Poush Parbon / Makar Sankranti 2022 Date & Time - পৌষ সংক্রান্তি 2022 তারিখ
Poush Parbon 2022 Date & Time
বাঙালির উৎসব তার মজ্জাগত । এই যেমন শীতের এই মরশুমে বাঙালি মেতে ওঠে উৎসব আর
অনুষ্ঠানে ।
আর শীতকাল মানেই হলো পিঠে - পুলি খাওয়ার সময় । আর পিঠে - পুলি মানেই মাথায় আসে
পৌষ সংক্রান্তির কথা ।
কি তাই তো ?
তো জেনে নিন এই বছর পৌষ সংক্রান্তি কবে ।
অর্থাৎ পৌষ সংক্রান্তি তথা মকর সংক্রান্তির তারিখ ও সময় ।
পৌষ সংক্রান্তি 2022 কবে?
পৌষ পার্বন / মকর সংক্রান্তি - পৌষ পার্বন কে বাংলাদেশ ও পশ্চিমবঙ্গে
অনেকেই মকর সংক্রান্তি ও বলে থাকেন । পৌষ মাসের শেষ দিন এই উৎসব উদযাপন করা হয় ।
কলকাতায় এই উৎসবকে কেন্দ্র বিরাট গঙ্গাসাগর মেলার আয়োজন করা হয় । দেশ বিদেশের বহু
পুণ্যার্থী এই মেলায় আসেন ।
চলতি বছর অর্থাৎ 2022 এ 14 জানুয়ারি পৌষ সংক্রান্তি পালিত হবে ।
Poush Parbon / Makar Sankranti Date
January 14, Friday 2022
Name of Festivals
|
Days
|
Date of Festivals
|
|
||
পৌষ পার্বন / মকর সংক্ৰান্তি / পৌষ সংক্রান্তি
|
শুক্রবার
|
১৪ জানুয়ারি ২০২২
|
আরো পড়ুন,
Tags -
Poush Parbon, Makar Sankranti,
Poush Sankranti