রথমেই আলিয়া আবারও প্রমাণ করেছেন নিজের
দক্ষতা। বাকিটা অনুরাগ কাশ্যপ বলে দিয়েছেন। আর imdb তে সিনেমা রিলিজের আগেই ১
রেটিং দিলেও সেটা মিথ্যে হয়ে যাবে না।

Share This Article