মাত্র 1500 টাকায় 32 মেগাপিক্সেল ক্যামেরা , 5000 mah ব্যাটারির জিও ফোন 3 – Jio Phone 3 Price & Specifications

Bongconnection Original Published
6 Min Read



Jio Phone 3 Price & Specifications


                   

মাত্র 1500 টাকায় 32 মেগাপিক্সেল ক্যামেরা , 5000 mah ব্যাটারির জিও ফোন 3 - Jio Phone 3 Price & Specifications
Loading...

কেমন হবে যদি আপনার হাতে এমন এক স্মার্টফোন আসে যার দাম মাত্র ১৫০০ টাকা আর তাতে রয়েছে প্রিমিয়াম কোয়ালিটির সব ফিচার । অর্থাৎ , ৪/৬ জিবি Ram, ৫000 mah ব্যাটারি !
কি অবাক হচ্ছেন তো ? কিন্তু এই অবাক করা প্ল্যান ই নিয়ে আসছে ভারতের সবচেয়ে বড় মোবাইল নেটওয়ার্ক সংস্থা রিলায়েন্স জিও ।
কিছুদিন আগে জিও র মালিক মুকেশ আম্বানি জিও র এক মিটিং এই নতুন স্মার্টফোনের কথা সবার সামনে আনেন । ফোনটির নাম দেওয়া হয়েছে জিও ফোন ৩ । এর আগে রিলায়েন্স জিও বাজারে এনেছিল তাদের প্রথম ফোন জিও ফোন । যদিও সেই ফোনটি ছিল একটি সাধারণ কি-প্যাড ফোন , তবে সেটা থেকেও ৪জি নেটওয়ার্ক ব্যাবহার করার সুবিধে ছিল । ফেসবুক , হোক কিংবা গুগল ব্রাইজিং সব ই করা যেত সেই ফোন থেকে ।
তবে যেভাবে এখন স্মার্টফোনের চাহিদা বাড়ছে , সেদিকের কথা মাথায় রেখে জিও বাজারে আনতে চলেছে জিও ফোন ৩ । প্রিমিয়াম ফিচারযুক এই জিও ফোন ৩ র দাম রাখা হয়েছে মাত্র ১৫০০ টাকা । অর্থাৎ একটি সাধারণ মোবাইলের দামে আপনি পাচ্ছেন এমন এক স্মার্টফোন , যা হয়তো কিনতে গেলে আপনাকে দিতে হবে ২০ থেকে ৩০ হাজার টাকা ।




এবার চলুন দেখে নেওয়া যাক , কি কি থাকছে এই নতুন জিও ফোন ৩ এ ..

জিও ফোন ৩ ফিচার

  ডিসপ্লে – ৬.১ ইঞ্চি
  কোয়ালকম প্রসেসর – ৬২৫
 ডুয়াল সিম , ডেডিকেটেড মাইক্রো এসডি কার্ড

ক্যামেরা – ৩২ +৮ মেগাপিক্সেল ডুয়াল রিয়ার ক্যামেরা , সঙ্গে এল ই ডি ফ্ল্যাশ
১৬ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা ।


ব্যাটারি – ৫০০০ mah
ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার ,
ফেস আনলক , ফিঙ্গারপ্রিন্ট সেন্সর
AI ক্যামেরা ।
জিও র দাবি , একবার চার্জ করার পর টানা ৩ দিন চলবে জিও ফোন ৩ । অর্থাৎ বার বার চার্জ দেওয়ার ঝামেলা নেই ।

মাত্র 1500 টাকায় 32 মেগাপিক্সেল ক্যামেরা , 5000 mah ব্যাটারির জিও ফোন 3 - Jio Phone 3 Price & Specifications




এতসব পড়ে নিশ্চই মনে হচ্ছে , জিও কি পাগল হয়ে গেল নাকি ?
আসলে বিষয়টা হচ্ছে , ভারতের মতো এত বড় দেশের সব প্রান্তে জিও কে ছড়িয়ে দেওয়া এবং সেখান থেকে বড় অংকের ব্যাবসা করাই হচ্ছে জিও মূল লক্ষ্য । কারণ এখন ও বহু সাধারণ মানুষ ৪ জি নেটওয়ার্ক ব্যাবহার করেন না , বিশেষত বিভিন্ন গ্রামের দিকের মানুষজন । এর একটা বড় কারণ হলো , ভালো স্মার্টফোন নেই । আর একটা ভালো স্মার্টফোন কিনতে যে পরিমান অর্থ পকেট থেকে বেরিয়ে যায় , সেটা অনেকের পক্ষেই অসুবিধার ।
সেটার কথা মাথায় রেখেই জিও ১৫০০ টাকা মূল্যের এমন এক স্মার্টফোন আনার সিদ্ধান্ত নিয়েছে যা হয়তো সেইসব মানুষের স্বপ্ন পূরণ করবে , যারা স্মার্টফোন কেনার ইচ্ছে তো রাখে কিন্তু আর্থিক প্রতিকূলতার জন্য পারে না ।




কিন্তু , এত কিছু করে জিও র লাভ টা কি ?
মনে আছে ২০১৬ র গোড়ার দিকে জিও প্রথমবার ৪ জি নেটওয়ার্ক ভারতের বাজারে লঞ্চ করেছিল একদম বিনামূল্যে । একদম ফ্রি তে দিয়েছিল জিও র সিম সঙ্গে আনলিমিটেড কল , ডেটা , এস এম এস । যার দাপটে অনেক মোবাইল নেটওয়ার্ক কোম্পানির অবস্থা হয়েছিল বন্ধের মুখে ।
একটা পুরো বছর চলেছিল সেই অফার । সবাই ভেবেছিল এই কোম্পানি টিকবে না ! নির্ঘাত দেউলিয়া হবে । কিন্তু জিও আজ বাজারের সবচেয়ে বড় নেটওয়ার্ক , যাদের কাছে ৫০ কোটির ওপর গ্রাহক । আসলে আপনাকে ড্রাগস বা নেশার অভ্যেস করানোর পর সেটা যেমন ছাড়া মুশকিল তেমনি , জিও তাদের হাইস্পিড ইন্টারনেট , আর আনলিমিটেড কলের বন্যায় ভাসিয়ে দিয়ে মানুষকে করেছিল এডিক্টেট । তারপর রিচার্জ করে সবাই সেটা ব্যাবহার করছে ।


এবারে জিও ফোন ৩ লঞ্চ করেও আরেক চমক নিয়ে আসছে । যারা এতদিন অব্দিও ইন্টারনেট এর সোশ্যাল মিডিয়ার বাইরে ছিল তাদেরকে টার্গেট করে ১৫০০ র টাকার ফোন আনতে চলেছে ।
এবারে ভাবুন , জিও কতবড় এক স্ট্রাটেজি নিয়ে মাঠে খেলতে নেমেছে । একজন টেক বিশেষজ্ঞ হিসেবে এটুকু বলতে পারি , এরম প্ল্যান সারা পৃথিবীতে এই প্রথম ।

তবে জিও র প্ল্যান যাই থাকুক না কেন , জিও বাজারে আসার পর সাধারণ গ্রাহক কিংবা একজন ইন্টারনেট ইউজার যে আনন্দ পেয়েছে সেটা আর নাই বা বললাম । একটা সময় ছিল ১ জিবি ইন্টারনেট প্যাকের দাম ছিল ১৫০ টাকা বা তার বেশি । এখন সেটা ভাবলেই অবাক লাগে । সবটাই কিন্তু জিও বাবাজির দয়া ।
ভারতের মতো দেশে এত সস্তা দামে এত ভালো ফিচারযুক্ত স্মার্টফোন এনে জিও যতই ব্যাবসা করুক না কেন , সেইসঙ্গে বহু সাধারণ মানুষ বা গ্রামের গরিব একটি ছেলে বা মেয়েও হয়তো আপনার আমার মতো ইন্টারনেট ব্যাবহার করতে পারবে সেটাই বা কম কি !

চলতি আগষ্ট মাস থেকেই জিও ফোন ৩ বাজারে কিনতে পাওয়া যাবে । জিও র অফিসিয়াল ওয়েবসাইট এর জিও স্টোর এ পাবেন এই ফোনটি ।
জিও ফোন ৩ আসার পর অনেক মোবাইল কোম্পানি , বিশেষত এম আই , রিয়েল মি , ওপ্পো বা ভিভোর যে সমস্যায় পড়বে সেটা বলাই বাহুল্য ।
সেইসঙ্গে এয়ারটেল , ভোডাফোন বা আইডিয়ার মতো কোম্পানির ও যে গ্রাহক আরো কমে যাবে তা যে কেউ বলতে পারে । তা সে যতই জিও র ইন্টারনেট স্পিড কম হোক না কেন !
কথায় আছে , নেই মামার চেয়ে কানা মামা ভালো ..!!

জিও ফোন ৩ এর ব্যাপারে আরও বিশদে জানতে ও পরবর্তী আপডেট পেতে পাশের লাল রঙের বেল আইনটি প্রেস করুন ।

আর বন্ধুদের সাথেও শেয়ার করতে ভুলবেন না , কারণ জিও বাবাজি সবাইকে আশীর্বাদ করবে !!

ধন্যবাদ । 

Share This Article