100+ Best Birthday Wishes Bangla (জন্মদিনের শুভেচ্ছা মেসেজ) Birthday SMS Bangla

Bongconnection Original Published
1


100+ Best Birthday Wishes Bangla (জন্মদিনের শুভেচ্ছা মেসেজ) 



100+ Best Birthday Wish Bangla (জন্মদিনের শুভেচ্ছা মেসেজ) Birthday SMS Bangla


 Birthday Wish Bangla (জন্মদিনের শুভেচ্ছা মেসেজ) জন্মদিন মানেই এক বিরাট ব্যাপার । আর এই স্পেশাল দিনেই প্রিয়জনকে ঠিকঠাক শুভেচ্ছা (Wish) না জানাতে পারলে অনেক সমস্যা । কারণ, এই বিশেষ দিনটি তে বন্ধু বান্ধবী থেকে শুরু করে নিজের খুব প্রিয় কাছের মানুষটিকে আমরা সবার আগে স্পেশাল কিছু লিখে বা স্ট্যাটাস দিয়ে তাকে ইমপ্রেস করার চেষ্টা করি, বা বলা ভালো তার আনন্দের দিনে আমরাও সামিল হই । কিন্তু সমস্যা হলো, মনের মতো SMS অনেক সময়ই খুঁজে পাওয়া যায়না । তাই তো ?
আপনার এই সমস্যা দূর করতেই আমরা নিয়ে এসেছি সেরা সব জন্মদিনের শুভেচ্ছা জ্ঞাপনের এসএমএস ...
আপনি এখান থেকে আপনার পছন্দ মতো যেকোন একটি মেসেজ কপি করুন, আর পাঠিয়ে দিন আর প্রিয়জন কিংবা বন্ধুকে ....

Birthday Wishes In Bengali Poem



A ফর আমি
B ফর বলতে
C ফর চাই
D ফর দারুণ
E ফর একটা
F ফর ফাটাফাটি
G ফর গোপন কথা
:
:
:
H ফর হ্যাপি বার্থডে !




অতীতের কথা ভুলে যাও , ভবিষ্যতের কথা মনে কোরো না ..আজকের দিনটা ভালো করে উপভোগ কর ..শুভ জন্মদিন !

অতীতের সব দুঃখজনক ঘটনাকে ভুলে যাও...
মন দাও বর্তমানের দিকে..
অনেক অনেক খুশির জোয়ার আসুক তোমার জীবন জুড়ে...
শুভ জন্মদিন....


অতীতের সব না পাওয়া গুলো ভুলে গিয়ে আগামীর স্বপ্নগুলো সত্যি করার পথে এগিয়ে চলো...
শুভ জন্মদিন..

Happy Birthday SMS Bangla


100+ Best Birthday Wish Bangla (জন্মদিনের শুভেচ্ছা মেসেজ) Birthday SMS Bangla



অভিমানের মেঘ ভাসিয়ে দাও
অনেক দুরে,
মন খারাপের দিনটা তোমার না আসুক ফিরে,
দুঃখগুলো দাও উড়িয়ে ওই আকাশের নীড়ে,
অসীম সুখ বয়ে আসুক
তোমার জীবন জুড়ে...
শুভ জন্মদিন...



এই এসএমএস টায় ফ্যাট , কোলেস্টেরল, নেশার দ্রব্য কিছুই নেই ..আছে শুধু অনেকটা মিষ্টি , এই মেসেজটার পাঠকের মতই মিষ্টি ..জন্মদিনের মিষ্টি শুভেচ্ছা


আজ জন্মদিনে তোমার দিনটা প্রচুর মজা , আনন্দ ও সুন্দর মুহুর্তে ভরে উঠুক এই কামনাই করি ...শুভ জন্মদিনের অভিনন্দন !


আজ বাতাসে সুবাসিত স্নিগ্ধতা,
পাখিরা সারি সারি গাইছে গান,
প্রকৃতি নতুন করে হয়েছে রঙিন,
ফুলেরা সব ফুটেছে বাগানে,
আজ আমার সবচেয়ে প্রিয় মানুষের জন্মদিন....
"শুভ জন্মদিন"


Bangla Birthday Kobita


আজকের এই দিনটির জন্য একটা বছর ধরে ওয়েট করছি... কারন এই স্পেশাল দিনে সৃষ্টিকর্তা তোমাকে পৃথিবীতে স্পেশাল করে আমার জন্য পাঠিয়েছে...... শুভ জন্মদিন.....


আজকের এই বিশেষ দিন-এ হয়ে ওঠো আরও নবীন, ভালোবেসে জানাই তোমায় শুভ জন্মদিন !


আজকের এই রাত-তোমার জন্য দেখে আনুক সুখময়
নতুন এক প্রভাত,
আজকের এই দিন-তোমার জন্য হোক কষ্টহীন,
আজকের এই সময়-টা সুধু তোমার জন্য
আর তো কারো নয়..জানায় শুভ জন্মদিন-
তোমার জন্যে আজ পৃথিবীটা হয়ে যাক রঙিন..
শুভ জন্মদিন!

আজকের দিনটা ভরে উঠুক ভালবাসা আর উৎসাহে , আশা করছি সব প্রিয়জনেরা পাশেই আছে। জীবনে আরো উন্নতি ,সৌভাগ্য ,ঐশ্বর্য আসুক এই কামনাই করি। শুভ জন্মদিন :-)


আজকেরই এই দিনে
সবকিছু হউক নতুন করে,
সুখের স্মৃতিটুক থাক কাছে
দু:খগুলো যাক দুরে।
জড়া জীর্ণ অতীতটাকে
রেখোনা আর মনে
নব উদ্দমে কাজ করো
নতুন এই দিনে।

100+ Best Birthday Wish Bangla (জন্মদিনের শুভেচ্ছা মেসেজ) Birthday SMS Bangla




আমার জীবনের সেরা সময় তোমার মত প্রাণবন্ত বন্ধুর সাথে বড় হওয়া ...জীবনকে বর্ণময় করে তোলার জন্য ধন্যবাদ!..শুভ জন্মদিন ..

আমি কৃতজ্ঞ এই দিনটার প্রতি ! কারণ আজকের দিনটায় তুমি জন্মেছিলে, যার মতো ভালো বন্ধু ও মানুষ আমি জীবনে কমই পেয়েছি। শুভ জন্মদিন !


আর একটা বছর এসে গেল, বেড়ে যাবে আর একটা মোমবাতি, কাল ও ছিলাম আজ ও আছি তোমার জন্মদিনের সাথী ! হ্যাপি বার্থডে !



আশা করি যে , হাসি ,আনন্দ, সৌভাগ্য এই বছরটায় সর্বদা তোমার সাথে থাকে ! তোমাকে জানাই জন্মদিনের অনেক প্রীতি -শুভেচ্ছা- অভিনন্দন :-)

আশা রাখি জীবনের আনন্দযাত্রায় কখনোই সত্যির পথ থেকে সরে যাবে না .. জন্মদিনের শুভেচ্ছা নিও ..

Bangla Birthday SMS For Sister

আসুক ফিরে এমন দিন
হোক না তোমার সব রঙিন
জনম জনমের তরে,
তোমার এই শুভ জন্মদিনে
বারে বারে পড়ছে মনে
যতই থাকি না দুরে।।

ঈশ্বর আমাদের দিয়েছেন সবচেয়ে বড় উপহার..আমাদের জীবন!
এখন আমাদের ব্যবহার ও কর্মের উপর নির্ভর করছে যে আমরা নিজেদেরকে ভালো থাকার উপহারটা দিতে চাই কিনা...
শুভ জন্মদিন...

100+ Best Birthday Wish Bangla (জন্মদিনের শুভেচ্ছা মেসেজ) Birthday SMS Bangla



ঈশ্বরের আশীর্বাদে তোমার প্রতিটি দিন কাটুক
নতুন নতুন সুখের আতিশয্যে..
আর তোমার চারিপাশে ছড়িয়ে থাকুক
খুশির নানান আভাস...
শুভ জন্মদিন..

এই দিনটা আসে যেন বারবার বারবার ফিরে,
যেন অনেক স্বপ্ন দেখতে পারি তোমায় আমি ঘিরে। হ্যাপি বার্থডে !

এই দিনটা তোমার জীবনে বারবার ফিরে আসুক..আর তোমার আয়ুতে দিন কম পড়লে ঈশ্বর যেন আমার আয়ু থেকে তোমায় সময় দান করেন...
শুভ জন্মদিন..

জন্মদিনের মজার গান 

                                     


এই পৃথিবীর সবথেকে মজাদার মানুষকে জানাই জন্মদিনের অনেক অনেক শুভেচ্ছা ও অভিনন্দন। আগামী বছরগুলিও আরো আনন্দ এবং উৎকর্ষতায় ভরে উঠুক এই কামনা করি :-)

এক বছর পরে এল ফিরে আজকের এই দিন।
তাই তো তোকে জানাই শুভ জন্মদিন।
ভালো থাকিস।


কামনা করি তোকে যেন কোনোদিন বিন্দুমাত্র কষ্টের মুখোমুখি না হতে হয় জীবনে...
সাফল্য সর্বদা তোর পরিশ্রমে খুশী হয়ে যেন তোর কাছে ধরা দেয়...
শুভ জন্মদিন...

একটা কথা বলার ছিল .. কি করে বলি.. বলছিলাম যে.. আমি তোমাকে বলতে চাই… হ্যাপি বার্থডে !


একদিন আকাশটা কাঁদছিল..
আমি জিজ্ঞেস করলাম কাঁদছ কেন?
আকাশ বলল,\"আমি আমার সবথেকে দামী নক্ষত্রটা হারিয়ে ফেলেছি...\"
কবে সে হারিয়েছে জানো?
যেদিন তুমি এই পৃথিবীতে জন্ম নিয়েছ...
শুভ জন্মদিন...

কামনা করি তোমার আয়ু দীর্ঘায়িত হোক...
তোমার জীবনের সব বিপদের অকালবিয়োগ ঘটুক...
ঈশ্বর তোমার সহায় হোক...
শুভ জন্মদিন...

কামনা করি তুমি হয়ে ওঠো নতুন সকালের ন্যায় পবিত্র ও সজীব...রঙীন ও উজ্জ্বল...তোমার জীবনে প্রতি বছরে ফিরে আসুক এই দিনটি...
শুভ জন্মদিন...

আরো পড়ুন, Best Bangla Love SMS


কার স্যাটারডে প্রিয় দিন কার সানডে আমার সুধু প্রিয় একটা দিন তোমার বার্থডে ! হ্যাপি বার্থডে !


গত বছর ঈশ্বর এই দিনটাতে স্বর্গ থেকে সবচেয়ে মিষ্টি এঞ্জেল-টাকে পাঠিয়েছেন এই পৃথিবীতে...

ছোট্ট ছোট্ট পায়ে এগোতে এগোতে সে আজ এক বছর বয়সী হয়ে উঠেছে...
কামনা করি তুমি যেন পৃথিবীর সব সুখ আস্বাদন করতে পারো....
শুভ জন্মদিন...


ঘড়িতে ১২ র কাঁটাটা ছোঁয়ার আগেই আমি তোমাকে জানাই যে , বয়সটা তো আরো একবছর বেড়ে গেল ! ..শুভ জন্মদিন :-)

জীবনের এই সুন্দর দিনটা পরিবার ও বন্ধু -বান্ধব , প্রিয়জনদের সাথে মজা করে কাটাও ..জন্মদিনের শুভেচ্ছা নিও ..


100+ Best Birthday Wish Bangla (জন্মদিনের শুভেচ্ছা মেসেজ) Birthday SMS Bangla



জীবনটা আঙুলের ছাপের মতই নকল করা যায়না ..তাই এটা দিয়ে সুন্দর ছাপ রেখে যাওয়ার চেষ্টা করো ..মুহূর্তও নষ্ট কোরো না, কারণ সময়ের কোনো ছুটি নেই, স্বপ্নের কোনো শেষ নেই এবং জীবনে কোনো থামা নেই ..শুভ জন্মদিনে নতুন স্বপ্ন দেখো এই কামনা করি


জন্মদিন আসে যায় , সবাই আরো একবছর বড় হয়ে যায়। উপহারগুলো খোলা হয়। ... ফেলে দেওয়া হয়। কিন্তু আমি চাই আমার এই শুভেচ্ছা তোমার সাথে সারাজীবন থাকুক। শুভ জন্মদিন :-)


Bangla Wishes


জন্মদিন মানে শুধু বন্ধুদের সাথে এনজয় করা নয়...জন্মদিন মানে তোমার কাছে নিজেকে প্রমান করার জন্যে আগের বছর অবধিও যা সময় ছিল,তার চেয়ে এখন এক বছর কম আছে..
তাই নিজের প্রতি যত্নশীল হও ,নিজের দায়িত্ব পালন করতে শেখ...আরো বড় হও-তোমার জন্মদিনে আমি এই কামনা করি..
শুভ জন্মদিন..

জন্মদিনে কি বা দেব তোমায় উপহার, বাংলায় নাও, ভালবাসা, হিন্দি তে নাও পিয়ার ! শুভ জন্মদিন !

জন্মদিনের অনেক অনেক শুভেচ্ছা...
তোমার জীবনের গল্প লেখো নিজের হাতে...
শুধু মাথায় রেখো তাতে কল্পনা ও বাস্তবের মধ্যে
যেন একটা সমতা থাকে...

জন্মদিনের উষ্ণ অভিনন্দন জানাই আমার জানা সবথেকে উজ্জ্বল ও মজার মানুষটিকে ! তোমার একটা হাসিতে আলোকিত হয়ে ওঠে চারিদিক । অনেক ভালবাসা নিও

জন্মদিনটা হল জীবনের সবচেয়ে বিশেষ দিনগুলোর মধ্যে একটা..
তোমার এই বিশেষ দিনটাকে প্রাণ ভরে উপভোগ করো আরও একশ বছর...

তোমাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ আমার জীবনের এই বিশেষ দিনটিকে এতটা বিশেষ করে তোলার জন্যে...আমার জীবনের এটা সেরা জন্মদিন ছিল এখনও অবধি...


তোমার খ্যাতি হোক জগত জুড়ে...তোমার ব্যাপ্তি হোক আকাশ সমান...আর তোমার ব্যক্তিত্ব হোক বিদ্যুতের মত তীক্ষ্ণ...আশীর্বাদ করি জীবনের প্রতিটি ক্ষেত্রে তুমি সফল হও...
এই কামনা করে তোমায় জানাই শুভ জন্মদিনের অনেক অনেক শুভেচ্ছা...


তোমার জীবন যেন ভরে ওঠে অনেক অনেক স্বর্গীয় আশীর্বাদের উপহারে...তুমি নিজেই যখন পৃথিবীর কাছে একটা এত বড় উপহার,তখন তুমি নিশ্চই পৃথিবীর সেরা উপহারটি পাওয়ার যোগ্য...
শুভ জন্মদিন..

তোমার জীবন হয়ে উঠুক রামধনুর সাত রঙে রঙিন...প্রতি বছর তোমার বয়সের সাথে সাথে বাড়ুক তোমার বুদ্ধি ও যশ..
শুভ জন্মদিন...

তোমার জন্য প্রার্থনা করি
১২ মাস আনন্দের
৫২ সপ্তাহ খুশির,
৩৬৫ দিন সাফল্যের
৮৭৬০ ঘণ্টা সুস্বাস্থ্য,
আর ৫২৬০০ মিন সৌভাগ্যের !
শুভ জন্মদিন !


তোমার জন্মদিনে তোমাকে পাঠালাম হাজার হাসির শুভেচ্ছা..যারা তোমাকে প্রতিদিন হাসাবে..আনন্দ দেবে....
শুভ জন্মদিন...

তোর্ কথাই ভাবছিলাম ..পুরনো দিনের কথা ভেবে হাসছিলাম ...শুভ জন্মদিন আমার মনের সবথেকে কাছে থাকা বন্ধুকে ...


তোর জন্য ভালবাসা, লক্ষ্ গোলাপ জুই, হাজার লোকের ভিড়ে আমার থাকবি হৃদয়ে তুই।
শুভ জন্মদিন


দিনের শেষে বলছি তোমায় ! জন্মদিনের শুভেচ্ছা !

দিনের শেষে বলছি বটে শুভ জন্মদিন ....... কিন্তু তোমার কথা-ই শুধু ভাবছি সারাদিন ! জন্মদিনের শুভেচ্ছা !

নতুন সকাল , নতুন দিন নতুন করে শুরু,
যা হয় না যেন শেষ.
জন্মদিনের অনেক শুভেচ্ছার সাথে
পাঠালাম তোমায় এই এস এম এস !
 শুভ জন্মদিন !

প্রতিদিনই জন্মদিনের মত আনন্দে পরিপূর্ণ থাকুক ! আজকের দিনটা প্রানখুলে উপভোগ কর ..শুভ জন্মদিন !


ফুলে ফুলে ভরে যাক তোমার ভুবন, রংধনুর মতো সাত রং এ রাঙ্গুক তোমার জীবন । দুঃখ কষ্ট গুলো হারিয়ে যাক দুর অজানার দেশে । তোমার জীবন যেন সুখের সাগরে ভাসে । এই কামনা করি বিধাতার কাছে ।
শুভ জন্মদিন...

বাইরে তাকিয়ে দেখো কি মনোরম পরিবেশ ! তোমার জন্যে সূর্য হাসছে , গাছেরা নাচছে , পাখিরা গান গাইছে ..কারণ আমি সবাইকে বলেছি শুভেচ্ছা জানাতে ! শুভ জন্মদিন


বয়স যতই বৃদ্ধি পাক না কেন,
তোমার মনে থাকা সেই প্রাণ প্রাচুর্য্য যেন কখনো না হ্রাস পায়..
এই পৃথিবীটা একটা খেলার মাঠ,
তাই সহজ জীবনটাকে কখনো কঠিন করে তুলো না যেন...
শুভ জন্মদিন...


মাঝে মাঝে ভাবি তোর্ জন্মদিনটা একটা জাতীয় ছুটি ঘোষণা করা উচিত....
আফটার অল, তুই আমাদের জাতীয় সম্পদ....
যতদিন না সেটা হচ্ছে ততদিন অবধি আমরাই জানায় তোকে,
 \"শুভ জন্মদিন...\"


100+ Best Birthday Wish Bangla (জন্মদিনের শুভেচ্ছা মেসেজ) Birthday SMS Bangla


রাত যায় দিন আসে,মাস যায় বছর আসে, সবাই আশায় থাকে একটা সুদিনের আশায়, আমি আশায় থাকি তোমার জন্মদিনের আশায়...শুভ জন্মদিন.... !


শুধু কয়েকটা শব্দ দিয়ে তোমার প্রতি আমার কৃতজ্ঞতা বোঝানো আমার পক্ষে সম্ভব না হয়তো..
শুধু জানাতে চাই যে তুমি আমার সবচেয়ে কাছের..যাকে ছাড়া আমার এক মূহুর্তও চলে না...
শুভ জন্মদিন মা...

শুভ ক্ষন, শুভ দিন। মনে রেখ চির দিন। কষ্ট গুলো দূরে রেখ, স্বপ্ন গুলো পুরন করো, নতুন ভালো স্বপ্ন দেখো, আমার কথা মনে রেখ।
শুভ জন্মদিন


শুভ জন্মদিনের অভিনন্দন জানাই এমন এক জনকে যার জন্মদিনের কথাটা ফেসবুক রিমাইন্ডার ছাড়াই মনে করতে পারি !

শুভ রজনী শুভ দিন,
সামনে আসছে তোমার জন্মদিন,
জন্মদিনে কি দেব তোমায়,
এক তরা গোলাপ ফুল আর
এক বুক ভালবাসা ছাড়া কিছু নেই যে আমার।।।
শুভ<<|>>জন্মদিন<<|>>


শুভ শুভ শুভ দিন আজ তোমার জন্মদিন.
মুখে তোমার দীপ্ত হাসি ফুল ফোটাচ্ছে রাশি রাশি. হাজার ফুলের মাঝে গোলাপ যেমন হাসে
তেমন করে বন্ধু তোমার জীবন যেন
সুখের সাগরে ভাসে...
শুভ জন্মদিন!


সকাল থেকে সন্ধ্যা , তোমার জন্মদিন হোক উজ্জল ! জন্মদিনে আন্তরিক অভিনন্দন ...


স্কুল লাইফ থেকে যার সাথে আমার বন্ধুত্ব...যে তারপর থেকে আমার জীবনের সেরা বন্ধু হয়ে যায়, আজ তার জন্মদিন....চিরকাল তুই এমনই থাকিস ভাই...ঈশ্বরের আশীর্বাদ সবসময় যেন তোকে সঠিক পথে রাখে...
হ্যাপি বার্থ ডে ভাই...

সুন্দর এই ভুবনে সুন্দরতম জীবন হোক তোমার
পূরণ হোক প্রতিটি স্বপ্ন, প্রতিটি আশা
 বেঁচে থাকো হাজার বছর
<<শুভ জন্মদিন>>..

100+ Best Birthday Wish Bangla (জন্মদিনের শুভেচ্ছা মেসেজ) Birthday SMS Bangla



সব তর্কাতর্কি , ভুল বোঝাবুঝি সত্বেও তুমিই আমার জীবনের প্রিয়তম মানুষ ! শুভ জন্মদিনের অনেক অনেক ভালবাসা নিও।

স্বপ্ন গুলো সত্যি হোক
 সকল আশা পূরণ হোক।
দু:খ গুলো দূরে যাক
সুখে জীবনটা ভরে যাক।
 জীবনটা হোক ধন্য
শুভ কামনা তোমার জন্য।
~~ শুভ জন্মদিন ~~

সমুদ্রের ঢেউ, ফুলের সুগন্ধ , রাতের তারারা -- সবাই জড়ো হয়েছে তোকে একসাথে বলতে
॥ শুভ জন্মদিন ॥


সূর্যের মতন উজ্জ্বল হও,
সাগরের মতন হও চঞ্চল
আকাশের মতন উদার হও
আর ঢেউএর মতন উচ্ছল...
শুভ জন্মদিন...


হাজার ভিড়ের মাঝে হোক তোমার একটা আলাদা পরিচয়...
দুঃখ যেন তোমায় ধরা না দেয়,
সবসময় যেন তোমার থাকে ভালো সময়....
এই কামনায় তোমাকে জানাই শুভ জন্মদিন....

আশা করছি এই বাংলা এসএমএস (Bangla SMS)গুলো আপনার ভালো লেগেছে।  ভালো লাগলে নিজের প্রিয়জনদের সাথে শেয়ার করতে ভুলবেন না। ..
আরও বাংলা মেসেজের জন্য নিয়মিত আমাদের ওয়েবসাইটে ভিজিট করুন, এখানে রয়েছে ২০০০ এর ও বেশি বাংলা এসএমএস। ..
ভালো থাকুন, ভালোবাসায় থাকুন। ..
Thank You, Visit Again ...

Tags - Bangla SMS, Birthday Wish SMS

Tags

Post a Comment

1Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.
  1. খুব সুন্দর সুন্দর <a href="https://banglalovenotes.blogspot.com>জন্মদিনের শুভেচ্ছা</a>

    ReplyDelete
Post a Comment
To Top