Poush Sankranti 2023 Images, Wishes In Bengali - পৌষ সংক্রান্তির শুভেচ্ছাবার্তা ছবি
Poush Sankranti Wishes, Images In Bengali
শীতের মরশুমে বাঙালির অন্যতম আকর্ষণ হলো পিঠে পার্বনের উৎসব অর্থাৎ
পৌষ পার্বন বা পৌষ সংক্রান্তি । হিন্দু রীতি অনুযায়ী পৌষ মাসের শেষ
দিনে এই উৎসবটি উদযাপন করা হয় । বাঙালি প্রতিটি পরিবারে এই বিশেষ দিনটিতে বিভিন্ন
ধরনের সুস্বাদু পিঠের আয়োজন করা হয় । কুলি পিঠে, পাটিসাপটা থেকে মালপোয়া বা তেলের
পিঠে ।
ভোরবেলা পুণ্যস্নান করে পিঠে খাবার রীতি দীর্ঘদিন থেকেই বাঙালি সংস্কৃতির সঙ্গে
জুড়ে রয়েছে ।
এছাড়া বাংলার বিভিন্ন প্রান্তে এই দিনে বিভিন্ন মেলা হয় । West Bengal (পশ্চিম
বঙ্গের) শান্তিনিকেতনে পৌষ মেলা অনুষ্ঠিত হয় । তাছাড়া গঙ্গাসাগরে দূর দূরান্ত
থেকে বহু মানুষ গঙ্গাস্নান করতে উপস্থিত হন।
যদিও এই চলতি বছরে মহামারীর কারণে বিভিন্ন বিধিনিষেধ রয়েছে । তাই বলে কি বাঙালি
পৌষ পার্বনের আনন্দ থেকে দূরে থাকবে ?
তাই এই বিশেষ দিনটিতে আপনার ও আপনার পরিবারের জন্য রইলো পৌষ সংক্রান্তির বিশেষ
কিছু শুভেচ্ছাবার্তা ও ছবি । যা আপনি অনায়াসেই নিজের প্রিয়জনদের পাঠাতে পারেন
কিংবা
Facebook, What's app
এর মতো Socail Media তে পোস্ট করতে পারেন।
Poush Parbon Wishes In Bengali 2023
পৌষ সংক্রান্তি 2023 ছবি
Poush Sankranti Images In Bengali
আরো পড়ুন,
“পৌষ পার্বণ এবং মকর সংক্রান্তির জন্য
আপনি এবং আপনার পরিবারের স্বাস্থ্য,
শান্তি এবং সমৃদ্ধি কামনা করি!”
পৌষ পার্বণের মতোই আনন্দময়
হোক প্রতিটি দিন।
সুন্দর হোক তোমার জীবন,
পূরণ হোক মনের সব চাওয়া পাওয়া।
শুভ পৌষ পার্বণ
এই পৌষ পার্বণের দিনে,
মা লক্ষ্মীর আশীর্বাদ
তোমার ওপর পড়ুক।
তোমার জীবন সুখ-শান্তি
এবং আনন্দে পরিপূর্ণ থাকুক।
শুভ পৌষ সংক্রান্তি
“পৌষ এল, পৌষ এল
খুশি খুশি রব তাই,
পৌষ পার্বণের দিনে পিঠে
পেট ভরে খাওয়া চাই।
Happy Makar Sankranti”
Poush Sankranti Bengali Images
Poush Parbon Bengali Images, Wishes
পৌষ সংক্রান্তির শুভেচ্ছাবার্তা ছবি
আরো পড়ুন,