শিক্ষক দিবসের কবিতা (Teachers Day Bengali Poem)

Bongconnection Original Published
0

শিক্ষক দিবসের কবিতা (Teachers Day Bengali Poem)



শিক্ষক দিবসের কবিতা (Teachers Day Bengali Poem)




শিক্ষকদের সম্মানে কবিতা





 

শিক্ষক মোদের প্রাণের গুরু

শিক্ষক মোদের প্রাণের গুরু
আর্দশের-ই প্রতীক
তার দেখানো পথে হাঁটে
ছাত্র-ছাত্রী পথিক।

শিক্ষক জ্বালান মনে প্রদীপ
প্রতিভা বিকাশে
শিক্ষক ছড়ান জ্ঞানের আলো
অশিক্ষার আকাশে।

শিক্ষক হলেন আলোর পথের
সত্য নির্ভীক যাত্রী
অনুসরণে পথ চলে
সকল ছাত্র-ছাত্রী।

মায়ের কাছে শিশুর শিক্ষা
জন্ম থেকেই শুরু
মায়ের পরে শিক্ষক হলেন
জ্ঞানের অন্য গুরু।

একটা জাতির জন্য মঙ্গল
আদর্শবান শিক্ষক
একজন শিক্ষক হনযে জাতির
প্রতিভার-ই রক্ষক।

যেসব শিক্ষক আদর্শতায়
শিক্ষা দিতে রত
তাদের দেখলে হয়যে আমার
শ্রদ্ধায় মাতা নত।

শিক্ষক সকল ন্যস্ত থাকেন
জ্ঞান ছড়ানোর চাষে
সম্মান করলে শিক্ষকদেরকে
সাফল্যতা আসে।

শিক্ষক হলেন শ্রদ্ধার পাত্র
শিক্ষার অতি সুজন
শিক্ষকরাই করেন একেকজন
উকিল ডাক্তার সৃজন।



বিদ্যালয়ের শিক্ষকদের নিয়ে কবিতা



      শিক্ষার ক্ষেত্র


বদলে গেছে শিক্ষার ক্ষেত্র
বদলে গেছে শিক্ষা
শিক্ষা নিয়ে শিক্ষক সকল
করেন এখন ভিক্ষা।

পাড়ায় পাড়ায় গড়ে তোলেন
নানান কোচিং সেন্টার
মন ভুলানো বিজ্ঞাপণে
করেন ছাত্র হান্টার।

ছোট একটি রুমে গড়েন
একটি শ্রেণীকক্ষ
ঠাসাঠাসি ছাত্র-ছাত্রী
মেধাতে নয় দক্ষ।

মেধা বিকাশ নয় উদ্দেশ্য
টাকা আয়ের রাস্তা
এমনি করে ভাঙ্গেন তারা
ছাত্র-ছাত্রীর আস্থা।

ভর্তি হতে হলে আগে
অগ্রিম গুনতে হয়যে
তা-না হলে ছাত্র/ছাত্রীর
ভর্তি হতে ভয়যে।

প্রশ্নফাঁসে মদদ দিতে
কিছু শিক্ষক রত
কোচিং সেন্টারের নাম উজ্জ্বল
করতে শিক্ষক ব্রত।

এমন শিক্ষা চাইনা মোরা
শিক্ষক নয়তো বটে
একটা জাতি চায়না কভু
এমন শিক্ষা মোটে।

আদর্শ শিক্ষক কামনায়
উৎসুক একটা জাতী
শিক্ষক যেনো হয়ে উঠেন
আঁধার পথের বাতি।


আরো পড়ুন, Teachers Day Poem In Bengali 



শিক্ষক দিবসের ছোট কবিতা




       অপরাজেয় বীর

শিক্ষক আমি আলোর পথের নির্ভীক অভিযাত্রী,
আমার অনুসরণ করে, সকল ছাত্র-ছাত্রী।
পরিবারে শিশুর শিক্ষা জন্ম হতে শুরু,
শিক্ষক হলেন জ্ঞানের আলো বিতরনের গুরু।

জাতির জন্য কল্যাণকর আদর্শবান শিক্ষক,
শিক্ষক আমি আদর্শ ও নৈতিকতার রক্ষক।
শিক্ষক আমি আদর্শ আর নৈতিক শিক্ষায় রত,
শ্রদ্ধা জানাই বিশ্ববাসীর শিক্ষক আছেন যত।

শিক্ষক আমি ব্যাস্ত থাকি জ্ঞান বিজ্ঞান চাষে,
শিক্ষকগনকে সম্মান দিলে সাফলতা আসে।
পরিবর্তিত শিক্ষার ক্ষেত্রে বদলে গেছে শিক্ষা,
নতুন জ্ঞান অর্জন কর, এই হোক মোদের দীক্ষা।

শিক্ষক আমি গড়তে চাই সমৃদ্ধশালী জাতি,
মহান পেশা শিক্ষকতা আঁধার পথের বাতি।
রক্ষক যখন ভক্ষক হয়, অমর্যাদার শুরু,
শিক্ষার আলো ছড়াই মোরা, জাতি গড়ার গুরু।

বঞ্চনা ও বৈষম্যে নিমজ্জিত শিক্ষক শতশত,
দেখি তোরা বঞ্চিত করতে পারিস কতো।
অর্থ নেই সম্পদ নেই, নেই বসত ভিটা নীড়,
শিক্ষক আমি শ্রেষ্ঠ সবার অপরাজেয় বীর।




প্রিয় স্যারকে নিয়ে কবিতা





     শিক্ষক

শিক্ষক মানে
শেখা নতুন কিছু,
শিক্ষক মানে
ছাত্রের পিছু পিছু।

শিক্ষক মানে
আদর সোহাগ
শিক্ষক মানে
বেত্রা ঘাত।

শিক্ষক মানে
আদব-কায়দা
শিক্ষক মানে
নিয়ম সর্বদা।

শিক্ষক মানে
মানার যোগ্যতা,
শিক্ষক মানে
মনের উদারতা।

শিক্ষক মানে
ভয়ের কিছু
শিক্ষক মানে
হয় না নিচু।

শিক্ষক তুমি সত্যি মহান
বিজয় করিলা সারা জাহান
তোমারি নিজস্ব গুনেতে।




কবিতাগুলো ভালো লাগলে শেয়ার করতে ভুলবেন না ।
ভালো থাকুন, কবিতায় থাকুন....
Thank You, Visit Again...

Tags - Bangla KobitaBengali Poem, Teachers day 

Post a Comment

0Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.
Post a Comment (0)
To Top