শেষবেলায় বেহায়া না হলে ভালোবাসলাম কই Lyrics – Bengali Poem – Gourab Tapadar , Soumava

Bongconnection Original Published
4 Min Read


 শেষবেলায় বেহায়া না হলে ভালোবাসলাম কই Lyrics – Bengali Poem – Gourab
Tapadar – Soumava

শেষবেলায় বেহায়া না হলে ভালোবাসলাম কই Lyrics - Bengali Poem - Gourab Tapadar , Soumava
Loading...

শেষবেলায় বেহায়া না হলে ভালোবাসলাম কই লিরিক্স

Loading...


মুড খারাপ করার জন্য সরি
তবে, আমার কয়েকটা কথা ছিলো
আমার বিগত কয়েকদিনের ব্যাবহারের জন্য
সত্যি কোন ক্ষমা হয়না আমি জানি ।
তবুও যদি ক্ষমা করা যায়, তবে ভালো হয় ।
যেহেতু এই সবকিছুর শুরুতে আমি
তাই শেষ করার দায়িত্বটাও আমার,
এতদিন ধরে রাগের মাথায়
 জ্ঞানে অজ্ঞানে অনেক কিছু বলেফেলেছিলাম
হ্যাঁ সেগুলো আমারই দোষ ।
আমাকে বিভীষিকা জ্ঞান করবার কোন দরকার নেই ।
হ্যাঁ, মানছি সময়ে অসময়ে আমি 
মাত্রাধিক হিংস্র হয়ে গিয়েছিলাম, 
তবে এটুকু বলে রাখছি 
দরকারে ডাকলে অবশ্যই আসবো ।
আর বিপরীত দিক থেকেও আমি সেটাই আশা করছি ।
গত চারটে বসন্তে অনেক মুহূর্ত কাটিয়েছি
যেগুলো হয়তো অনেকে কাটানোর জন্য
মরিয়া হয়ে ওঠে , 
জীবনের কোন না কোন নির্দিষ্ট সময়ে ।
শুধু এটাই বলার যে, আমাদের দুজনের মনে
যেন পরস্পরকে নিয়ে কোন ঘৃণার জন্ম না হয় ।
সম্পর্কটা ভাঙবার পেছনে পুরোটা আমার দোষ ছিলো
আমি এও মেনে নিলাম ।
তবে যখন দুজনেই সম্পর্কে ছিলাম 
তখন দুজনেই কমবেশি ইনভলভ ছিলাম । 
সেই সম্পর্কের খাতিরেই আমি বলছি
আমার তরফ থেকে কোনদিনই কোনরকম 
কটূক্তি কিংবা অপমানের শিকার তুমি হবে না
তোমায় হতে হবে না । 
আমাকে অন্য পুরুষের সাথে গুলিয়ে ফেলো না
নিজের ডিভোর্সি বউকে আসিড আমি ছুড়বো না ।
ভাড়া করা গুন্ডা দিয়ে তোমাকে
উত্ত্যক্ত করার মনোবাঞ্ছা আমার নেই ।
আর জন্মাবেও না । 
তবে এটুকু অনুরোধ করবো
তোমার যেকোন বিপদে যেন ডাক পাই ।
তোমাকে সাহায্য করতে পেরে হয়তো
নিজেকে কিছুটা সান্তনা দেওয়া যেতে পারে ।
আচ্ছা ডিভোর্স হয়ে যাওয়ার পর যদি
আমি দেখা করতে চাই, দেখা করবে ?
আমি কথা দিচ্ছি আমি ফিরে আসার কথা
একবারও বলবো না,
তোমাকে ওই আকাঙ্খিত উজ্জ্বল আলো থেকে
আর টেনে হিচড়ে নিয়ে আসবো না সেই পুরোনো অন্ধকারে ।

আমি চাই তুমি আবার বিয়ে করো
আবার গুছিয়ে নাও নিজের জীবনকে ।
আচ্ছা এই মেসেজটার ও কি
আর কোন রিপ্লাই আসবে না ?
সেই কি কোর্টেই কথা হবে ? 
আগের দিন ও তো তুমি
ঠিক করে কোন কথা বললে না কোর্টে ।
তোমার উকিল আর তোমার বাবা 
আমার কথা বলার সুযোগ টুকুও দিলেন না ।
আচ্ছা আমাদের ভেতরে কি এতটা দূরত্ব চলে এসছে ?

এই তো সেদিন আমি মরে যাওয়ার কথা বললে
আমার কপালে চুমো খেয়ে বলতে, অতই কি 
সোজা নাকি আমায় ফেলে চলে যাওয়া ?
আর এখন সেই তুমি কিনা,
আমি মোরলাম কি বাঁচলাম, কি খেলাম না খেলাম
এমনকি আমার অস্তিত্ব আমার থাকা না থাকাতেও
তোমার কোন ফারাক পরে না । 
এতটা কিভাবে বদলে গেল তুমি ?
আমি জানি আমাদের ডিভোর্সটা এবার সত্যি হয়ে যাবে
তুমি আমাকে আর আমি তোমাকে প্রাক্তন বলবো
কিন্তু তবু শেষ চেষ্টা করে যাচ্ছি, 
তোমাকে ফিরিয়ে আনার জন্য ।
কারণ তুমি বলেছিলে 
শেষবেলায় বেহায়া না হলে ভালোবাসলাম কই ?
আগের মেসেজগুলোর মতো এই মেসেজটার ও 
কোন রিপ্লাই আসবে না জেনেও
আমি তোমায় মেসেজটা পাঠালাম । 
ডিভোর্সটা এবার হয়েই যাবে বলো ? মনে হচ্ছে
তাও একবার শেষ চেষ্টা করতে ক্ষতি কি ?
তুমি না প্রাক্তনের তকমাটা ইচ্ছে করে
নিজের গায়ে মেখে নিচ্ছ ।
আর যতটা না নিজের গায়ে মাখছো
তার চেয়ে বেশি মাখিয়ে দিচ্ছ আমার গাঁয়ে । 
কিন্তু ওই যে একটা কথা তো বুকের 
পেরেকের মতো আটকে আছে ,
শেষবেলায় বেহায়া না হলে ভালোবাসলাম কই ? 
শেষবেলায় বেহায়া না হলে ভালোবাসলাম কই ? 


Share This Article