Gora Web Series Review Hoichoi – গোড়ায় গলদ হলেও অনবদ্য ঋত্বিক

Bongconnection Original Published
3 Min Read

 Gora Web Series Review Hoichoi – গোড়ায় গলদ হলেও অনবদ্য ঋত্বিক

Gora Web Series Review Hoichoi - গোড়ায় গলদ হলেও অনবদ্য ঋত্বিক
Loading...

Gora Web Series Review

Loading...


‘গোড়ায় গলদ’ হয়তো এরকমই কিছু ধারণা নিয়ে কাহিনীর মুখ্য চরিত্রটির গঠন। গলদ
অর্থে দোষ বা ত্রুটিপূর্ণ একটি উপস্থাপনা, যেটি আসলেই এই চরিত্রটির প্রধান
বৈশিষ্ট্য। সে না পারে কোনো ক্লু মনে রাখতে, না দিনক্ষণ আর লোকজনের নাম, সে তো
ভুলেই যান। আর এই নিয়েই একটি নতুন গোয়েন্দা চরিত্রের সৃষ্টি যা আজ মুক্তি
পেয়েছে
Hoichoi
স্ট্রিমিং প্ল্যাটফর্মে গোরা – the private defective নামে। আর defective যে
কেনো, তা তো বললামই।

শুরুতেই বলি যে গল্পের গঠন, চরিত্র উপস্থাপনা, কাহিনী পরিবেশনা আরও অনেক
গোয়েন্দা গল্পের ধাঁচেই আর নতুনত্ব সেভাবে দেখতে গেলে সত্যিই নেই। গল্পের
গতিপ্রবাহ নিয়মমাফিক ভঙ্গিতে কখনো উঠেছে, কখনো নেমেছে। গড়ে ২০-২১ মিনিটের ৮
টি পর্ব নিয়ে প্রায় পৌনে তিন ঘণ্টার এই সিরিজটি নিয়ে একটি পূর্ন দৈর্ঘ্যের
সিনেমাও করা যেত। তবে আজকালকার সোশ্যাল আর ডিজিটাল দুনিয়ায় যখন দর্শক ভিন্ন
স্বাদের নিত্যনতুন চমকপ্রদ গল্পের নিয়মিত ভোক্তা, সেই পরিস্থিতিতে দাড়িয়ে এই
গল্প সেভাবে সাধারণ দর্শকের ঔৎসুক্য নাও বাড়াতে পারে।
Gora Web Series Review Hoichoi - গোড়ায় গলদ হলেও অনবদ্য ঋত্বিক
Cast –
Abhijit Guha
Ananya Sen

Gora Review Hoichoi

এবার আসি গোরা কেনো দেখবেন, সেই প্রসঙ্গে। ডিরেক্টর হয়তো স্ক্রিপ্ট দেখে বুঝেই
গেছিলেন যে আর ৫টা গড়পড়তা গোয়েন্দা সিরিজের তুলনায় এটি সেভাবে আলাদা কিছু
না। একটি average viewership চলে আসবে বাকি সিরিজের মতোই, যদি না আলাদা কিছু
করা যায়। এমনকি হইচইয়ের নিজস্ব একেনবাবু আর ব্যোমকেশের ভিড়ে গোরার হারিয়ে
যাওয়ার প্রবল সম্ভাবনা ছিল। আর সেখানেই গোরার ভূমিকায় অবতীর্ণ হলেন ঋত্বিক
চক্রবর্তী! যাঁরা এই মানুষটির অভিনয় সম্বন্ধে ওয়াকিবহাল তাঁরা মানবেন যে একটি
মৃতদেহের চরিত্রে অভিনয় করেও এই মানুষটি পুরস্কার নিয়ে চলে যেতে পারেন। জলের
থেকেও তাড়াতাড়ি নিজের আকার পরিবর্তন করে যে চরিত্রে অভিনয় করেন, তিনি সেই
চরিত্রটিই হয়ে যান। আর যথারীতি তিনি এখানেও একই ভাবে গোরা হয়ে উঠেছেন।
অসাধারণ অভিনয় ক্ষমতা আর স্বতস্ফূর্ততাকে অবলম্বন করে চরিত্রের খুঁটিনাটি
বৈশিষ্ট্যগুলো অতি নৈপুণ্যে ফুটিয়ে তুলেছেন। সত্যি কথা বলতে মূলত একার কাঁধেই
এই পৌনে তিন ঘণ্টা টেনে নিয়ে গিয়েছেন। আর তাই, শুধু এই মানুষটার জন্যই গোরা
দেখা যায়। 
Rating – 6/10

Rating R- 6
শেষে এটা বলতেই হয় যে কাহিনীর শেষ অংশে কিছু অপূর্ণতা রয়ে গেছে যেটি সম্ভবত
পরবর্তী সিজন করা হবে এই ভেবে। আর সাথে এটাও আশা করবো যে গল্পের বুনন আর গঠন
আরও চিত্তাকর্ষক এবং চমকপ্রদ হবে।
Trailer

Also read,
Tags –
Web Series, Hoichoi, Ritwick Chakraborty

Share This Article