ভালোবাসার অনুভূতি - Bhalobashar Onuvuti - ভালোবাসার অনুভূতি নিয়ে কথা

Bongconnection Original Published
0

 ভালোবাসার অনুভূতি - Bhalobashar Onuvuti - ভালোবাসার অনুভূতি নিয়ে কথা

ভালোবাসার অনুভূতি - Bhalobashar Onuvuti - ভালোবাসার অনুভূতি নিয়ে কথা

ভালোবাসার অনুভূতি

সম্পর্কে খুব ছোট ছোট জিনিসগুলো লক্ষ্য করি আমি। যেমন দেখা হলে তার চোখে মুখে আনন্দের দ্যুতি বয়ে যাওয়া। আমি বকবক করলে তা মনোযোগ সহকারে শোনা। আমি ভালোবাসি বলে জানলার ধারের সিটটা আমাকে ছেড়ে দেওয়া। ভালো কোনও সিনেমা দেখে উঠেই সেটা আমাকে দেখার জন্য সাজেস্ট করা। নিজের পছন্দের গানের লিঙ্ক পাঠানো। নিজের পছন্দের রেস্টুরেন্টে আমাকে নিয়ে খেতে যাওয়া।

ভালোবাসার অনুভূতি নিয়ে কিছু কথা

'সকাল ৮টায় আমাকে ঘুম থেকে তুলে দিবি ফোন করে?', বলে ঘুমাতে গিয়ে, ঠিক সকাল ৮টায় ফোনের স্ক্রিনে তার নাম ভেসে ওঠা। জন্মদিনের দিন ১২টা বাজার মিনিটখানেক আগে ফোন করে বলা, 'সবার আগে তোমায় আমি উইশ করবো, তাই আগে থেকেই ফোন করলাম'। বাড়ি পৌঁছে একটা মেসেজ করে দেওয়ার হুকুম। হাঁটতে হাঁটতে রাস্তার বেশি ডানদিকে চলে গেলে হাত ধরে টেনে নেওয়া।

আরো পড়ুন,

খুব আলগা সুতো দিয়ে যা বোনা হয় তার নাম সম্পর্ক। আমাদের একে অপরের প্রতি স্নেহ, মায়া, যত্ন, ভালোবাসা তাতে গিঁট মারে একটার পর একটা। তবেই তা মজবুত হয়। ছেঁড়ে না সহজে...


Post a Comment

0Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.
Post a Comment (0)
To Top