শুভ দীপাবলি কবিতা – Subho Deepabali Kobita

Bongconnection Original Published
1 Min Read


 শুভ দীপাবলি কবিতা – Subho Deepabali Kobita 

শুভ দীপাবলি কবিতা - Subho Deepabali Kobita
Loading...

শুভ দীপাবলির কবিতা

Loading...

শুভ দীপাবলি 
          – পিয়ালী পাল 
জ্বালাও নিজের ভিতরের আলো, 
শোক, দুঃখ ভুলিয়ে ফেলো. 
অভিমান, ক্ষোভ যেন গলে, 
মোমের শিখার অতলে. 
পুঞ্জীভূত রাগ, অন্যায়, আক্রোশ 
ধ্বংস হোক কোষ থেকে উপকোষ. 
ফানুসের মতো যদি উড়িয়ে দিতে পারি, 
ষড় রিপুর উদ্যত তরবারি. 
অমানবিকতা, নাশকতার দিয়ে জলাঞ্জলি,  
শুভ করে তুলি সবে মিলে আজকের দীপাবলি.

Bengali Subho Deepabali Kobita 


শুভ দীপাবলি কবিতা - Subho Deepabali Kobita

  (2)
 হিমের রাতে ওই গগনের দীপগুলিরে
 হেমন্তিকা করল গোপন আঁচল ঘিরে॥
 ঘরে ঘরে ডাক পাঠালো– ‘দীপালিকায় জ্বালাও আলো,
 জ্বালাও আলো, আপন আলো, সাজাও আলোয় ধরিত্রীরে।’
 শূন্য এখন ফুলের বাগান, দোয়েল কোকিল গাহে না গান,
 কাশ ঝরে যায় নদীর তীরে।
 যাক অবসাদ বিষাদ কালো, দীপালিকায় জ্বালাও আলো–
 জ্বালাও আলো,আপন আলো, শুনাও আলোর জয়বাণীরে॥
    

শুভ দীপাবলির শুভেচ্ছা

(3)
এত আলো জ্বালিয়েছ এই গগনে
কী উৎসবের লগনে॥
সব আলোটি কেমন ক’রে    ফেল আমার মুখের ‘পরে,
তুমি আপনি থাকো আলোর পিছনে ॥
প্রেমটি যেদিন জ্বালি হৃদয়-গগনে
কী উৎসবের লগনে
সব আলো তার কেমন ক’রে   পড়ে তোমার মুখের ‘পরে,
আমি আপনি পড়ি আলোর পিছনে ॥

Share This Article