Starlink In India Price, Registration, Internet Speed – Starlink Internet Launch Date, Elon Musk

Bongconnection Original Published
4 Min Read


Starlink In India Price, Registration, Internet Speed – Starlink Internet
Launch Date, Elon Musk

Starlink In India Price, Registration, Internet Speed - Starlink Internet Launch Date, Elon Musk
Loading...

Starlink In India

Loading...
ভাবুন তো এমন একটা মোবাইল নেটওয়ার্ক যেটাতে সবসময় হাই স্পিড ইন্টারনেট (High Speed Internet) না আছে প্রতিদিনের 2 জিবি/3 জিবি ডেটার ঝামেলা । একদম ফুল আনলিমিটেড । যা
ইচ্ছে, যত ইচ্ছে ব্যাবহার করুন । সেই সাথে সব জায়গায় ফুল নেটওয়ার্ক । মানে আপনি
জলে, জঙ্গলে যেখানেই যাচ্ছেন সেখানেই ফুল নেটওয়ার্ক থাকছে ।


কেমন হয়, এমন হলে ভাবুন তো ?
ভাবছেন এ আবার কি কথা ? এ আবার হয় নাকি ?
বর্তমানে আমরা যে কোম্পানির Mobile SIM ব্যাবহার করি না কেন, বেশিরভাগ
সময়ই হতে হয় ডেটা স্পিডেই সমস্যার সম্মুখীন । একটু দূরে কোথাও ঘুরতে গেলে পাহাড়
বা জঙ্গলে থাকে না নেটওয়ার্ক । যার ফলে অনেক সময় জরুরি কল করা হয়ে ওঠেনা । বিপদে
কাউকে জানানো ও সম্ভব হয়না ।
আর এর কারণ হলো মোবাইল নেটওয়ার্ক এর কভারেজ এর সমস্যা । এখনো দেশের অনেক জায়গা
রয়েছে যেখানে ঠিকঠাক মোবাইল টাওয়ার নেই । ফলে সেখানে নেটওয়ার্ক ও নেই । সে
Jio, Airtel কিংবা Vi যতই নিজেদের নেটওয়ার্ক কে সেরা বলুক না কেন ?
আসল ব্যাপারটা কিন্তু আমরা জানি । 4G র স্পিড 3G র মতো । 


Starlink In India Price, Registration, Internet Speed - Starlink Internet Launch Date, Elon Musk
সে যাই হোক, এই সমস্যা দূর করতে America র বিখ্যাত কোম্পানি Star Link ভারতে নিয়ে
আসতে চলেছে তাদের স্যাটেলাইট ইন্টারনেট কানেকশন তথা মোবাইল নেটওয়ার্ক পরিষেবা (Satelite Internet) । এই কোম্পানির প্রতিষ্ঠাতা ইলন মাস্ক (Elon Mask) দীর্ঘদিন থেকেই এই
স্যাটেলাইট ইন্টারনেট এর ব্যাপারে কাজ করে চলেছেন । আমেরিকা সহ বিশ্বের বেশ
কয়েকটা দেশে ইতিমধ্যেই শুরু হয়ে গেছে Star Link এর ইন্টারনেট পরিষেবা ।
সবার আগে নিশ্চই জানতে ইচ্ছে হচ্ছে কে এই Elon Mask 
কি তাই তো ? অনেকেই হয়তো আবার এই ভদ্রলোকের ব্যাপারে জেনে থাকবেন । ইনি বিশ্বের
সবথেকে ধনী মানুষ । তার সম্পত্তির পরিমান 300 বিলিয়ন ডলারের ও বেশি।  যা
ভারতীয় মুদ্রায় হিসেব করতে গেলে ক্যালকুলেটর ও বেগ পেয়ে যাবে । 
গত কয়েক বছরে এই মানুষটি টেকনোলজি কে এমন এক উচ্চতায় পৌঁছে দিয়েছেন যে সাধারণ
একজন মানুষের ভাবনার ঊর্ধে । Drivers less Electric Car Tesla হোক কিংবা
মহাকাশে রকেট সার্ভিস । বিজ্ঞান কে আজ তিনি পৌঁছে দিয়েছেন মহাকাশে । সারা পৃথিবী
বর্তমানে শুধু তাকে নিয়েই চর্চা । 

AVvXsEi71kg X19OIlgqc xzAJR2IjFHlRPkUSS9CAW75JjHNZ 1O6IDSFwneU yWtmenPc91gsFQJRjilvfTIZdGGIiaNuC9KpxwCVuyvqkeQoSn4BemKA00dNV3qFjevGhXyffcI3ehj43s bFwZlKgFp43kj FYQ715rgdlVn6155dNM1wm4ga HMsiWH=w348 h400

Starlink India Registration

সে যাই হোক, ইউরোপের অনেক দেশেই Star Link Satellite Internet কানেকশন
দেওয়ার পর তার পরের লক্ষ্য এবার ভারত । আর এর জেরেই রাতের ঘুম উড়েছে ভারতের
মোবাইল নেটওয়ার্ক প্রদানকারী সমস্ত সংস্থার ।
একদিকে Jio বা Airtel যখন 5G লঞ্চ করার চেস্টা চালাচ্ছে ঠিক
সেই মুহূর্তে Elon Musk এর Star Link যেন ঘুম করেছে Mukesh Ambani থেকে
Mittal গোষ্ঠী সকলেরই ।
চলতি বছর অর্থাৎ 2021 এর মার্চ মাস থেকেই ভারতে শুরু হয়েছিলো Star Link এর
Pre Registration booking কিন্তু ভারত সরকারের সঙ্গে লাইসেন্স সংক্রান্ত
কিছু ঝামেলার কারণে তা পিছিয়ে 2022 এর 31 শে জানুয়ারি করা হয়েছে ।

Starlink Internet Price

একটি রিপোর্ট অনুযায়ী 99 ডলারের বিনিময়ে ভারতের প্রায় 5 হাজার মানুষ ইতিমধ্যেই
Pre Booking করেছে এই স্যাটেলাইট ইন্টারনেট কানেকশন এর ।
ভারতে এর রিচার্জ কত টাকা থেকে শুরু হবে সেই ব্যাপারে Elon Musk বা স্টার লিঙ্ক
কেউই কিছু জানায়নি । তবে ভারতের বাজারে যে ইন্টারনেট এর বিপ্লব ঘটতে চলেছে তা
বলাই বাহুল্য ।
আগামী বছরের শেষে বাজারে আসতে পারে Tesla Phone পাই । লাগবে না কোন চার্জ
। আপনার বডি হিট আর সোলার চার্জেই চলবে ফোন । আরো রয়েছে অনেক তথ্য । সে নাহয় অন্য
কোন আর্টিকেলে লিখবো। 
চমৎকার সব তথ্যের জন্য নিয়মিত ভিজিট করুন আমাদের ওয়েবসাইট ।।
ধন্যবাদ 😊
Also Read,

Share This Article