What Is Affiliate Marketing ? এফিলিয়েট মার্কেটিং | Affiliate Marketing Programs

Bongconnection Original Published
4 Min Read


What Is Affiliate Marketing ? এফিলিয়েট মার্কেটিং | Affiliate Marketing
Programs 

What Is Affiliate Marketing ? এফিলিয়েট মার্কেটিং | Affiliate Marketing Programs
Loading...


এফিলিয়েট মার্কেটিং কি?
তাহলে এবার আমারা জানবো এফিলিয়েট মার্কেটিং কাকে বলে আর এর জন্য আমি প্রথমেই
একটি ছোট্ট উদাহরণ পেশ করতে যাচ্ছি।
Affiliate Marketing Meaning
ধরুন আপনার একটি কফিশপ আছে যেখানে আপনি বিভিন্ন ধরনের কফি বিক্রি করে থাকেন।
আপনার কফি শপে অনেকেই কফি পান করতে আসেন।


এফিলিয়েট মার্কেটিং কিভাবে শুরু করবো

Loading...
তো একদিন আপনি আপনার কফি শপের বিক্রি বাড়ানোর জন্য ঘোষণা করলেন যে আপনার কফি
শপে যারা নতুন নতুন কাস্টমার নিয়ে আসতে পারবে তাদের জন্য একটি নির্দিষ্ট
কমিশনের ব্যবস্থা আছে। এই ঘোষণার পর দেখা গেল যে পরের মাসে ১০০ জন অনেক নতুন
কাস্টমার আপনার কফি শপে নিয়ে আসলো। আপনি এই ১০০ জনকে নির্দিষ্ট পরিমাণ কমিশন
দিলেন এবং ফলশ্রুতিতে আপনি কিন্তু এই ১০০ জন মানুষের দ্বারা বিপুল পরিমাণ নতুন
কাস্টমার পেলেন।

ফলে আপনিও লাভবান হলেন আবার যাদেরকে আপনি কমিশন দিয়েছেন তারাও লাভবান হল। একই
সাথে এই যে ১০০ জন কে আপনি কাজে লাগালেন এই ১০০ জনকে কিন্তু আপনার সেলারি বা
নির্দিষ্ট কোনো বেতন দেয়ার কোন টেনশন ছিল না কারণ তারা যখনই আপনার কফিশপে
কাস্টমার নিয়ে আসতে পেরেছে তখনই মাত্র আপনি তাদেরকে কমিশন দিয়েছেন।

What Is Affiliate Marketing ? এফিলিয়েট মার্কেটিং | Affiliate Marketing Programs

আপনি এই ১০০ জনকে তাদের পারফরমেন্সের উপর ভিত্তি করে কমিশন দিয়েছেন তাই এই
মার্কেটিং এর আরেকটি নাম হল পারফর্মেন্স মার্কেটিং। এই যে প্রক্রিয়াটি দেখলেন
এটি একটি অ্যাফিলিয়েট মার্কেটিং এর সুন্দর উদাহরণ যদিও এটি আমি অফলাইন ব্যবসার
ক্ষেত্রে দেখিয়েছি, তবে অ্যাফিলিয়েট মার্কেটিং মূলত অনলাইনেই সম্পন্ন হয়ে
থাকে।

এফিলিয়েট মার্কেটিং কোর্স

আপনি ঘরে বসেই আপনার ডেস্কটপ বা Laptop ব্যবহার করে বিভিন্ন কোম্পানির
অসংখ্য প্রোডাক্ট প্রোমোট করতে পারেন। আর যখনই আপনি ওই কোম্পানিগুলোর জন্য সেলস
নিয়ে আসতে পারবেন তখনই আপনি একটি নির্দিষ্ট পরিমাণ কমিশন পেতে থাকবেন। যত সেল
করতে পারবেন ততো কমিশন পাবেন। সেল না করেও কমিশন পাওয়া যায় যেটি আমি সিপিএ
মার্কেটিং নিয়ে আলোচনা করার সময় বলবো।
Affiliate Marketing For Beginners :
তবে এক্ষেত্রে সবথেকে মজার ব্যাপার হলো এই যে প্রোডাক্টগুলো আপনি প্রমোট করছেন
সেগুলো কিন্তু আলটিমেটলি আপনার নিজের কাছে গচ্ছিত রাখতে হচ্ছে না কারণ অনলাইনে
অনেক ডিজিটাল প্রোডাক্ট পাবেন যেগুলো আপনি প্রমোট করতে পারেন। আবার যদি কোন
ফিজিক্যাল প্রোডাক্ট নিয়ে আপনি এফিলিয়েট মার্কেটিং করেন (যেমন অ্যামাজন
অ্যাফিলিয়েট মার্কেটিং) তবে শুধু তার বিভিন্ন সুযোগ-সুবিধা, ভালো দিক, খারাপ
দিক, ছবি, ভিডিও ইত্যাদি দেখিয়ে আপনার অডিয়েন্সের কাছে তুলে ধরার মাধ্যমে
এফিলিয়েট মার্কেটিং করতে পারেন।
এফিলিয়েট মার্কেটিং শুরু করার  প্রশ্নগুলো মাথায় আসে বা  আপনার
জানা উচিত 
আমাজন এফিলিয়েট মার্কেটিং
এফিলিয়েট মার্কেটিং সাইট
আমাজন এফিলিয়েট মার্কেটিং এর সুবিধা
অ্যাফিলিয়েট মার্কেটিং টিউটোরিয়াল
অ্যাফিলিয়েট মার্কেটিং শিখতে চাই
ডিজিটাল মার্কেটিং শেখার উপায়
তাই আপনি এক দেশে বসে অন্য দেশের কোন কোম্পানির প্রোডাক্ট প্রোমোট করে ভালো
অংকের অ্যাফিলিয়েট কমিশন পেতে পারেন। অ্যাফিলিয়েট মার্কেটিং এতটা জনপ্রিয়
হওয়ার পেছনে কাজের এই ফ্লেক্সিবিলিটি একটি অন্যতম কারন।
What Is Affiliate Marketing ? এফিলিয়েট মার্কেটিং | Affiliate Marketing Programs

আপনি চাইলে আপনার ঘরে বসে বা আপনার অফিসে বসে অথবা কোন সী বিচে বসেও
অ্যাফিলিয়েট মার্কেটিং এর কাজ করতে পারেন।
Affiliate Marketing Meaning With Example
বিশ্বের এমন অনেক অ্যাফিলিয়েট মার্কেটার আছেন যারা সারা বছর দেশ-বিদেশের
বিভিন্ন জায়গায় ভ্রমণ করেন আর অ্যাফিলিয়েট মার্কেটিং করেন। তাদের জীবনটা
এতটাই রোমাঞ্চকর যে তাদের কোন ৯ টা থেকে ৫ টা পর্যন্ত বোরিং জব করতে হয় না।
আবার তাদের অর্থ নিয়ে কোন চিন্তা করতে হয় না কারণ অ্যাফিলিয়েট মার্কেটিং এর
মাধ্যমে অনেক আয় করা যায়। একই সাথে তারা পেয়ে যান সময়ের স্বাধীনতা।
তাই সময়, অর্থ ও ভ্রমণের স্বাধীনতা এই তিনটিকে একই সাথে পেতে অ্যাফিলিয়েট
মার্কেটিং এর জুড়ি নেই।
Tags – Affiliate Marketing, Digital Marketing, Internet Marketing

Share This Article