Mrs. Chatterjee Vs Norway Movie Review, Rating | Rani Mukherjee | মিসেস চ্যাটার্জি Vs Norway রিভিউ
Mrs. Chatterjee Vs Norway Movie Review
দেখে এলাম Mrs Chaterjee Vs Norway।
এক অদম্য মায়ের লড়াই, যা শেষ পর্যন্ত্য চোখে জল, হাততালি র বন্যা, আর জয় সব এনে
দেয়। সিংহী র মতন শাবক দের বুকে আগলে রাখার জন্য লড়াই, একটা দেশে র বিরুদ্ধে,
দেখার মতন। রানী মুখার্জি অনবদ্য। সাথে অনির্বান আর অন্যান্য শিল্পী রা তাদের
অভিনয় দক্ষতা দেখিয়ে দিয়েছে। শুধু বাংলা আর নরওয়ে এই দুই প্রান্তের ওপর
সর্বভারতীয় ছবি, যা আজকে সিনেপ্লেক্স এ পূর্ণ পেক্ষাগৃহ হাউজফুল, নানান
ভাষাভাষী দর্শকের সমারোহে, অভূতপূর্ব।
Mrs. Chatterjee Vs Norway Movie Cast
Rani Mukherjee,
Anirban Bhattacharya, Jim Sarbh, Neena Gupta, Barun Chanda
& others.
Mrs. Chatterjee Vs Norway Movie Review In Bengali
সব মায়েরা নিশ্চয় দেখবে, এই ছবি। সন্তানের জন্য মা যে কতদূর যেতে পারে এই ছবি
তারই প্রতিফলন। কোনো গল্প নয়, সম্পুর্ন সত্যি ঘটনা এই ছবির কাহিনী। তবে সব
সন্তানের বাবা কিন্তু সিনেমার বাবা নয়। তাই বাবা দের ও দেখা উচিত, কারণ তারা
কেউ মিস্টার চ্যাটার্জী হতে চাইবেন না।
সিনেমার শেষে দর্শক দের কাছে আসল সেই বাস্তবের মা কে চিত্র মাধ্যমে পরিচয় করিয়ে
দেওয়া হয়েছে। নাম তার সাগরিকা চক্রবর্তী। দীর্ঘ তিন বছর লড়াই করে সন্তানদের
ফেরত পেয়েছেন। আর অবশ্যই একটা দেশের বিরুদ্ধে লড়াই করার জন্য কৃতজ্ঞতা র সাথে
স্বীকার করা হয়েছে দুই নেত্রীর নাম। একজন সুষমা স্বরাজ আরেকজন বৃন্দা কারাত।