25 + Best Bangla Love SMS - ভালোবাসার রোমান্টিক মেসেজ
ভালোবাসার মানুষের জন্য ভালোবাসায় ভরা এসএমএস
কিংবা ভালোবাসার কবিতা খুঁজছেন ? তাহলে আপনি একদম সেরা ঠিকানায় এসেছেন । আপনার প্রিয়জন বা প্রিয়মানুষের জন্য আমরা নিয়ে এসেছি শ্রেষ্ঠ বাংলা ভালোবাসার এসএমএস । আপনি হয়তো অনেক খুঁজেছেন Bangla SMS collection বা Bangla Love SMS কিন্তু মনের মতো Bangla SMS সেভাবে খুঁজে পাননি । কিন্তু আজ আপনি আপনার মনের ভাবনা আর অনুভূতিগুলোকে কেন্দ্র করেই আমরা তৈরি করেছি এই Special Bangla Love sms গুলো । আপনার প্রতিটি মুহূর্তকে করুন আরো অনেক বেশি রঙিন আমাদের এই রোমান্টিক বাংলা ভালোনাসার এসএমএস ও কবিতার সাথে । তো চলুন আপনার মুহূর্তকে করি রঙিন Bangla Love SMS এর সাথে ।
Bangla Love Sms For Girlfriend
ব্যাথার ভিড়ে সবাই একা
বুকের মাঝে আছড়ে পড়ে ঢেউ ,
যন্ত্রনারা সব একই আছে
শুধু আগলে রাখে না কেউ ।
ঝগড়া ঝাটি বন্ধ করে , চুপটি করে শোনো
রাগলে তোমায় দারুন লাগে , অভিমান হয়না কোন ।
মন কেমনের হিসেব - নিকেশ
রাত বাড়লেই করি ,
সারাদিন বেশ বেঁচেই থাকি
রাত বাড়লেই মরি ।
একের পর এক ভাঙলো সেতু
টের পেলো না সে তো ...
সত্যি যদি যাওয়ার হতো ,
বলে দেয়াই যেতো ।
একটুতেই অভিমান করি
তুই ভালোবাসিস বলে,
অকারণে রাগ ভাঙাতে
তুই কাছে আসিস চলে ।
Bangla Love Sms For Boyfriend
কান্না লুকিয়ে যে
মিথ্যে হাসি হাসে ঠোঁট ,
কাছের মানুষই দেয়
বিশ্বাস হারানোর প্ৰথম চোট।
নিজের কাছে অপরাধী সেও
লুকিয়ে রাখে আয়না ,
চোখের দিকে চোখ রেখে কখনও
মিথ্যে বলা যায়না ।
কখনো যদি দেখা হয় , তোমার গলির বাঁকে
মুখ ঘুরিয়ে চলে যেও, দেখোনা ফিরে তাকে ।
থাকুক নিজের বলতে এমন একটা মানুষ কোন
পরিস্থিতির চাপেও যে হাত ছাড়বে না কক্ষনো ।
প্রেমিকার শরীর
ডুবে গেলে মৃত্যু
ভেঙে গেলে প্রেম
আর থেকে গেলে ভালোবাসা ।
মাঝপথে হাত ছাড়লো কজন
হয়নি আমার লোক গোনা -
থাকার যে , সে এমনি থাকে -
হারায় যারা যোগ্য না ।
যদি পারো রেখে দিও
যদি পারো জুড়ে নিও সব ,
ছেড়ে যাওয়া ভীষণ সহজ
ধরে রাখা টাই অসম্ভব ।
ভাঙছে রোজ মনের ঘর
টেরটি পায়নি কিচ্ছু কেহ
একাকীত্ব সঙ্গী যাদের
অভিনয়ে পটু জীবন্ত মৃতদেহ ।
কষ্ট পেলে আরো ,
আমি হাসতে পারি ভালো ।
ঘেন্না করা সহজ বড্ড
ভালোবাসা নয় ,
ছেড়ে যাওয়া সহজ খুব
আগলে রাখা নয় ।
প্রেম তো অনেকেই করে
কজন আর ভালোবাসে ,
সম্পর্কে তো সবাই থাকে
কতজন আর কাছে আসে ।
তোমার প্রতিটা কথাই
আমার হাসিমুকজের কারণ 😊
তুমি যদি অভিমান করো
আমারও হয় কষ্ট,
রাগ ভাঙতে গিফট লাগেনা,
আদরটুকুই যথেষ্ট ।
বিশ্বাস করো কথাটা শুনলে
মনে পড়ে যায় তাকে ,
প্রতিশ্রুতি দিয়ে গিয়ে আজ
সে অন্যের ঘরে থাকে ।
ভুল করবে বারেবারে
তবুও ফিরিয়ে নেবো আবার -
কারণ ,তোমার মতো রাজকন্যা
ভাগ্যে থাকেনা সবার ...
কাছে এসো , পাশে বসো
আসব না আমি বারবার ,
জড়িয়ে ধরো আদর করো
মেটাও সব আবদার ।
মাঝে মাঝেই মন খারাপ তোমার
অনেক অনেক রাগ ,
কপালে একটা হামি আর ক্যাডবেরিটা ডিউ থাক ..
ইগো নিয়েই থেকো তুমি
বলব না কিছু প্রিয় ।
যেখানেই থেকো , ভালো থেকো -
আর নিজের যত্ন নিও ।
ভালোবাসা ও হার মেনে যায়
অভিমান আর ইগোর কাছে,
প্রেম মানেই ভালোবাসা না
প্রথম প্রেমিক বুঝিয়ে গেছে ...
আবার যেদিন আসবে ফিরে
ভালোবাসি আর বলবো না
আমার হৃদয় জখম হলেও
শুধু তোমার কাছে গলবো না ..
ভালো লাগলে শেয়ার করুন বন্ধুদের সাথে। ....