Wrestler Protest News Delhi – Wrestler Protest Live Update – Sakshi Malik, Vinesh Phogat News Today

Bongconnection Original Published
3 Min Read

 Wrestler Protest News Delhi – Wrestler Protest Live – Sakshi Malik,
Vinesh Phogat

Wrestler Protest News Delhi - Wrestler Protest Live Update - Sakshi Malik, Vinesh Phogat
Loading...


Delhi Wrestlers Protest News 

‘এশিয়ান গেমস’ হোক কিম্বা ‘কমনওয়েলথ গেমস’ কিম্বা ‘অলিম্পিক’ ভারতকে যথাসম্ভব
সন্মান এনে দেন রেসলার রা। সে মেয়ে হোক কিম্বা ছেলে। আমার মহান দেশের মহান
সাংসদ,কুস্তীগীর ফেডারেশনের সভাপতি ব্রিজভুষন শরন সিং  মেয়ে রেসলারদের যৌন
হেনস্তা ও উতপীড়নে অভিযুক্ত। এনিয়ে ভারতীয় রেসলাররা লাগাতার আন্দোলন
করছেন,ব্রীজভুষনকে গ্রেফতার করার জন্য। সরকার পরিবর্তে আন্দোলনকারীদের লাঠি
চার্জ করে জেলে পুরছে।সংবিধান,নারী সুরক্ষার চেয়েও কি একজন সাংসদ উর্ধে? 

বিশ্বগুরুর দেশে এত সেলিব্রিটি মেয়েরাও নিরাপদ নয় কেন? অলিম্পিকের পদক তালিকা
দেখলে বোঝা যায়, যে দেশ সার্বজনীন ভাবে যতটা উন্নত, সেই দেশ পদক তালিকাতেও ততটা
উন্নত।ঢাকঢোল পিটে যতই নিজেকে বিশ্বগুরু, সৌরজগত গুরু ভাবো,আদতে তা বিকৃত ও
বিক্রিত মিডিয়া মহলেই সীমাবদ্ধ।’দেশ কা নাম উজালে ম্যায় লানেওয়ালী দেশ কা
বেটিয়াদের’ এই অবস্থার জন্য দোষী ব্যক্তিকে গ্রেফতার ও আইনের আওতায় না
এনে  বিশ্বগুরু হাজার হাজার কোটী টাকা ব্যয়ে নির্মিত  চোরেদের থাকার
জায়গা উদ্ভোদনে মত্ত।যারা দেশের সর্বোচ্চ পদে আছেন,এই দেশ চালাচ্ছেন,তাঁরা এই
সামান্য সমস্যা মেটাতে পারছেন না? বেটিয়াদের নিরাপত্তা দিতে ব্যর্থ সরকার ‘বেটি
বাঁচাও,বেটি পঢ়াও’ এর স্লোগান তুলে কি করে? আসছে ১৫ আগষ্ট আবার সবাইকে পতাকা
উত্তোলন করতে বলবেন।যাদের গায়ে জড়ানো পতাকা বিশ্ববাসী দেখে,তারাই আজ লজ্জা
নিবারনের কাপড়ের খোঁজে রাস্তায়,পথে প্রান্তে নিরাপত্তা চেয়ে চেঁচিয়ে
যাচ্ছেন। 

তবুও বলতে হবে, ‘সারে জাঁহা সে আচ্ছা….!’
সাব্বাস,বহুত বঢ়িহা…! 

Vinesh Phogat News

Loading...
Wrestler Protest News Delhi - Wrestler Protest Live - Sakshi Malik, Vinesh Phogat

Delhi Wrestlers Protest Reason

ব্রিজভূষণ সরন সিং – নাম যতটা দীর্ঘ তার চেয়েও দীর্ঘ তার দুর্নীতির তালিকা।
পদকজয়ী হোন বা না হোন – কুস্তিগীররা তার অত্যাচারের আর দুর্নীতির বলি হয়েই
চলেছিলেন। আর মহিলাদের উপর অত্যাচারে তো তিনি সিদ্ধহস্ত বলে বারবার অভিযোগ
উঠছে। বেশ কিছুদিন আগে রশ্মিকা মান্ধানা অভিনীত ক্রিকেটের উপর তৈরি ফিল্ম
Dear Comrade এ ঠিক এইরকমই এক কাহিনী দেখানো হয়েছিল। ফিল্মের কাহিনীতে অনেক
দুর্নীতির পরে অবশেষে শাস্তি হলেও বাস্তবে এখনো পুলিশ বা বিচারবিভাগীয় তদন্তও
দ্রুতগতিতে এগোচ্ছে না। দেশের নেতারা এনাদের পদক জয়ের কৃতিত্বে ভাগ বসাতে
টুইট করে বা ছবি তুলতে যতটা তৎপর থাকেন তার ১% ও এই মুহূর্তে সরকারের তরফে
দেখা যাচ্ছে না। দিল্লিতে ক্রমাগত চলতে থাকা ধর্ণার উপর আজকের সীমা ছাড়িয়ে
যাওয়া পুলিশি মারধরে পুরুষতান্ত্রিক ক্রীড়া প্রশাসন খুশি, সবক শেখানো গেছে,
কিছু অন্যান্য শ্রেণীও খুশি দেখলাম সোশ্যাল মিডিয়াতে আর বাকি যাদের তৎপরতা
দেখানোর দরকার ছিল তারা তো চুপ করেই আছেন। মাথা ঝুঁকে চলেছে শুধু দেশের। আমি
কার্টুনিস্ট নই – কেউ না কেউ নিশ্চয়ই এই ছবিটা নিয়ে সাক্ষী মালিক সহ
ক্রীড়াবিদদের শিকলে আটকাতে চেষ্টার উপর কিছু তৈরি করবেন। এই ছবিটা রাখুন
আপনার ফোনের গ্যালারিতে   – ২০২৩ সালের মে মাসে ভারতের গর্ব যে
খেলোয়াড়রা – তারাও যে বিচার পাচ্ছেন না – সেটার প্রমাণস্বরূপ এই আইকনিক ছবিটা
রাখা থাকুক মুঠোফোনের গ্যালারিতে।

Tags –
News,
Trending News, Vinesh Phogat, Sakshi Malik

Share This Article