Car Insurance Online – Buy, Renew, Check Car Insurance Online Price

Bongconnection Original Published
4 Min Read


 Car Insurance Online – Buy, Renew, Check Car Insurance Online
Price

Car Insurance Online - Buy, Renew, Check Car Insurance Online Price
Loading...

Car Insurance Online Check

Loading...
ইনসুরেন্স এই শব্দটা শুনলেই অনেকের মনে হয় টাকার ফালতু অপচয় । দেশের বিভিন্ন শহুরে লোকজন ছাড়া বিভিন্ন Rural Area তে গিয়ে আপনি লোকজনের সঙ্গে কথা বললেই এই বিষয়টি ক্লিয়ার হবে ।
বর্তমান সময়ে প্রতিটা মানুষের এমনিতেই আর্থিক অপচয় অনেক বেশি সেখানে দাঁড়িয়ে Insurance এর জন্য আরো অর্থ ব্যয় করাটা কতটা যুক্তিযুক্ত সেটা জেনে নেওয়া যাক ।
ধরুন, আপনি অনেক শখ করে একটি গাড়ি বা বাইক কিনেছেন । হয়তো লোন করে কিংবা দীর্ঘদিন টাকা জমিয়ে । কিন্তু গাড়ি কেনার পর দুর্ঘটনাবশত আপনার সেই গাড়িটি হারিয়ে গেল কিন্তু দুর্ঘটনায় খারাপ হয়ে গেলো ।
সেক্ষত্রে আপনার স্বপ্নের গাড়ির পেছনে কিন্তু মোটা অংকের টাকা তখন ব্যায় হবে ।
কিন্তু তার পরিবর্তে আপনি যদি মাসিক অল্প কিছু টাকা ব্যয়ে একটি ইন্সুরেন্স কোম্পানি থেকে আপনার গাড়িটি ইন্সুরেন্স করিয়ে রাখেন সেক্ষত্রে গাড়ির যাই হোক, আপনার ওপর কোন চাপ আসবে ।
ওই একটা প্রবাদ বাক্য আছে, লাগে টাকা দেবে গৌরী সেন । অনেকটা তেমনি গাড়ির কিছু হলে টাকা দেবে ইন্সুরেন্স কোম্পানি ।
এবারে নিশ্চই বুঝতে পারছেন গাড়ি কেনার পর ইন্স্যুরেন্স টা কতটা জরুরি ।

Car Insurance Renewal Online

আপনার যদি একটি গাড়ি তাহলে সেটার সুরক্ষার দায়িত্ব কিন্তু আপনারাই । আর একটি
Insurance পারে আপনার গাড়িকে আপদকালীন পরিস্থিতিতে আর্থিক সুরক্ষা প্রদান করতে ।
যেমন গাড়ি দুর্ঘটনা, চুরি হয়ে যাওয়া কিংবা আগুনে পুড়ে যাওয়া বিভিন্ন কারণে আপনার
গাড়ির এবং আপনার লোকসান হতে পারে । তাই এই পরিস্থিতিতে আপনাকে সুরক্ষা দিতে একটি
বিমার কিন্তু বিশেষ প্রয়োজন ।

Car Insurance Online Third Party

ভারতের মতো জনবহুল দেশে প্রতি ঘন্টায় প্রায় 55 টি দুর্ঘটনা ঘটে । আর বছর শেষে এই
সংখ্যাটা কত বড় আকার দাঁড়ায় সেটা নিশ্চয়ই বুঝতে পারছেন ।
যখন কোন ব্যক্তির গাড়ি দুর্ঘটনার কবলে পড়ে ঠিক সেই মুহূর্তে কিন্তু সেই ব্যাক্তির
কাছে আর্থিক সহযোগিতার ভীষন প্রয়োজন হয়ে পড়ে । তখন বিমার টাকাটা হাতে পেলে কতটা
রিলিফ পাওয়া যায় সেটা ভাবুন একবার ।
অনেকে অবশ্য গাড়ির দুর্ঘটনার ফলে গাড়ি ও চালকের ক্ষতিপূরণের জন্যই যে শুধু
Insurance করান তা কিন্তু নয় । অনেকে আইনি ঝামেলা থেকে বাচঁতেও এই ইন্সুরেন্স
করিয়ে রাখেন ।

Car Insurance Renewal Price

Car Insurance Online - Buy, Renew, Check Car Insurance Online Price

Car Insurance Online Renewal & Buy

কারণ ইদানিং সরকারের তরফ থেকে সড়ক দুর্ঘটনায় ও গাড়ির সুরক্ষায় আইনের বিভিন্ন
পরিবর্তন করে মোটা টাকা জরিমানা ধার্য করেছে । ফলে এই জরিমানা থেকে বাচঁতেও
অনেকেই গাড়ির ইন্সুরেন্স করিয়ে নিচ্ছেন ।

গাড়ির ইনস্যুরেন্স 

এবার চলুন দেখে নেওয়া যাক কোন কোন কোম্পানিগুলো থেকে আপনি আপনার গাড়ির ইন্সুরেন্স
করাতে পারবেন এবং সর্বোচ্চ সুবিধা পাবেন ।
  • HDFC Ergo General Insurance Company limited.
  • Tata AIG General Insurance Company Limited.
  • ICICI Lombard General Insurance Company Limited.
  • Reliance General Insurance Company Limited.
  • Bajaj Allianz General Insurance Company Limited.
  • United India Insurance Company Limited.
  • Bharti AXA General Insurance Company Limited.
  • The Oriental Car Insurance 
 
 
Car Insurance Online - Buy, Renew, Check Car Insurance Online Price
গাড়ির ইন্সুরেন্স ফি
উপরের এই কয়েকটি কোম্পানি থেকে আপনি আপনার গাড়ির ইন্সুরেন্স করিয়ে নিতে পারেন।
শুধুমাত্র নতুন গাড়ির ইন্সুরেন্স নয় পুরোনো গাড়ির ইন্সুরেন্স Renewal ও করিয়ে নিতে পারেন ।
Check Price – Click Here
আরো পড়ুন,
Tags – Insurance, Bike Insurance, Life Insurance

Share This Article