IPL 2020 KKR Match Schedule – Kolkata Knight Riders

Bongconnection Original Published
3 Min Read


 IPL 2020 KKR Match Schedule – Kolkata Knight Riders 

IPL 2020 KKR Match Schedule - Kolkata Knight Riders
Loading...

KKR Match Schedule 2020

Loading...


শুরু হয়ে গেছে IPL 2020 র মহাযুদ্ধ । যদিও অন্যান্য বছরের মতো এই বছর আইপিএল এর চাকচিক্যতে কিছুটা হলেও ভাটা পড়েছে । আর কারন টা অবশ্যই করোনা নামক ভাইরাস । যার ফলে এই বছর আইপিএল ভারতের বাইরে অনুষ্ঠিত হচ্ছে সংযুক্ত আরব আমির শাহিতে । 

কিন্তু সে যাই হোক, তাই বলে কি খেলা দেখার আনন্দে ভাটা পড়বে নাকি ? কলকাতা নাইট রাইডার্স যা এখন প্রতিটি বাঙালির আবেগের সঙ্গে যুক্ত হয়ে গেছে।  আসলে KKR এর এই Team বাঙালি থাকুক বা না থাকুক কলকাতা কে ঘিরেই যত আবেগ । গত 19 শে সেপ্টেম্বর শুরু হয়েছে এই লীগ । চলবে আগামী 45 দিন পর্যন্ত । আগামী 3রা নভেম্বর পর্যন্ত চলবে গ্রূপে লীগের ম্যাচ মোট 56 টি গ্রূপ লীগের ম্যাচের পর হবে তিনটি প্লে অফ । আর তারপরই হবে ফাইনাল ।


IPL KKR Match List 2020

উদ্বোধনী ম্যাচ অনুষ্ঠিত হয়েছে আবুধাবিতে । দ্বিতীয় ও তৃতীয় ম্যাচ অনুষ্ঠিত হবে দুবাইতে । গ্রূপের 24 টি ম্যাচ হবে দুবাইতে । আর বাকি 20 ও 12 টি করে ম্যাচ হবে আবুধাবি তে । 

তো, চলুন দেখে নেওয়া যাক, এই 45 দিনের ক্রিকেট মহারণে Kolkata Knight Riders র ম্যাচ কবে এবং কার বিরুদ্ধে রয়েছে। 

কলকাতা নাইট রাইডার্স খেলোয়াড় 2020



IPL 2020 KKR Match Schedule - Kolkata Knight Riders
সূচি 
23 সেপ্টেম্বর : বনাম মুম্বই ইন্ডিয়ান্স (সন্ধ্যা 7.30 টা)।
26 সেপ্টেম্বর : বনাম সানরাইজার্স হায়দরাবাদ (সন্ধ্যা 7.30  টা)।
30 সেপ্টেম্বর : বনাম রাজস্থান রয়্যালস (সন্ধ্যা 7.30  টা)।
3 অক্টোবর : বনাম দিল্লি ক্যাপিটালস (সন্ধ্যা7.30  টা)।
7 অক্টোবর: বনাম চেন্নাই সুপার কিংস (সন্ধ্যা 7.30 টা)।
10 অক্টোবর : বনাম কিংস ইলেভন পঞ্জাব (দুপুর 3.30 টে)।

12 অক্টোবর : বনাম রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর (সন্ধ্যা 7.30 টা)।

16 অক্টোবর: বনাম মুম্বই ইন্ডিয়ান্স (সন্ধ্যা 7.30 টা)।
18  অক্টোবর: বনাম সানরাইজার্স হায়দরাবাদ (দুপুর 3.30 টে)।
21  অক্টোবর: বনাম রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর (সন্ধ্যা 7.30 টা)।
24  অক্টোবর: বনাম দিল্লি ক্যাপিটালস (দুপুর 3.30টে)।
26  অক্টোবর: বনাম কিংস ইলেভন পঞ্জাব (সন্ধ্যা 7.30 টা)।
29 অক্টোবর: বনাম চেন্নাই সুপার কিংস (সন্ধ্যা 7.30 টা)।
1 নভেম্বর: বনাম রাজস্থান রয়্যালস (সন্ধ্যা 7.30টা)।


 আরো পড়ুন, 

Share This Article