Speach On Netaji Subhash Chandra Bose In Bengali – (নেতাজি সুভাষচন্দ্র বসুর বক্তৃতা , বাণী)

sudiproy877
3 Min Read

 Speach On Netaji Subhash Chandra Bose In Bengali – (নেতাজি সুভাষচন্দ্র বসুর বক্তৃতা , বাণী)


ভারতের স্বাধীনতা সংগ্রামে নেতাজি সুভাষচন্দ্র বসুর অবদান অপরিসীম। তাঁকে আমরা আজও শ্রদ্ধার সঙ্গে স্মরণ করি। দেশকে পরাধীনতার অন্ধকার থেকে মুক্তি দিতে প্রাণপ্রণ লড়েছিলেন এই বঙ্গ সন্তান। সুভাষচন্দ্র বসুর জন্ম ১৮৯৭ খ্রিস্টাব্দের ২৩ জানুয়ারি, ওড়িশার কটক শহরে। তাঁর পিতা জানকীনাথ বসু ও মাতা প্রভাবতী দেবী। মেধাবী ছাত্র সুভাষ কটকের রাভেনশ কলেজিয়েট স্কুল থেকে প্রথমে ম্যাট্রিক পাশ করেন। তিনি বিলেতে গিয়ে সিভিল সার্ভিস পরীক্ষায় চতুর্থ স্থান অধিকার করেন সুভাষ।


সিভিল সার্ভিস পরীক্ষায় পাশ করে দেশে ফিরে এসেছিলেন সুভাষ। কিন্তু ইংরেজ সরকারের অধীনে চাকরি গ্রহণ করলেন না তিনি। চাকরির বদলে বরং দেশকে ইংরেজদের কবল থেকে মুক্ত করতে স্বাধীনতা আন্দোলনে যােগ দিলেন। ২৩ শে জানুয়ারি নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মদিন উপলক্ষে আমাদের বিদ্যালয়ে কিংবা কোন শিক্ষা প্রতিষ্ঠানে বক্তৃতা দেওয়ার প্রয়োজন পড়ে। অনেকে Netaji Birthday Speech in Bengali খোঁজেন, তাদের জন্য আজকে আমাদের এই পোস্ট টি……


Speach On Netaji Subhash Chandra Bose In Bengali
Loading...

Netaji Subhash Chandra Bose  Bengali Bani 

নেতাজি সুভাষচন্দ্র বসুর বক্তৃতা – 


১। তোমরা আমাকে রক্ত দাও, আমি তোমাদের স্বাধীনতা দেবো” । “জয় হিন্দ” –

২। জীবন সংগ্রামের ঝুঁকি না থাকে তাহলে বেঁচে থাকা অনেকটা ফিকে হয়ে যায়!!!

৩। সত্যান্বেষণ না করা পর্যন্ত আমরা চুপ করে বসে থাকব না, বা থাকা উচিত নয়।


নেতাজি সুভাষচন্দ্র বসুর বাংলা বাণী 

Loading...


Speach On Netaji Subhash Chandra Bose In Bengali
আরও পড়ুন,

netaji subhas chandra bose speech in bengali


৪। সর্বদা সত্যতার মাধ্যমে জীবন অতিবাহিত করতে হবে।


৫। বাস্তব বোঝা কঠিন। তবে, জীবনকে সত্যতার পথে এগিয়ে নিয়ে যেতে হবে। সত্যকে গ্রহণ করতে হবে।

৬। স্বাধীনতার জন্য নিজের রক্ত ​​দিয়ে মূল্য প্রদান করা আমাদের কর্তব্য।

Speach On Netaji Subhash Chandra Bose In Bengali

speech About Netaji Subhash Chandra Bose 

৭। যে সৈনিক মাতৃভূমির প্রতি বিশ্বস্ত, সে সর্বদাই আত্মবলিদান দিতে প্রস্তুত, সে অজেয়’।


৮। ‘মনে রাখবেন সবচেয়ে বড় অপরাধ অন্যায় সহ্য করা এবং ভুলের সঙ্গে সমঝোতা করা’।


Speach On Netaji Subhash Chandra Bose In Bengali
আরও পড়ুন,

নেতাজি সুভাষচন্দ্র বসুর বক্তৃতা 

৯। ভারত আমাদের ডাকছে, রক্ত দিয়ে রক্তকে ডাকছে, আর সময় নেই অস্ত্র তোলো, ঈশ্বর চাইলে শহিদের মৃত্যু বরণ করে নেব আমরা।

১০। আপনার নিজের শক্তিতে বিশ্বাস রাখুন, অন্যের শক্তির উপর ভরসা রাখা সর্বদা বিপদজনক হয়।।

Tags – Photo Gallery 

Share This Article