আইপিএল 2019 , কে কে নেই দলে আর কে নতুন আসবে KKR এর ??

Bongconnection Original Published
3 Min Read

images%2B%252827%2529
Loading...

          IPL 2019 – KKR TEAM NEW PLAYER

আইপিলের নতুন মরশুম শুরু হতে আর মাত্র ৩ মাস সময় বেঁচে রয়েছে। কিন্তু এরই মধ্যে সমর্থকরা নিজেদের ফেভারিটের মধ্যে কোন খেলোয়াড়কে রিটেন করা হয়েছে আর কাকে রিলিজ করা হয়েছে সেটা জানার জন্য ভীষণই উৎসুক হয়ে রয়েছেন। এমনিতে তো সমস্ত দলই তাদের সেই খেলোয়াড়দের তালিকা জারি করে দিয়েছে যাদের তারা রিটেন বা রিলিজ করতে চান। রিলিজ করা খেলোয়াড়দের মধ্যে জয়দেব উদানট (রাজস্থান রয়্যালস), মুস্তাফিজুর রহমান (মুম্বাই ইন্ডিয়ান্স), যুবরাজ সিং (কিংস ইলেভেন পাঞ্জাব) আর গৌতম গম্ভীর (দিল্লি ডেয়ারডেভিলস) ইত্যাদি বড় খেলোয়াড় শামিল রয়েছেন। কলকাতানাইট রাইডার্সও দল থেকে রিলিজ করা খেলোয়াড়দের তালিকা প্রকাশ করে দিয়েছে। যার মধ্যে মিচেল স্টার্ক, টম ক্যুরেনের মত খেলোয়াড় রয়েছেন। শুধু তাই নয় বড় খেলোয়াড় বিনয় কুমারের সঙ্গে ইশান্ত , আর অপূর্ব ওয়ানখেড়েকেও রিলিজ করা হয়েছে।এখন এই অবস্থায় কেকেআর ডিসেম্বরে হতে চলা নিলামিতে বেশ কিছু বড় খেলোয়াড়কে নিজেদের দলের সঙ্গে জুড়তে চাইবেন।আসুন দেখে নেওয়া যাক কোন তিন বিদেশী খেলোয়াড়কে তারা নিলামে কিনতে চাইবেন।

images%2B%252825%2529

এই তালিকায়  বড় নাম হল দক্ষিণ আফ্রিকার তারকা জোরে বোলার ডেইল স্টেইন। কেকেআর দলের দুই জোরে বোলার মিচেল স্টার্ক আর মিচেল জনসনকে রিলিজ করে দিয়েছে। এই দল নিজেদের জন্য একজন দুর্দান্ত জোরে বোলারের সন্ধান করছেন।এই অবস্থায় জোরে বোলার ডেইল স্টেইন তাদের জন্য দারুণ বিকল্প প্রমানিত হতে পারেন।  গত মরশুমে ডেইল স্টেইনের খারাপ ফর্মের জন্য কোনও দলই তাকে কেনে নি। কিন্তু এবার প্রত্যেক দলই তার জন্য নিজেদের সম্পূর্ণ প্রচেষ্টা করবে। এই বছর এই খেলোয়াড় নিজের জাতীয় দলে প্র্যত্যাবর্তন ঘটিয়ে ৬টি একদিনের ম্যাচে ১১টি উইকেট নিয়েছেন। সম্প্রতিই সম্পন্ন হওয়া অস্ট্রেলিয়া আর জিম্বাবোয়ের সিরিজে তিনি নিজের দুর্দান্ত প্রদর্শন দেখিয়েছেন। এই অবস্থায় আশা করা হচ্ছে যে কেকেআর এই খেলোয়াড়কে নিজেদের দলে শামিল করতে চাইবে ।

images%2B%252828%2529

কেকেআরের কাছে বিশ্বের সবচেয়ে দুর্দান্ত টি-২০অলরাউন্ডার অ্যান্দ্রে রাসেল রয়েছেন। কিন্তু এই খেলোয়াড় গত কিছু সময় ধরে নিজের ফিটনেস সম্বন্ধী সমস্যার কারণে সংঘর্ষ করছেন। এই অবস্থায় এই দল তার ব্যাকআপের জন্য কার্লোস ব্রেথওয়েটকে নিজেদের দলে শামিল করতে পারে। আইপিএল ম্যাচে এই খেলোয়াড় ১৪টিম্যাচে ১৩টি উইকেট নিজের নামে করেছেন। তাই নয় এই  ম্যাচে তিনি ১৭০ রানও করেন।এই অবস্থায় কার্লোস ব্রেথওয়েটকে কেকেআর নিজেদের দলে শামিল করার কথা ভাবতে পারে।

images%2B%252829%2529

হাসিম আমলা এর মধ্যে একটি বড় নাম হতে পারে। কেকআরের দল দক্ষিণ আফ্রিকার এই ওপেনিংস ব্যাটসম্যানকে ক্রিস লিনের সঙ্গে ব্যাকআপ হিসেবে ব্যবহার করতে পারে।এই অবস্থায় এই খেলোয়াড় তাদের প্রথম পছন্দ হতে পারেন।সবচেয়ে অবাক করার মত ব্যাপার ছিল যে হাসিম আমলাকে গত আইপিএল মরশুমে কোনও দলই কেনে নি। আমলা যে একজন বিস্ফোরক টি-২০ ব্যাটসম্যান তা তার টি-২০ পরিসংখ্যানই প্রমান করে। এই খেলোয়াড় নিজের ৪৪টি টি-২০ আন্তর্জাতিক ম্যাচে ১২৭৭ রান করেছেন।অন্যদিকে আইপিএলে তিনি ১৬টি ম্যাচে ৫৭৭ রান করেন।এই অবস্থায় তার পরিসংখ্যান দেখে এটা বলা ভুল হবে না যে সম্ভবত এই মরশুমে তিনি কেকেআরে হয়ে খেলতে পারেন।

Share This Article