Proticchobi Lyrics (প্রতিচ্ছবি লিরিক্স) Bagdhara Band

Bongconnection Original Published
0

 Proticchobi Lyrics (প্রতিচ্ছবি লিরিক্স) Bagdhara Band

Proticchobi Lyrics (প্রতিচ্ছবি লিরিক্স) Bagdhara Band

Proticchobi Lyrics By Bagdhara Band

Proticchobi is a popular Bengali song by Bagdhara Band. Music composed by Kazi Zohad Yazdani & lyrics penned by Kazi Zohad Yazdani & Salehin Rafi

Proticchobi Lyrics In Bengali

আধারে, ওই আকাশে দেখি তোমার প্রতিচ্ছবি
আধারে, ওই আকাশে দেখি তোমার প্রতিচ্ছবি
ভেসে আসো তুমি আমার স্বপনে
আধারের কালো অন্ধকারে
মরি আমি তোমার নেশায়
তোমার ছবি একে যাই

আলোর ভীড়ে একে যাই, তোমার ছবি
আলোর ভীড়ে একে যাই, তোমার ছবি
আলোর ভীড়ে এসে, হারিয়ে গেলে তুমি
খুঁজে ফিরি তোমায়
মরি আমি তোমার নেশায়
তোমার ছবি একে যাই
ভেসে আসো তুমি আমার স্বপনে
আধারের কালো অন্ধকারে
মরি আমি তোমার নেশায়
তোমার ছবি একে যাই

যদি কোনোদিন ভুল করে, মনে পড়ে যায়
স্মৃতির পাতায় খুঁজে পাই
যদি কোনদিন মেঘের ভাঁজে তোমাকে হারাই
বৃষ্টির শব্দে খুঁজে যাই
ভেসে আসো তুমি আমার স্বপনে
আধারের কালো অন্ধকারে
মরি আমি তোমার নেশায়
তোমার ছবি একে যাই
ভেসে আসো তুমি আমার স্বপনে
আধারের কালো অন্ধকারে
মরি আমি তোমার নেশায়
তোমার ছবি একে যাই

প্রতিচ্ছবি লিরিক্স - বাগধারা ব্যান্ড 



আরো পড়ুন,

Post a Comment

0Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.
Post a Comment (0)
To Top