Bosonter Chithi Kobita Lyrics (বসন্তের চিঠি) Srijato

Bongconnection Original Published
1 Min Read



Bosonter Chithi Kobita Lyrics (বসন্তের চিঠি) Srijato

Bosonter Chithi Kobita Lyrics (বসন্তের চিঠি) Srijato
Loading...

Bosonter Chithi Kobita

Loading...

বসন্তের চিঠি

বসন্ত এসেছে। আমার শহর ভীষণ একলা এখন
দূর থেকে আজ কে বুঝবে তার চোখের কোনে জল না ধূলো
হাওয়ায় উড়ছে শুকনো পাতা, পায়ের ছাপও থাকছেনা আর
আস্তে-আস্তে ঝাপসা হচ্ছে ভালবাসার রাস্তাগুলো 
তবুও কথা জমছে। কথার নাম জানিনা, মানে বুঝিনা
টেলিগ্রাফের তারের ওপর শালিখ বসছে জোড়ায় জোড়ায়
দুপুর রোদ্দুরে মুখে মুখোশ এঁটে ঘুরে বেড়াই
রাতে বুকের মধ্যে কারা দাঙ্গা করে, টায়ার পোড়ায়…

সেই সঙ্গে ঘুম আসে আর ঘুমের মধ্যে স্বপ্ন ঢোকে
স্বপ্নে আমি মাথা ঝাঁকাই স্বভাবসুলভ অবাধ্যতায়
হারিয়ে যাওয়া বন্ধুদের মুখের আদল ভাসে তখন 
ছুটতে ছুটতে হাঁপিয়ে পড়ি, মনখারাপের সময় কোথায়
অথচ এই খারাপ মনে বেঁচে থাকার ইচ্ছে দারুন
কে জানে এই চিঠি লিখছি কিসের টানে, কোন গরজে
বয়েস যেন পাহাড়ি পথ, খাদের নিচে পড়ার সময়
পলকা আমার শরীর শুধু শরীর, তুমুল শরীর খোঁজে
ওই ঠোঁটে ঠোঁট রাখব ভাবি। লাগবে কি এক শতাব্দীকাল?
তোর কপালে সিঁদুরে মেঘ, আমার হাতে কাপাস তুলো
শিগগিরি আয়। এই বসন্তে আমার শহর একলা ভীষণ
আস্তে আস্তে ঝাপসা হচ্ছে ভালোবাসার রাস্তাগুলো…



কবিতাটি ভালো লাগলে প্রিয়জনদের সাথে শেয়ার করুন। ..
Thank You, Visit Again…

Tags – Bangla Kobita, Bengali Poem, Srijato

Share This Article