Babumoshai Kobita Lyrics (বাবুমশাই) Sankha Ghosh

Bongconnection Original Published
2 Min Read


 Babumoshai Kobita Lyrics (বাবুমশাই) Sankha Ghosh

Babumoshai Kobita Lyrics (বাবুমশাই) Sankha Ghosh
Loading...

Babumoshai Kobita By Sankha Ghosh

Loading...



‘সে ছিল একদিন আমাদের যৌবনে কলকাতা!
বেঁচে
ছিলাম ব’লেই সবার কিনেছিলাম মাথা
আর তাছাড়া
ভাই


আর তাছাড়া ভাই আমরা সবাই জেনেছিলাম হবে
নতুন
সমাজ, চোখের সামনে বিপ্লবে বিপ্লবে
যাবে
খোল-নলিচা


যাবে খোল-নলিচা পালটে, বিচার করবে নিচু জনে’
-কিন্তু সেদিন খুব কাছে নয় জানেন সেটা মনে
মিত্র বাবুমশয়


মিত্র বাবুমশয় বিষয়-আশয় বাড়িয়ে যান তাই
মাঝেমধ্যে ভাবেন তাদের নুন আনতে পান্তাই
নিত্য ফুরোয় যাদের


নিত্য ফুরোয় যাদের সাধ-আহ্লাদের শেষ তলানিটুকু
চিরটা কাল রাখবে তাদের পায়ের তলার কুকুর
সেটা হয় না বাবা


সেটা হয় না বাবা’ বলেই থাবা বাড়ান যতেক বাবু
কার ভাগে কী কম প’ড়ে যায় ভাবতে থাকেন ভাবুক
অমনি্ দু’চোখ বেয়ে


অমনি্ দু’চোখ বেয়ে অলপ্পেয়ে ঝরে জলের ধারা
বলেন বাবু ‘হা, বিপ্লবের সব মাটি সাহারা’
কুমীর কাঁদতে থাকে


কুমীর কাঁদতে থাকে ‘আয় আমাকে নামা নামা ব’লে
কিন্তু বাপু আর যাব না চরাতে-জঙ্গলে
আমরা
ঢের বুঝেছি


আমরা ঢের বুঝেছি খেঁদীপেচী নামের এসব আদর
সামনে গেলেই ভরবে মুখে, প্রাণ ভ’রে তাই সাধো
তুমি সে-বন্ধু না


তুমি সে-বন্ধু না, যে ধুপধুনা জ্বলে হাজার চোখে
দেখতে পাবে তাকে, সে কি যেমন তেমন লোকে
তাই
সব অমাত্য


তাই। সব অমাত্য পাত্রমিত্র এই বিলাপে খুশী
শুঁড়িখানাই কেবল সত্য, আর তো সবই ভূষি
ছি ছি
হায় বেচারা’


ছি ছি হায় বেচারা? শুনুন যাঁরা মস্ত পরিত্রাতা
এ কলকাতার মধ্যে আছে আরেকটা কলকাতা
হেঁটে
দেখতে শিখুন


হেঁটে দেখতে শিখুন ঝরছে কী খুন দিনের রাতের মাথায়
আরেকটা কলকাতায় সাহেব আরেকটা কলকাতায়
সাহেব
বাবুমশয়।



কবি শঙ্খ ঘোষের এই কবিতাটি আপনার কেমন লাগলো ?? জানান নিচের কমেন্ট সেকশনে। ..


ভালো লাগলে বন্ধুদের সাথে শেয়ার করুন। ..



ভালো থাকুন, কবিতায় থাকুন।..


Thank You, Visit Again…


Share This Article